Hindu Samaj Kalyan Samiti

Tapon Ghosh is a real leader of Hinduism which we need to follow him..

09/10/2023

অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সর্বদা ইসরায়েলের পাশে আছি

Photos from হিন্দুসমাজ কল্যাণ সমিতি's post 29/09/2023

সকলে আমাদের আশীর্বাদ করুন, সর্বদা যেন হিন্দুসমাজের পাশে এইভাবে থাকতে পারি।

Photos from হিন্দুসমাজ কল্যাণ সমিতি's post 18/09/2023

#দেশবিদেশের_সহযোগিতায়_বিশ্বকর্মা_পূজা_উপলক্ষে_হাওড়ার_উলুবেড়িয়ায়_বস্ত্রবিতরণ

আজকে বিশ্বকর্মা পূজো উপলক্ষে হাওড়ার উলুবেড়িয়ার বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সুন্দর শাড়ি দিয়ে সহযোগিতা করেছেন পূজনীয় Sachin Chitlangiya মহাশয় ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গ।
এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দুসমাজ কল্যাণ সমিতির(HSKS) সভাপতি শ্রদ্ধেয় সৌরভ শাসমল মহাশয়। কোলাঘাট অগ্রগতির পক্ষথেকে শ্রদ্ধেয় অনুপম মণ্ডল মহাশয়।
এই সুন্দর অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন হাওড়া জেলার সভাপতি শ্রদ্ধেয় রাজু দেওয়ান মহাশয়। সহযোগিতায় হরিচাঁদ হীরা ও উজ্জ্বল দৌলই মহাশয়।

"জয় মা কালী" "জয় তপন ঘোষের জয়"

যোগাযোগ-৭৫৯৫৯৯৮৫৪৫

17/09/2023
Photos from হিন্দুসমাজ কল্যাণ সমিতি's post 31/08/2023

কর্মীদের উদ্যম কোন প্রশংসা যথেষ্ট নয়। সকল কর্মীদের ধন্যবাদ জানাই 🙏🙏

Photos from হিন্দুসমাজ কল্যাণ সমিতি's post 30/08/2023

সকল কর্মীদের অশেষ ধন্যবাদ জানাই🙏

Photos from হিন্দুসমাজ কল্যাণ সমিতি's post 24/08/2023

অনেক অনেক শুভ কামনা রইলো 🙏

Photos from হিন্দুসমাজ কল্যাণ সমিতি's post 17/08/2023

#হিন্দুযোদ্ধার_উপস্থিতিতে_মধ্য_কলকাতায়_অনুষ্ঠিত_হলো_১৯৪৬_এর_হিন্দুবীরের_স্মরণ_সভা

বাঙালী হিন্দুজাতিকে তাঁর ইতিহাস ভুলতে দেবো না। ভুলতে দেবো না তাদের উপরে ঘটে যাওয়া সেই ভয়ংকর অত্যাচারের ঘটনা। ভুলতে দেবো না তাদের মা-বোনের উপর পাশবিক অত্যাচারের কাহিনী। এ আমাদের সংকল্প, এ আমাদের প্রতিজ্ঞা। ধর্মযোদ্ধার ইতিহাস হিন্দু সমাজের সামনে গৌরবের সাথে তুলে ধরবো। সেই গৌরব গাথা প্রবাহিত হবে রক্তের কোণায় কোণায়। জেগে উঠবে তার অন্তর্নিহিত প্রবল শক্তি। সেই শক্তি কাযে লাগাতে আমাদের দিতে হবে ভরসা। এই ভরসা দেওয়ার কাজ ও সঙ্গে থাকার নাম হলো হিন্দুসমাজ কল্যাণ সমিতি(HSKS)।

গতকাল ছিল ১৬ ই আগষ্ট। ১৯৪৬ সালে এইদিন প্রত্যক্ষ সংগ্রামের নামে রক্তপিপাসু জেহাদি মুসলিমরা কলকাতার রাজপথে নেমেছিল হিন্দু হত্যার উদ্দেশ্যে। চললো ব্যাপক হিন্দু গণহত্যা, হিন্দু নারী ধর্ষণ, মঠ্মন্দিরে অগ্নিসংযোগ। এই ভয়ংকর দিনে কলকাতার বৌবাজারে হিন্দুর ত্রাতা হয়ে মাঠে নেমেছিলেন গোপাল মুখার্জি। অনেকেই আমরা গোপাল পাঁঠা নামে চিনি। তিনি না থাকলে কলকাতা হয়তো বাংলাদেশ হয়ে যেতো।
এই বীরের স্মরণ সভা অনুষ্ঠিত হয় মধ্য কলকাতার কলেজ স্কোয়ারে। এই স্মরণ সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি স্টাডি সেন্টারের সভাপতি শ্রদ্ধেয় সুব্রত মুখার্জি, অক্ষয় সনাতন মহাসভার দিল্লি প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজন পণ্ডিত, ডাক্তার অমর্ত্য দ্বীপ পাল ওঅন্যান্যরা বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

গ্রামবাংলা থেকে আসা যোদ্ধায় পরিপূর্ণ কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে শ্যামাপ্রসাদ মুখার্জী স্টাডি সেন্টারের সভাপতি শ্রদ্ধেয় সুব্রত মুখার্জি মহাশয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মৈত্রী বোন এবং সংগঠনের সাহসী নেতৃত্ব দ্বারা বিভিন্ন অতিথীদের বরণ করে নেওয়া হয়। তারপর শুরু হয় একেরপর এক বক্তার হিন্দুবীর গোপাল মুখার্জি, হিন্দু সিংহ তপন কুমার ঘোষ ও বর্তমান পরিস্থিতির উপর জ্বালাময়ী ভাষন।
শ্রদ্ধেয় মুখার্জি বাবু বলেন - হিন্দুসমাজকে কোন রাজনৈতিক দল বাঁচাতে আসবেনা, তারা শুধু লোভ লালসা দেখাবে। তাই নিজেদেরকে শক্তিশালী হয়ে রুখে দাঁড়াতে হবে। না হলে ভিটেমাটি ছাড়তে হবে।
রাজন পণ্ডিত বাবু - বাঙালি হিন্দু যুবকদের জোশ এর খুব প্রশংসা করেন। পাশে থাকার বার্তা দেন।
বিশিষ্ট ডা: অমর্ত্যবাবু বলেন - হিন্দুসমাজ গান্ধীকে ভরসা করে সর্বনাশ হয়েছে। ভারতভাগ আটকাতে পারেনি। তাই কোন রাজনৈতিক দলকে ভরসা করোনা।
এলন মাস্ক, বরিস জনসন, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বিশ্ব বিখ্যাত ব্যাক্তিদের সন্তান সংখ্যার উদাহরণ তুলে ধরেন হিন্দুসমাজকে প্রেরণা দেন।
হিন্দুসমাজ কল্যাণ সমিতি(HSKS) মুখ্য উপদেষ্টা শ্রদ্ধেয় স্নেহাশিস মণ্ডল মহাশয় - গোপাল মুখার্জি বিভিন্ন কাহিনী তুলে ধরেন।
আরো বক্তব্য রাখেন হিন্দুসমাজ কল্যাণ সমিতি সহসভাপতি প্রিয়ঙ্কর সাঁপুই, শ্রদ্ধেয় গোপাল দেবনাথ, বিশিষ্ট হিন্দুত্ত্ববাদী নেতা যুধিষ্ঠির হালদার মহাশয়।
এই বক্তব্যের মাঝে মাঝে সনাতন সঙ্গীত হয়। মঞ্চে লাভজেহাদের শিকার পরিবার তাদের অসহায়তা তুলে ধরেন।
এবং বিশিষ্ট ব্যাক্তি দ্বারা চার সন্তানের পিতাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়।

সর্বশেষ বক্তা ছিলেন হিন্দুসমাজ কল্যাণ সমিতি'র( HSKS) সভাপতি শ্রদ্ধেয় সৌরভ শাসমল মহাশয়। তিনি পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় হিন্দুর উপরে আক্রমনের কাহিনী তুলে ধরে ১৯৪৬ এর কথা স্মরণ করালেন। সকল প্রকার রাজনীতি ভুলে মাটি বাঁচানোর লড়াইয়ে প্রস্তুত থাকতে বলেছেন। উদাহরণ দিয়ে জানান পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল গুলির আদর্শ বলতে কিছু নেই। তাই তিনি রাজনৈতিক শক্তি নয় হিন্দু শক্তি নির্মাণ করতে বলেছেন।তিনি তাঁর বক্তব্যে হরিয়ানায় শিব ভক্তদের উপরে জেহাদি আক্রমণ ও মণিপুরে মৈথেই হিন্দুর উপরে খ্রিস্টানদের মিশনারীদের আক্রমণের কাহিনী তুলে পশ্চিমবঙ্গে এইরকম গভীর ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করেন।
কার্যালয় প্রমুখ শ্রদ্ধেয় বিষ্ণু মণ্ডল সকল সহযোগীকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ করেন।

এই স্মরণ সভা সম্পন্ন করতে যাদের ভূমিকা অনস্বীকার্য তাঁরা হলেন তপন মণ্ডল, শুভার্থী মণ্ডল, ধনঞ্জয় কর্মকার,কাশীনাথ ঢালী, অর্নব পাণ্ডা, চন্দন বেরা, রাজু দেওয়ান, দীপক মাহাত সহ আরও বহু নিষ্ঠাবান কার্যকর্তা।

"জয় মা কালী " "তপন ঘোষ জিন্দাবাদ"

যোগাযোগ - ৭৫৯৫৯৯৮৫৪৫

15/08/2023

আগামীদিন আসছেন তো কলেজ স্কোয়ারের "কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল"

Photos from হিন্দুসমাজ কল্যাণ সমিতি's post 15/08/2023

অবশ্যই আসুন

Photos from হিন্দুসমাজ কল্যাণ সমিতি's post 14/08/2023

#হাবিবুল্লা_খাঁ_স্কুলের_সামনে_ধারালো_অস্ত্র_দিয়ে_কোপালো_শোভন_শ্যামলকে

এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকায়।

পূজনীয় তপন কুমার ঘোষ মহাশয়ের নির্দেশিত ও প্রেরণায় প্রতিষ্ঠিত অরাজনৈতিক হিন্দু সংগঠন "হিন্দুসমাজ কল্যাণ সমিতি"র(HSKS) কার্যকর্তা এই ভীত সন্ত্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন। আমাদের এই কার্যকর্তা পরিবারের মুখে ঘটনার বিবরণ শুনে চমকে ওঠেন।

শোভন শ্যামল প্রতিদিনের মতো গত ১০/০৮/২৩ তারিখ স্কুলে যান। দুপুর সাড়ে তিনটে নাগাদ শোভন স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ কয়েকজন ছেলে এসে তার হাত-পা জাপ্টে ধরে। আর হাবিবুল্লা খাঁন (পিতা - অবদুল আলি খাঁন, গ্রাম- মুরাদপুর, থানা- বেলদা) ভোজালি দিয়ে শোভনকে কোপাতে থাকেন!! তখন প্রান বাঁচাতে অসহায় শোভন চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ছুটে আসতেই হাবিবুল্লা ও তার গ্যাং স্কুটি ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনার পর পরিবার বেলদা থানায় অভিযোগ জানান এবং বেলদা থানার পুলিশ হাবিবুল্লা খাঁনকে গ্রেপ্তার।

"হিন্দুসমাজ কল্যাণ সমিতি"(HSKS) সর্বদা এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

" জয় মা কালী" "জয় তপন ঘোষের জয়"

যোগাযোগ- ৭৫৯৫৯৯৮৫৪৫

11/08/2023

#কলকাতা_হিন্দুর_রক্ষাকর্তা_হিন্দুবীর_গোপাল_মুখার্জির_স্মরণসভায়_কলকাতা_চলো

আমরা একবার রিফিউজি হয়েছি। ভিটেমাটি ছেড়েছি।১৯৪৬ সালে Great calcutta killing এ মা-বোনের সম্মান ও হাজার হাজার হিন্দুর রক্তের বিনিময়ে পেয়েছি এই খণ্ডিত বাংলা। তিনভাগ জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হলো মুসলিম দেশ পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ নামে পরিচিত। যেখানে বীর বিপ্লবী মাষ্টারদা সূর্য সেন সহ বহু বীর বিপ্লবী জন্ম গ্রহণ করেছেন। সেই পবিত্রস্থান এখন আমাদের কাছে প্রতিবেশী দেশ। সেই স্থানে যেতে পাসপোর্ট ভিসার প্রয়োজন।

কিন্তু আমরা রয়ে গেলাম এই সুন্দর পশ্চিমবঙ্গে।

কার অবদানে? গান্ধী নেহেরুর অবদানে। নাকি, কোঁচা বাকিয়ে শুভ্র ধুতি পরা বেজন্মা বামেদের অবদানে। না, না, এদের অবদানে নয়।
রক্ষা পেয়েছে ভারত কেশরী শ্যামাপ্রদাস মুখার্জি ও হিন্দুবীর গোপাল মুখার্জির অবদানে। সংসদে লড়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ময়দানে হিন্দুবীর গোপাল মুখার্জি। গোপাল মুখার্জিকে আমরা অনেকেই গোপাল পাঁঠা নামে চিনি। এই দুই বীরের লক্ষ্য ছিলো হিন্দু রক্ষা ভারত রক্ষা। এই দুই মহান ব্যাক্তির অবদানে বাংলার মাটিতে সকল রাজনৈতিক দল আদর্শের বুলি আওড়াতে পারছে। নাহলে আজকে কলকাতায় শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া রাজ করতো।

বারবার এই চরম সত্যকে ভুলিয়ে দেওয়ার গভীর চক্রান্ত হয়েছে। আমরা সংকল্প নিয়েছি- ১৯৪৬ এ হিন্দু গণহত্যার ভয়ংকর ইতিহাস, হিন্দুবীরের শৌর্যবীর্যের ইতিহাস বাঙালী হিন্দুসমাজকে ভুলতে দেবনা। যে জাতি তার ইতিহাস ভুলে যায় তাকে স্বয়ং ভগবানও রক্ষা করতে পারেনা। তারই জন্য পূজনীয় তপন কুমার ঘোষ মহাশয়ের নির্দেশিত ও প্রেরণায় প্রতিষ্ঠিত অরাজনৈতিক হিন্দু সংগঠন "হিন্দুসমাজ কল্যাণ সমিতি"র(HSKS)পক্ষ থেকে হিন্দুবীর গোপাল মুখার্জির স্মরণ সভার আয়োজন করেছি।

আগামী ১৬ ই আগষ্ট বুধবার বেলা ১২ টায় কলকাতার কলেজ স্কোয়ারে " কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে"। কলেজ স্ট্রীটের নিকটে অবস্থিত। আমরা বিশ্বাস করি, ময়দানে গোপাল মুখার্জি লড়াই দিয়েছিলেন বলেই সংসদে কার্যকর হয়েছিলো। হিন্দুসমাজ কল্যাণ সমিতি(HSKS) প্রতিষ্ঠিত হয়েছে মাঠের লড়াইয়ের জন্য। আমরা বেছে নিয়েছি হিন্দুবীর গোপাল মুখার্জি ও হিন্দু সিংহ তপন ঘোষের দেখানো পথ। তাই আপনিও আসুন এই হিন্দুবীরের স্মরণসভায়।

"জয় মা কালী" "জয় তপন ঘোষের জয়"

যোগাযোগ -৭৫৯৫৯৯৮৫৪৫

Photos from হিন্দুসমাজ কল্যাণ সমিতি's post 11/08/2023
Photos from হিন্দুসমাজ কল্যাণ সমিতি's post 31/07/2023

#পিংলার_ওসিবুর_রহমান_খাঁন_অপহরণ_করলো_তপন_শাসমলের_নাবালিকা_কন্যাকে।

অবশেষে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা এলাকার ওসিবুর রহমান খাঁন তার টার্গেট পূরণ করলো। ওসিবুর রহমান খাঁন, পিতা- SK গফুর খাঁন, গ্রাম- মালিগ্রাম, থানা- পিংলা। ওসিবুরের বহুদিনের টার্গেট ছিলো অর্থনৈতিক ভাবে দুর্বল তপন শাসমলের নাবালিকা কন্যাকে অপহরণ। অত্যন্ত প্রভাবশালী ওসিবুরের অপহরণের হাত থেকে নাবালিকা মেয়েকে রক্ষা করতে পারলোনা অসহায় তপন বাবু।

একটু বিশদে আসি,

অপহৃত নাবালিকা কন্যার অসহায় পিতা তপন শাসমল টেলারিং মেশিন চালিয়ে সংসার চালান। স্বামী-স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সংসার। অপহৃত নাবালিকা তপন বাবুর বড়ো মেয়ে। এইভাবে তাঁদের সুখের সংসার চলতে থাকে।
এদিকে, অপহরণকারী ওসিবুর রহমানের বাবা গফুর এলাকায় খুবই প্রভাবশালী। আবার শাসকদলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাই গফুর খাঁনের এলাকায় প্রভাব হওয়া স্বাভাবিক। সেই আলোয় আলোকিত তার ছেলেও এলাকায় যথেষ্ট প্রভাবশালী। সেই প্রভাবের আগুনে জ্বলছে তপনবাবুদের মতো স্থানীয় গরীব হিন্দুরা।

তপনবাবু কয়েকদিন আগে অপহরণকারীর কু'নজর থেকে নিজের মেয়েকে রক্ষা করতে সিকিমে তাঁর কোন আত্মীয়র কাছে রেখে আসেন। কারন, ওসিবুর ও তার বাবার শক্তির কাছে তপন বাবু অতি নগন্য। এতো বড়ো শক্তির হাত থেকে তার নাবালিকা কন্যাকে রক্ষা করা তার পক্ষে অসম্ভব ! তাই তাঁর এই সিদ্ধান্ত।
কিন্তু বাইরের রাজ্য সিকিমে রেখেও মেয়েকে রক্ষা করতে পারেনি তপনবাবু। অপহরণকারী ভালো করেই জানেন, বাইরের রাজ্য থেকে অপহরণ করলে আইনের প্যাঁচে পড়ে মেয়ের বাবা কোন দিশা খুঁজে পাবেনা। একদম অসহায় হয়ে পড়বেন। নাবালিকার বাবার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবেনা! অন্যদিকে পিংলায় কোন কিছু সমস্যা হলে তার বাবা গফুর খাঁন ঠিক সামলে নেবেন।

এই অপহরণের খবর পাওয়ার পর, পূজনীয় তপন কুমার ঘোষ মহাশয়ের নির্দেশিত ও প্রেরণায় প্রতিষ্ঠিত অরাজনৈতিক হিন্দু সংগঠন হিন্দুসমাজ কল্যাণ সমিতির(HSKS) কার্যকর্তাগন এই অসহায় পরিবারের সঙ্গে দেখা করেন। আমাদের কার্যকর্তাদের পাশে পেয়ে এই অসহায় পরিবার তাদের করুন কাহিনী তুলে ধরেন।
হিন্দুসমাজ কল্যাণ সমিতি'র(HSKS) পক্ষ থেকে পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে , আমরা সর্বদা তাদের পাশে থাকবো এবং তাঁদের নাবালিকা কন্যাকে উদ্ধার করার জন্য সর্বতোভাবে চেষ্টা করবো।

হিন্দুসমাজ কল্যাণ সমিতি'র(HSKS) পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং সরকারকে এই অপহরণকারীকে গ্রেপ্তার করে অসহায় নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

"জয় মা কালী" "জয় তপন ঘোষের জয়"

যোগাযোগ -৭৫৯৫৯৯৮৫৪৫

Photos from Hindu Samaj Kalyan Samiti's post 13/07/2023

#বহু_স্মৃতি_বিজড়িত_বড়বাজার_লাইব্রেরিতে_পালিত_হলো_গুরুর_স্মরণ_সভা

গতকাল ছিলো অরাজনৈতিক হিন্দু সংগঠন "হিন্দুসমাজ কল্যাণ সমিতি"র(HSKS) প্রেরণা পুরুষ পূজনীয় তপন কুমার ঘোষ মহাশয়ের মৃত্যু বার্ষিকী। আমরা বিশ্বাস করি তিনি পার্থিব শরীর পরিত্যাগ করেছেন। কিন্তু তাঁর আত্মা সর্বদা আমাদের মধ্যে বিরাজ করছে এবং তাঁর আশীর্বাদ ও মা কালীর কৃপায় হিন্দুসমাজ কল্যাণ সমিতি(HSKS) কাজ করছে।

তাঁর আশীর্বাদ ও মা কালী কৃপায় বড়বাজার লাইব্রেরি পেয়ে গেলাম। শুরু হলো প্রস্তুতি। ১২ ই জুলাই স্মরণ দিবস। ঠিক তার আগের দিন পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট। তাই পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তবুও খুব চিন্তা না করে জেলার নেতৃত্বের কাছে বার্তা পাঠানো হলো - "১২ ই জুলাই কলকাতায় গুরু পূজনীয় তপন কুমার ঘোষ মহাশয়ের স্মরণ সভা হবে"। জেলা নেতৃত্ব মতামত দেন। পরিবেশ প্রকৃতি সবকিছু জয় করে বিভিন্ন জেলার কর্মীরা পৌঁছালো বড়বাজার লাইব্রেরি।

শুরু হলো গুরুর স্মরণ সভা। মহামায়া প্রেস ও তুহিনা প্রকাশনীর কর্নধার এবং গুরুর বহু পুরোনো দিনের সঙ্গী পূজনীয় হিমাংশু মাইতি মহাশয় প্রদীপ জ্বালিয়ে স্মরণ সভার সূচনা করেন এবং গুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধেয় হিমাংশুদাদার সঙ্গে ছিলেন বহুপুরোনো সংঘ প্রচারক এবং গুরুর বহু পুরোনো সঙ্গী পুজনীয় মুকুন্দদা।

এই স্মরণ সভায় গুরুর স্মৃতি চারণ করেন হিন্দুসমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি শ্রদ্ধেয় প্রিয়ঙ্কর সাঁপুই মহাশয় ও বহু পুরোনো হিন্দুত্ত্ববাদী নেতা শ্রদ্ধেয় মৃতুঞ্জয় সাউ মহাশয় । বহু পুরোনো দিনের সঙ্গী পূজনীয় মুকুন্দদা বিভিন্ন কাহিনীর মাধ্যমে গুরুর স্মৃতি চারণ করেন। তারপর বক্তব্য রাখেন - পূজনীয় হিমাংশু দাদা। তিনি বলেন - আজকে তুহিনা প্রকাশনীর বই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এর পিছনে তপন দাদার অবদান সবথেকে গুরুত্বপূর্ণ। তিনি গুরুর সাহসের সীমাহীন প্রশংসা করে উপস্থিত কর্মীদের মনে প্রেরণা যোগান।

তারপর হলে উপস্থিত সকলকে একটি করে শ্রীমদ্ভাগত-গীতা দান করা হয়। এই গীতা দানে সাহায্য করেন গুরুর বহুদিনের সঙ্গী ও সংঘ প্রচারক পূজনীয় বালকৃষ্ণ লুণ্ডিয়া জী। উপস্থিত সকলে গীতা হাতে নিয়ে - বাংলার মাটি রক্ষায়, মা-বোনের সম্মান রক্ষায় ও হিন্দুধর্ম রক্ষায় ত্যাগ, কর্মনিষ্ঠা, সততার কোন অভাব রাখবেনা বলে শপথ বাক্য পাঠ করেন"।

সবশেষে গুরুর উপরে জ্বালাময়ী বক্তব্য রাখেন হিন্দুসমাজ কল্যাণ সমিতির(HSKS) সভাপতি শ্রদ্ধেয় সৌরভ শাসমল মহাশয়। তিনি বলেন- ১৯৪৬ সালে গান্ধীকে ভরসা করে হিন্দুরা ভুল করেছে। তাই সবাই সাবধান হয়ে যাও। গ্রামে গ্রামে শক্তি বাড়াও। মনে রাখবে -রামচন্দ্র বনবাসে যাওয়ার সময় সকল কিছু ত্যাগ করেছেন। কিন্তু নিজের সুরক্ষার তীর-ধনুক সঙ্গে রেখেছিলেন।
বহু ব্যস্ততার মধ্যেও এসেছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সর্বভারতীয় জেলারেল ম্যানেজার পূজনীয় সুনীলজি আগরওয়াল। উনি ফুলের তোড়া দিয়ে গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সবশেষে তিনবার 🕉️ কার ধ্বনি উচ্চারণের মাধ্যমে স্মরণ সভা শেষ হয়।
এই স্মরণ সভার ব্যবস্থাপনা করে হিন্দুসমাজ কল্যাণ সমিতির(HSKS) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শ্রদ্ধেয় বিষ্ণু মণ্ডল মহাশয়।

"জয় মা কালী" "জয় তপন ঘোষের জয়"
যোগাযোগ -৭৫৯৫৯৯৮৫৪৫

Photos from Hindu Samaj Kalyan Samiti's post 07/07/2023

#গড়বেতার_সুশান্ত_দুলের_নাবালিকা_মেয়েকে_অপহরণ_করলো_আলাউদ্দিন_খাঁয়ের_ছেলে_সম্রাট

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার রসকুণ্ডুর জরকা গ্রামের বাসিন্দা সুশান্ত দুলে। তার নাবালিকা মেয়েকে অপহরণ করলো নেড়াকোপা গ্রামের আলাউদ্দিন খাঁয়ের ছেলে সম্রাট খাঁ।

ঘটনাটি ঘটেছে গত 04/07/23 তারিখ রাতে।

সুশান্ত বাবু সপরিবারে গড়বেতা থানার গনগনির শ্বশুর বাড়িতে যান। এই অপহৃত নাবালিকা মেয়ে রাতের বেলা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে যান। তারপর অনেক সময় পরেও যখন মেয়ে ফিরে আসছেনা তখন পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। তারপর খবর পান তার মেয়েকে অপহরণ করা হয়েছে। এই খবর পাওয়ার পর পরিবার গড়বেতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। FIR হওয়ার পরও এখনো পর্যন্ত এই নাবালিকা কন্যাকে গড়বেতা থানার পুলিশ উদ্ধার করেনি এবং অপহরণকারী সম্রাট খাঁকে গ্রেপ্তার করেনি।

এই খবর পেয়ে পূজনীয় তপন কুমার ঘোষ মহাশয়ের নির্দেশিত ও প্রেরণায় প্রতিষ্ঠিত অরাজনৈতিক হিন্দু সংগঠন হিন্দুসমাজ কল্যাণ সমিতি(HSKS) এর কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ মাইতি এই অসহায় পরিবারের সঙ্গে দেখা করেন। অসহায় পরিবারের সঙ্গে কথা বলে আশ্বাস দেন, তাঁদের অপহৃত নাবালিকা মেয়েকে উদ্ধার করার জন্য সর্বতোভাবে পাশে থাকবেন।

"জয় মা কালী " "জয় তপন ঘোষের জয়"

যোগাযোগ - ৭৫৯৫৯৯৮৫৪৫

17/04/2022

#লাভ_জেহাদের_শিকার_আরোও_এক_হিন্দু_নাবালিকা_উদ্ধার

হিন্দু সমাজের আরোও এক নাবালিকাকে অপহরণ করে লুকিয়ে রেখেছিল জেহাদী মফিজুল সেখ। ন্যাজাট থানা প্রশাসনের সহযোগিতায় অবশেষে উদ্ধার হলো হিন্দু নাবালিকা।

উঃ ২৪ পরগনা জেলার ন্যাজাট থানার বয়ারমারী চুঁচুড়া গ্রামে গত 2 রা এপ্রিল 2022 তারিখ সকালে স্কুলের নাম করে বেরোলে অপহরণকারী মফিজুল সেখ সুকৌশলে অপহরণ করে নাবালিকাকে লুকিয়ে রাখে। অপহৃত নাবালিকার পরিবার জানায়, বহু আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে না পাওয়ায়, পরিবার ন্যাজাট থানার দ্বারস্থ হন। এরপর ন্যাজাট থানা প্রশাসন 15 বছরের ওই নাবালিকাকে উদ্ধার করে কিন্তু অপহরণকারীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এই অসহায় নাবালিকার পরিবার স্থানীয় হিন্দুসমাজ কল্যাণ সমিতির( HSKS) কর্মীর সঙ্গে যোগাযোগ করে। HSKS এর কর্মী নাবালিকার বাড়িতে গিয়ে দেখা করেন। পরিবারের অসহায়তা দেখে অবাক হয়ে যায়। কারন, এই অপহৃত নাবালিকার বাবা অসুস্থ মানুষ। একহাত পোলিও হয়ে সরু হয়ে যাওয়ায় সঠিকভাবে সংসার চালানোর কাজ করতে অসমর্থ। এইরকম করুন পরিস্থিতি দেখে হিন্দুসমাজ কল্যাণ সমিতি(HSKS) কর্মী এই নাবালিকাকে উদ্ধার করার জন্য সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন।
এই পরিবার খুবই খুশি তাদের নাবালিকা মেয়ে অবশেষে উদ্ধার হওয়ায়। পরিবার হিন্দুসমাজ কল্যাণ সমিতি ও প্রশাসন কে কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের নাবালিকা মেয়েকে উদ্ধার করে দেওয়ার জন্য। এই নাবালিকা কোর্টের নির্দেশে আপাতত হোমে রয়েছে। এই জয় পূজনীয় তপন ঘোষের জয়, এই জয় পূজনীয় তপন ঘোষের শিক্ষার জয়।

"জয় মা কালী" "তপন ঘোষ জিন্দাবাদ"

16/04/2022

আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, অবশেষে উদ্ধার বয়ারমারীর হিন্দু নাবালিকা। ধন্যবাদ জানাই উঃ ২৪ পঃ জেলার ন্যাজাট থানা প্রশাসনকে। জয় মা কালী, তপন ঘোষ জিন্দাবাদ

29/03/2022

https://fb.watch/c2A4WTKPMx/
গতকাল বীরভূমের সিউড়ী তে হিন্দুসমাজ কল্যাণ সমিতির কর্মীদের প্রোগ্রাম স্থানীয় নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছে।

Photos from Hindu Samaj Kalyan Samiti's post 26/03/2022

#স্বাস্থ্য_কেন্দ্রে_শ্রাবণী_মণ্ডলের_ক্ষতবিক্ষত_থেঁতলানো_মৃতদেহর_নেপথ্যে_কারা?

কর্মস্থল অর্থাৎ যেখানে কাজ করতো সেই স্থানে জিনিসপত্র ছড়াছড়ি, পায়ে পরা একজোড়া চটি পড়ে রয়েছে মেঝেতে। কম্পিউটারটি তখনো চালু অবস্থায় মালিকের প্রতীক্ষায় বসে আছে। কিন্তু মালিক তখন মেঝেতে লুটিয়ে পড়েছে উল্টো অবস্থায়।

হ্যাঁ, বীরভূমের ইলামবাজারের কুশদ্রপুর গ্রামে বাইশ বছরের যুবতী শ্রাবণী মণ্ডলের মৃতদেহ পাওয়া গেল পাড়ুই থানার অন্তর্গত বাতিকার স্বাস্থ্যকেন্দ্রে। শ্রাবণী ইলামবাজার থেকে বাইশ কিলোমিটার দূরে পাড়ুইয়ের স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন কাজ করতে যেত। মৃতার ভাইয়ের বয়ান অনুযায়ী জানা যায়, অন্যদিনের মতো গত 24 শে মার্চ সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রওনা দেয় এবং কর্মস্থলে যথা সময়ে পৌঁছে যায়। এমন কি দুপুর একটার দিকে মা ফোন করে খেয়েছে কিনা জিজ্ঞাসা করলে, কাজের চাপ আছে খেতে দেরি হবে বলে জানায় শ্রাবণী। এরপর বিকাল চারটের দিকে বাড়ি থেকে ফোনে শ্রাবণীকে আর পাওয়া যায়নি। পরবর্তীতে শ্রাবনীর ভাই তার দিদিকে খুঁজতে এলে দেখে তার দিদি শ্রাবণী মেঝেতে উপুড় হয়ে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। কাছে গিয়ে দেখে শ্রাবণী মৃত।

পূজনীয় তপন ঘোষের নির্দেশিত ও প্রেরনায় প্রতিষ্ঠিত অরাজনৈতিক হিন্দু সংগঠন "হিন্দুসমাজ কল্যাণ সমিতির"(HSKS) পক্ষথেকে বীরভূম জেলার একনিষ্ঠ কর্মী শ্রদ্ধেয় দীপক মাহাতো সহ আরো তিনজন এই অসহায় পরিবারের সঙ্গে দেখা করেন। সেখানে জানতে পারেন, এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত একজন কে গ্রেপ্তার করেছে এবং বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে।
HSKS কর্মীরা মৃতার পরিবারের সঙ্গে দেখা করে বাকিদা স্বাস্থ্য কেন্দ্র দেখতে যান। মৃতার পরিবারে বিবরণ ও বাতিকা স্বাস্থ্য কেন্দ্র পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে বলা যায় এই খুনের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। আশাকরি স্বাস্থকেন্দ্রের মধ্যে এই মৃত্যুর সঠিক তদন্ত হবে ও দোষীদের গ্রেপ্তার হবে।

" জয় মা কালী" "তপন ঘোষ জিন্দাবাদ"

21/03/2022

বারুইপুরের হিন্দু নাবালিকা উদ্ধার, অশেষ ধন্যবাদ জানাচ্ছি বারুইপুর থানা প্রশাসন কে। 🙏🙏🙏

Photos from Hindu Samaj Kalyan Samiti's post 09/03/2022

িষ্ক্রিয়তায়_এখনো_গ্রেপ্তার_হলোনা_নামখানার_দেবিকা_মাইতির_খুনি

লাভ জেহাদ কিনা জানা নেই! বারুইপুর GRP এই নিষ্ক্রিয়তার কারন কি তাও জানা নেই ? গত ইং 09/02/22 তাং বুধবার কাকদ্বীপ থানা এরিয়ার কাকদ্বীপ ও উকিলের হাটের মাঝে আশ্রম মোড়ের নিকট ভয়ংকর ঘটনা ঘটে গেলো। এবং এই ঘটনা ধামাচাপা দেওয়ার কাজ হলো খুবই সুকৌশলে।
নামখানায় বাড়ি দিলীপ মাইতির ছোটো মেয়ে দেবিকা মাইতি কাকদ্বীপ ষ্টেশনের কাছে Style Bazar শপিং মলে কাজ করতো। এই শপিং মলে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ করত এবং বাড়ি ফিরে আসতো কাকদ্বীপ ষ্টেশনে রাত 9 টা 27 মিনিটের শিয়ালদহ নামাখানা লোকাল ট্রেন ধরে। প্রতিদিন এইভাবেই যাতায়াত চলত দেবিকা মাইতির। হঠাৎ করে 09/02/22 তারিখ রাতে দেবিকার মায়ের কাছে অপ্রত্যাশিত ফোনকল আসে। এই ফোনকল আসার পর বাড়ির লোকেদের সন্দেহ হয়। তখন দেবিকার বাবা-মা নামখানা ষ্টেশনে গিয়ে মেয়ের জন্য অপেক্ষা করে। ট্রেন এলেও মেয়ের দেখা না পেয়ে ট্রেনে খোঁজাখুঁজি করে। তখন ট্রেনের বগিতে মেয়ের একটি ব্যাগ দেখতে পায়। তারপর বাবা-মা নামখানা GRP কে বিষয়টি জানায় ও ষ্টেশনে মেয়ের জন্য অপেক্ষা করতে থাকে। পুলিশ হঠাৎ করে রাত একটা নাগাদ দিলীপ বাবুকে আশ্রম মোড়ের কাছে রেললাইন এ নিয়ে যায় এবং দিলীপ বাবু দেখেন তার মেয়ের বিক্ষত দেহ পড়ে আছে। তারপর পুলিশ ওখান থেকে বিক্ষত দেহ উদ্ধার করে।

আশ্চর্যের বিষয় হলো যে, শোনা যাচ্ছে এই বিক্ষত দেহের কাছে রেললাইনের পাশে স্টোন চিপ এর উপর মোবাইল ফোনের টর্চ লাইটের আলো জ্বালানো ছিলো। এবং উপর দিক করে দেবিকার মাফলার কোন একটা লাঠিতে জড়িয়ে রেললাইনের পাশে পোতা ছিলো। এই ঘটনাকে মিডিয়ায় সেইভাবে প্রচারও করতে দেওয়া হয়নি।আরো শোনা যাচ্ছে যে, দেবিকার কোন একবন্ধু যখন ফোন করে সে শুনছে যে "আমার ফোন দে, আমার ফোন দে"! এই ইঙ্গিত গুলি থেকে স্পষ্ট যে এই ঘটনার পিছনে গভীর কোন ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে । এতো ভয়ংকর ঘটনায় একমাস হয়ে গেলেও এখনো পর্যন্ত GRP কাউকেই গ্রেপ্তার করেনি।
পঁচিশ দিন পর নামখানা ষ্টেশন GRP দেবিকার পরিবারের হাতে FIR কপি ও পোস্ট মর্টেম রিপোর্ট দেন।
আরো খবর যে, কয়েকমাস আগে এই দেবিকা মাইতির সঙ্গে হৃদয় নামে কোন এক ছেলের সম্পর্ক স্থাপন হয়। তাদের যুগলবন্দী ছবিও "হৃদয় দেবিকা" নামে ফেসবুক প্রোফাইলে আপলোড হয়। ফেসবুক স্ট্যাটাসে ঠিকানা হিসাবে "ঢোলা" লেখা ছিলো। কিন্তু দেবিকা মার্ডার হওয়ার পর সেই ফেসবুক একাউন্টে ছবি ও ঠিকানা সব কিছু মুছে ফেলা হয়। আরো খবর পাওয়া যাচ্ছে যে, হৃদয় নামে যে ছেলেটি সে আসলে নাকি মুসলিম ছেলে। এই ঘটনায় দেবিকার পরিচিত যারা তারা এখন সবাই খুবই ভয়ে জড়োসড়ো হয়ে আছে।

এই নৃশংস ঘটনা ধামাচাপা দেওয়া মানেই দুস্কৃতিদের এই বর্বরোচিত কাজ কে পক্ষান্তরে সমর্থন করা ও সাহস দেওয়া। দুস্কৃতিদের এইরকম কাজ করতে আরো উৎসাহিত করা। এর ফলে এলাকা দুস্কৃতিদের স্বর্গরাজ্যে পরিনত হবে। এই অন্যায় হিন্দু সিংহ তপন ঘোষের নির্দেশিত ও প্রেরনায় প্রতিষ্ঠিত অরাজনৈতিক হিন্দু সংগঠন "হিন্দুসমাজ কল্যাণ সমিতি"(HSKS) বরদাস্ত করবেনা। হিন্দুসমাজ কল্যাণ সমিতির পক্ষথেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। GRP যাতে এই ঘটনায় জড়িত ক্রিমিনালদের গ্রেপ্তার করে, পরিবার যাতে ন্যায় পায় তার জন্য যথাসাধ্য চেষ্টা করবে হিন্দুসমাজ কল্যাণ সমিতি" (HSKS)।

নিচে আঞ্চলিক চ্যানেল গুলির রিপোর্ট

https://youtu.be/QH9fY2jGFYMjGFYM

https://youtu.be/QH9fY2jGFYM

কার্যালয় ফোন নং - 7595998545

"জয় মা কালী" "তপন ঘোষ জিন্দাবাদ"

Photos from Hindu Samaj Kalyan Samiti's post 06/03/2022

"হিন্দুসমাজ কল্যাণ সমিতি"(HSKS) মুখপত্র "সমিতি বার্তা" আত্মপ্রকাশ করলো

"আজ হিন্দুসমাজ কল্যাণ সমিতি"(hsks) ধর্মযুদ্ধে জয়ের লক্ষ্যে আরোও এক ধাপ এগোল। হিন্দু হৃদয় সম্রাট তপন ঘোষের নির্দেশনায় ও প্রেরণায় "হিন্দুসমাজ কল্যাণ সমিতি নামে"র যে অরাজনৈতিক হিন্দু সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছিল, পাহাড়-সম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ধর্ম রক্ষার্থে তারা বহু দুঃসাহসিক পদক্ষেপ গ্রহণ করতে পিছুপা হয়নি। ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে বাংলার আনাচে কানাচে বহু হিন্দু নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও প্রতিরোধ করে চলেছে তপন ঘোষের আশীর্বাদধন্য নবপ্রতিষ্ঠিত এই সংগঠন।

বাংলা তথা দেশ-বিদেশে হিন্দুর উপর ঘটে যাওয়া চেপে রাখা বহু হিন্দু নির্যাতনের খবর, ও তার প্রতিরোধের খবর নিয়ে তৈরী মাসিক পত্রিকা "সমিতি বার্তা"হিন্দু সমাজ কল্যাণ সমিতি"র মুখপত্র হিসেবে আত্মপ্রকাশ করলো। সমিতি বার্তা আত্মপ্রকাশের আগে সংগঠনের সভাপতি শ্রদ্ধেয় সৌরভ শাসমল মহাশয় হিন্দু-সমাজের বুকে এই সমিতি বার্তার কি প্রয়োজনীয়তা তা বক্তব্য আকারে বলেন।

"হিন্দুসমাজ কল্যাণ সমিতি'র মুখ্য উপদেষ্টা শিক্ষক শ্রী স্নেহাশীষ মন্ডল মহাশয় প্রথমে কেন্দ্রীয় কমিটির একনিষ্ঠ কার্যকর্তা শ্রদ্ধেয় গোপাল দেবনাথ মহাশয় ও ডাঃ শুভঙ্কর বিশ্বাস মহাশয় কে সমিতি বার্তা দিয়ে প্রচার শুরু করেন। এছাড়াও শ্রদ্ধেয় প্রিয়ঙ্কর সাঁফুই, তপন মন্ডল, ধনঞ্জয় কর্মকার, শ্রীকৃষ্ণ মাইতি, অর্ণব পান্ডা, সহ সমিতির প্রমুখ কার্যকর্তাগনের উপস্থিতে "সমিতি বার্তা"র শুভ উদ্বোধন হয়।

"জয় মা কালী" "তপন ঘোষ জিন্দাবাদ"

16/02/2022

#প্রায়_পাঁচশোর_বেশি_গীতা_বিতরণ_করে_পূন্য_অর্জন_করলো_হিন্দুসমাজ_কল্যাণ_সমিতি

আজ পশ্চিম মেদীনিপুর জেলার গড়বেতা থানার রসকুন্ডু গ্রামে মনা সাধুর আশ্রমে কৃষ্ণকালী পূজা উপলক্ষে ধর্মপূস্তক গীতা বিতরণ করলো হিন্দুসমাজ কল্যাণ সমিতি। সাধারন মানুষ থেকে সাধু-সন্ত সকলকে এই জ্ঞান পুস্তক বিতরণ করা হয়। অরাজনৈতিক সংগঠনের এই রকমের ধর্মীয় কার্যকলাপে আপ্লুত হয়ে যায় গোটা এলাকাবাসী তথা হিন্দুসমাজ।

হিন্দু সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণ মাইতি সহ প্রমূখ কার্যকর্তাগণ এই মহতী অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে পরিচালনা করেন।

"জয় মা কালী" "তপন ঘোষ জিন্দাবাদ"

Photos from Hindu Samaj Kalyan Samiti's post 10/02/2022

#প্রবলবাধা_সত্ত্বেও_SP_অফিস_ঘেরাও_অভিযান_সম্পন্ন_করলো_HSKS

নদী যেখানেই বাধা প্রাপ্ত হয় সেখানেই গতী বাড়ে।নন্দীগ্রাম থানা পুলিশের প্রবল বাধা সত্ত্বেও হিন্দুসমাজ কল্যাণ সমিতির কর্মী সমর্থকেরা পৌঁছল পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি SP অফিস। শ্রদ্ধেয় SP সাহেবের সহযোগী additional SP সাহেব দেখা করে আইনের উপরে ভরসা রাখার বার্তা দেন।

বিক্ষোভ কর্মসূচির দিন সকাল থেকেই নন্দীগ্রাম থানার প্রশাসন অতি সক্রিয়তা ভুমিকা পালন করেন। নিমতৌড়িতে SP অফিস আসার রাস্তার মোড়ে মোড়ে প্রচুর পুলিশ, RAF এর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। যাতে করে নন্দীগ্রাম থানা এলাকা থেকে কোনো হিন্দু যুবক SP অফিস পৌঁছাতে না পারে। সময় যতই এগোতে থাকে নন্দীগ্রাম থানা এলাকার পরিস্থিতি ততই জটিল হতে থাকে। CC ক্যামেরায় যে ডাকাতদের ছবি দেখা গেছে, সেই ডাকাতদের ধরতে প্রশাসন যদি অতি সক্রিয়তার সিকি ভাগ সক্রিয়তা দেখাতো তাহলে হিন্দুসমাজ কল্যাণ সমিতিকে আজকে মাঠে নামার প্রয়োজনই হতোনা। নন্দীগ্রাম থানার প্রশাসন বুঝে উঠতে পারেননি যে হিন্দুহৃদয় সম্রাট তপন ঘোষ দেহ ত্যাগ করেছেন ঠিকই , কিন্তু তাঁর আদর্শ এখনো জীবিত আছে। যাই হোক শেষ অবধি অরাজনৈতিক সংগঠন হিন্দুসমাজ কল্যাণ সমিতির(HSKS) কর্মীদের আটকে রাখতে পারেননি পুলিশ। কর্মীরা যে যেইরকম পেরেছে লুকিয়ে SP অফিস পৌঁছেছে।

নিমতৌড়ি বাস ষ্ট্যাণ্ডে সভাপতি শ্রদ্ধেয় সৌরভ শাসমল মহাশয় পৌঁছানোর পর কর্মীরা চারিদিক দিয়ে একজোট হয়ে যায়। সভাপতি মহাশয় তাঁর বক্তব্যে নন্দীগ্রাম থানার কাছে কৈফিয়ত চান যে , CC ক্যামেরায় ছবি থাকা সত্ত্বেও দুইমাস হয়ে যাওয়ার পরেও কেন ডাকাত দলকে নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করছেনা এবং লুট হওয়া জিনিস উদ্ধার করছেনা। আরো বলেন, আজকে যতক্ষণ পর্যন্ত না SP সাহেবের কাছ থেকে সদুত্তর পাবো ততক্ষণ পর্যন্ত ময়দান ছাড়বোনা। বক্তব্যে উপস্থিত সকলকে জিজ্ঞাসা করেন, এখানে সবাই হিন্দুর স্বার্থে সবাই জেল খাটতে ও রক্ত দিতে প্রস্তুত কিনা? সবাই উত্তরে প্রস্তুত আছেন জানান। তারপরেই মিছিল করে SP সাহেবের অফিসের সামনে উপস্থিত হন।

গেটের সামনে ব্যারিকেড দেওয়া এবং প্রশাসন কর্তাব্যক্তিরা তা রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছেন। তাঁরা ওখানেই HSKS এর মিছিলকে আটকে দেন। এবং কয়েকজন প্রতিনিধিকে SP অফিসে ভিতরে দেখা করার জন্য ডাকেন। প্রতিনিধি হিসাবে সভাপতি শ্রদ্ধেয় সৌরভ শাসমল মহাশয় , কেন্দ্রীয় কমিটির সদস্য ও নন্দীগ্রামে লড়াকু হিন্দু যোদ্ধা শ্রদ্ধেয় গোপাল দেবনাথ মহাশয় সহ অসহায় সীতারাম কামিলা ও তার পরিবার যান। প্রায় আধাঘন্টা থেকে পৌঁনে একঘন্টা হয়ে যাওয়ার পরেও যখন সভাপতি সহ বাকিরা ভিতর থেকে ফিরছেনা তখন ব্যারিকেডের বাইরে থাকা কর্মীরা চঞ্চল হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উপস্থিত কর্মীরা মাইক্রোফোনে শ্লোগান দিতে থাকেন। চারিদিক চঞ্চলতার সৃষ্টি হয়। কিছুক্ষন পরেই দেখি সভাপতি মহাশয় সহ বাকিরা অফিস থেকে বেরিয়ে আসছেন।

বাইরে এসে সভাপতি মহাশয় মাইক্রোফোনে জানান, Additional SP সাহেব দেখা করেছেন। আমাদের সমস্যা খুব মন দিয়ে শুনেছেন। সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম থানার IC কে ফোন করে বিষয়টি জানতে চান। তারপরে জানান, একজন আসামী গ্রেপ্তার হয়েছে ও কিছু লুটের জিনিসও উদ্ধার হয়েছে। আমাদেরকে আরো জানান, প্রশাসনের উপরে ভরসা রাখুন। একজন গ্রেপ্তার হয়েছে, ধীরে ধীরে সবাই গ্রেপ্তার হবে নিশ্চিন্তে থাকুন, প্রশাসনের উপরে বিশ্বাস ভরসা রাখুন। আবারও যদি প্রয়োজন পড়ে অবশ্যই এসে দেখা করবেন। তারপর সভাপতি মহাশয় কর্মীদের সুষ্ঠু ভাবে বাড়ি ফেরার আহ্বান জানান।
এই সাফল্য পূজনীয় তপন ঘোষের শিক্ষা ও কর্মীদের নিষ্ঠার। আমরা আশা রাখছি, সভাপতি সৌরভ শাসমল মহাশয়ের এইরকম একের পর এক সাহসী পদক্ষেপ অসহায় ও নিপিড়ীত হিন্দুর মনে ভরসা যোগাবে।

"জয় মা কালী" "তপন ঘোষ জিন্দাবাদ"

08/02/2022

#রাত_পোহালেই_পূর্ব_মেদিনীপুর_জেলা_SP_অফিস_ঘেরাও

আগামীদিন সকাল ১১.৩০ মিনিট নাগাদ নিমতৌড়িতে হবে পূর্ব মেদিনীপুর জেলা SP অফিস ঘেরাও অভিযান। এই জেলার মধ্যে অবস্থিত নন্দীগ্রাম থানা পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এই ঘেরাও অভিযান। CC ক্যামেরার ছবি থাকা সত্ত্বেও ডাকাত দলকে গ্রেপ্তার করেনি নন্দীগ্রাম থানার পুলিশ। এই অন্যায়ের বিরুদ্ধে ঘেরাও অভিযান। ঘেরাও অভিযানের ডাক দিয়েছে অরাজনৈতিক হিন্দু সংগঠন হিন্দুসমাজ কল্যাণ সমিতি(HSKS)। এই অরাজনৈতিক হিন্দু সংগঠন হিন্দুসমাজ কল্যাণ সমিতি প্রথম থেকেই প্রতি পদে পদে হিন্দুহৃদয় সম্রাট পূজনীয় তপন ঘোষ মহাশয়ের দেখানো পথেই চলছে। পূজনীয় তপনদা পার্থিব শরীর ত্যাগ করার পূর্বে তাঁর আগামীদিনের কাজ যে দুইজন ব্যাক্তিকে সমর্পণ করে গেছেন, একজন হলো শ্রদ্ধেয় সৌরভ শাসমল। এই ঘেরাও অভিযান হবে HSKS এর সভাপতি শ্রদ্ধেয় সৌরভ শাসমল মহাশয়ের নেতৃত্বে।

প্রশাসনের এই অনৈতিক কাজের বিরুদ্ধে এখন যদি রুখে না দাঁড়াই, ভবিষ্যতে হিন্দু সমাজ কে রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে। তাই হিন্দুসমাজ কল্যাণ সমিতির পক্ষথেকে আপামর হিন্দু জনসাধারণকে অরাজনৈতিক মানসিকতায় এই ঘেরাও অভিযানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

"জয় মা কালী" "তপন ঘোষ জিন্দাবাদ"

08/02/2022

নন্দীগ্রাম থানা প্রশাসনের এই অবিবেচক কাজের মুখোশ খুলতেই হবে

07/02/2022

#নন্দীগ্রাম_থানার_কর্তব্যহীনতার_বিরুদ্ধে_পূর্ব_মেদিনীপুর_জেলার_SP_অফিস_ঘেরাও।

নন্দীগ্রাম থানার প্রশাসনের এই কর্তব্যহীনতা খুবই আশ্চর্যের। গত ১৪ ই ডিসেম্বর মা বাসন্তী জুয়েলার্স থেকে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা মূল্যের জিনিস ডাকাতি হয়, দোকানের CC ক্যামেরাতে সেই ক্রিমিনালদের ছবিও ওঠে। তারপরও দুইমাস হতে চললো ক্রিমিনাল দল কে নন্দীগ্রাম থানা গ্রেপ্তার করলোনা। যাঁর সোনার দোকান ডাকাতি হলো, সে হয়ে গেলো একেবারেই নিঃস্ব অসহায়। নন্দীগ্রাম থানা প্রশাসনের এই কর্তব্যহীনতার জন্য পাঁচমাস ও তিনবছরের সন্তানসহ পরিবারকে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় রইলো না। প্রশাসন যদি এইভাবে তাঁদের নৈতিক দ্বায়িত্ব কর্তব্য বোধ হারিয়ে ফেলে তাহলে সাধারণ মানুষের যাওয়ার জায়গা কোথায়!!

এই অন্যায় পূজনীয় তপন ঘোষের নির্দেশিত ও আদর্শে অনুপ্রাণিত অরাজনৈতিক সংগঠন হিন্দুসমাজ কল্যাণ সমিতি(HSKS) মেনে নেবেনা। হিন্দুসমাজ কল্যাণ সমিতি কোনো রাজনৈতিক দল নির্ভরশীল সংগঠন নয়। এই অরাজনৈতিক সংগঠন হিন্দুহৃদয় সম্রাট পূজনীয় তপন ঘোষের দেখানো পথেই চলছে, ভবিষ্যতেও চলবে।

"জয় মা কালী" "তপন ঘোষ জিন্দাবাদ"

07/02/2022

প্রায় দুইমাস হতে চললো CC ক্যামেরার ছবি থাকা সত্ত্বেও ডাকাত দল গ্রেপ্তার হলোনা কেন নন্দীগ্রাম থানার প্রশাসন জবাব দাও - হিন্দুসমাজ কল্যাণ সমিতি(HSKS)।

07/02/2022

আগামী ৯ ই ফেব্রুয়ারী বুধবার নন্দীগ্রাম থানার ডাকাত দলকে আড়াল করার বিরুদ্ধে সকাল ১১.৩০ মিনিটে পূর্ব মেদিনীপুর জেলা SP অফিস ঘেরাও-HSKS

07/02/2022

CC ক্যামেরায় ডাকাতদের ছবি থাকা সত্ত্বেও নন্দীগ্রাম থানার নিস্ক্রিয়তার বিরুদ্ধে আগামী ৯ তাং বুধবার সকাল ১১.৩০ মিঃ পূর্ব মেদিনীপুর SP অফিস ঘেরাও অভিযান - HSKS

25/01/2022

আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, হলদিয়া থানা এলাকার হিন্দু নাবালিকা উদ্ধার হয়েছে। "জয় মা কালী, তপন ঘোষ জিন্দাবাদ "

SHUBHA DEEPAWALI" 04/11/2021

SHUBHA DEEPAWALI" --- Deepawali Message From Sourav Sasmal To All Brothers And Sisters Across The Hindu Diaspora
"Every Hindu Must Take an Oath on This Sacred Occasion to Fight Against The Asuras (Jehadi Demons) of Today." ..

Sourav Sasmal ..., President of Hindu Samaj Kalyan Samiti(HSKS)




--FULL MESSAGE BELOW--

SHUBHA DEEPAWALI !!!

On the auspicious occasion of Deepawali, celebrating the home coming of Sri Ram and the slaying of the demon Narakasura by Sri Krishna, I convey my best wishes to all on behalf of Hindu Samaj Kalyan Samiti(HSKS).

On this hallowed occasion marking the TRIUMPH of Sacred over Evil, I have but one Prayer. I pray that all Hindus whose forefathers have been driven out of their homes by the Islamic aggressors from Afghanistan to Bangladesh, Kashmir to Assam or from any other part of Akhand Bharat, observe this day by taking a vow. Let us solemnly resolve that one day they will return to their ancestral home after defeating the Jihadi Ravanas of Kali Yuga - just like Sri Ram eliminated Ravan of Treta Yug and just like Sri Krishna eliminated the demon Narakasura of Dwapar Yug.

From Kamakhya to Dhakeshwari, From Kalighat to Kanyakumari, From Hinglaj to Durgiana, One Billion Hindus will be celebrating Deepawali by worshipping Devi Matrika (the Mother-Goddess). Let us all pray to Bhavatarini, the redeemer of the world, to protect the homelands of the Hindus from devastation, to save the honor of our women and provide strength to our youth. Let Shakti Devi provide us the courage to fight back against persecution.

We beseech Maha Kali for her invincible power and blessings so that we too can perform the same sacred duty she did while slaying the demon Rakta-beeja. We are yet to get justice in the hallowed grounds of Ramjanmabhoomi in Ayodhya. We have no movements to wrest full control over the most venerable temples at Mathura and Kashi, or the thousands of other Hindu pilgrimage sites that either remain desecrated or are under the control of the Jihadis. Let us pray on this sacred day to obtain justice for reclaiming these holy places.

Every Hindu Must Take an Oath on This Sacred Occasion to Fight Against the Asuras (Jehadi Demons) of Today.

And so we shall pray together to the Mother Goddess…

”Om asatoma sat gamaya, tamaso ma jyotir gamaya, mrityorma amritam gamayo”

Lead us from Falsehood to Truth
Lead us from Darkness to Light
Lead us from Death to Immortality

Vande Mataram

Sourav Sasmal
President, Hindu Samaj Kalyan Samiti(HSKS)

SHUBHA DEEPAVALI !!!
http://hindusks.blogspot.com/2021/11/shubha-deepawali.html

SHUBHA DEEPAWALI" July 18, 2021 Radical Islamist R**e Jihadi Nayan Sheikh tries to r**e Dalit woman. Sheikh beaten to death by mob. Get link Facebook Twitter Pinterest Email Other Apps Post a Comment

Want your organization to be the top-listed Non Profit Organization in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আজ 23 জানুয়ারি। ভারত মায়ের বীর সন্তান দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন। নেতাজী সুভাসচন্দ্র বোসের সাহসীকতা ও ত্য...
হিন্দুসমাজ কল্যাণ সমিতি'র(HSKS) কর্মী সম্মেলনে বক্তব্যের মাধ্যমে কর্মীদের উজ্জীবিত করছেন ধর্ম ও দেশপ্রেমী পূজনীয় তপন ঘো...

Telephone

Website

Address


Kolkata

Other Non-Governmental Organizations (NGOs) in Kolkata (show all)
thoughtshop foundation thoughtshop foundation
2nd Floor, 456, Block K, New Alipore
Kolkata, 700053

any good thing i can do, let me do it now...

Vanvasi Kalyan Ashram West Bengal Vanvasi Kalyan Ashram West Bengal
West Bengal Office : 29 Ward Institutional Street, Near Maniktala Post Office
Kolkata, 700006

North Bengal - Vanvasi Kalyan Ashram Uttar Bang ; South Bengal - Purvanchal Kalyan Ashram ; both affiliated to Akhil Bharatiya Vanvasi Kalyan Ashram.

Farrukh Ghazala Helping Foundation Farrukh Ghazala Helping Foundation
Kolkata

An NGO to look after the needs and necessities of those under privileged section of our society which has the right to live life but somehow are unable to live it to the fullest. M...

Ekta India Foundation Ekta India Foundation
75, Phears Lane
Kolkata, 700073

The organization works for the upliftment of the poor and the disadvantaged communities in (project area) by increasing their access to resources and skills in a sustainable manner...

Gimme Shelter Now Gimme Shelter Now
Kolkata

Medical first aid and social support in Calcutta

The Life Care Trust The Life Care Trust
VIP Road
Kolkata, 700052

A non-profit, non-political, public charitable trust, registered under Indian Trust Act 1882.

মেয়ে পটানোর নিঞ্জা টেকনিক মেয়ে পটানোর নিঞ্জা টেকনিক
Kolkata
Kolkata, 700075

সব রকম মেয়ে পটানোর পদ্ধতি শেখানো যাবে ��

Discovery Planet Discovery Planet
Kolkata, 733127

This Discovery Planet Page target Wild and Animals lovers. Which are children and family and mature audiences that they can watch and share their favorite animal pictures and video...

সাকোডডা যুব সংগঠন সাকোডডা যুব সংগঠন
Sakodda. Nanoor. Birbhum
Kolkata, 731215

SAKODDA NANOOR BIRBHUM

Dspmws Dspmws
196, Purbachal Kalitala Road, P. O. Haltu, P. S. Garfa
Kolkata, 700078

Dr Shyama Prasad Mookherjee Welfare Society is an apolitical, non-profit, non-governmental org.

Vidyaa Welfare And Educational Trust Vidyaa Welfare And Educational Trust
Gr Floor, 26 Ananda Mohan Bose Road, Motijheel, Dumdum
Kolkata, 700074

Vidyaa Welfare & Educational Trust: Empowering through education. Committed to providing quality learning opportunities for all. Join us in building a brighter future. #EducationFo...

Puja Foundation Puja Foundation
Narayanpur
Kolkata, 700136

𝗙𝗲𝗲𝗱 𝘆𝗼𝘂𝗿 𝗯𝗼𝗱𝘆, 𝗳𝗲𝗲𝗱 𝘆𝗼𝘂𝗿 𝘀𝗼𝘂?