Hasnain e karimain model madrasha
Nearby schools & colleges
Nimsar
বদিউদ্দীন মিয়াজী মসজিদ আমতলী।
Khulshi Chottogram
4225
POSTCODE3623
4000
Rahattarpul
1222
Chattogram
You may also like
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hasnain e karimain model madrasha, Education, Chittagong.
মুজে কুফাওয়ালো মুসাফির না ছমজো....
হাসনাইন-এ করিমাইন মডেল মাদরাসার উদ্যোগে আয়োজিত আহলে বায়াতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিলে মানকাবাত পরিবেশন করেন অত্র প্রতিষ্ঠানের ১ম শ্রেণির শিক্ষার্থী আলিফা নূর রিহা।
হাসনাইন-এ করিমাইন মডেল মাদরাসার উদ্যোগে ২০ জুলাই ২০২৪ ঈসায়ী, রোজ শনিবার মাদরাসার হলরুমে আহলে বায়াতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মরণে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলমগীর রেজভী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পীরে ত্বরিকত মাওলানা আবুল ফসিহ মুহাম্মদ আলাউদ্দিন মাঃজিঃআঃ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট হসপিটালের অফিসার ডাক্তার মুহাম্মদ হোসেন আল মনসুর, জনাব মুহাম্মদ উসমান ও মাওলানা মুহাম্মদ আবুল হাসেম মাসুদ।
উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক জনাব মুহাম্মদ রাসেল,মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম ক্বাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম,মুহাম্মদ রাফসান আহমেদ তানভীর, মুহাম্মদ রাকিবুল ইসলাম, মাওলানা মুহাম্মদ রাসেল,মুহাম্মদ উসমান হোসাইন ইমন, ইবনাত আরা মাইশা, সুমি আকতার, নাঈমা আকতার সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক/অভিভাবিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
মাশা-আল্লাহ❤️
আল্লাহ তায়ালা সকলকে খুলুসিয়াত আন্তরিকতার সাথে মহান রবের পথে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক।
নাতে রাসূল [ﷺ] পরিবেশন করছেন অত্র মাদ্রাসার মুদাররিস মাওলানা মোহাম্মদ তারিকুল ইসলাম কাদেরী।
Hasnain e karimain model madrasha সপ্তাহিক নাতে রাসূল [ﷺ] প্রশিক্ষণের একাংশ।
প্রশিক্ষণ প্রদান করেন, অত্র মাদ্রাসার মুদাররিস, বিশিষ্ট নাঁত খাঁ মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম কাদ্বেরী সহ অত্র মাদ্রাসার মুদাররিস মুহাম্মদ আব্দুর রহিম কাদ্বেরী।
#নাতে_রাসূল_ﷺ_প্রশিক্ষণ
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
বানিয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, আউলাদে রাসুল [ﷺ] সৈয়দ আহমদ শাহ সিরিকোটি [رحمه الله عليه] এর ওরছ শরীফ এবং ১ম সাময়িক পরিক্ষা ২০২৪ এর ফলাফল বিতরণ অনুষ্ঠান সুসম্পন্ন....
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
#প্রথম_সাময়িক_পরিক্ষা_২০২৪
#ফলাফল_বিতরণ_অনুষ্ঠান
সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুসারে হাসনাইন-এ করিমাইন মডেল মাদরাসার ১ম সাময়িক পরিক্ষা ২০২৪ অদ্য ৫ মে ২০২৪, রোজ রবিবার থেকে অনুষ্ঠিত হয়।
#ঈদ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ! সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক
(কপি ও শেয়ার করুন)
ঈদ মোবারক!
ের_নামাজের_নিয়ত,_নিয়ম_ও_ঈদের_দিনের_সুন্নাত :
ঈদের রাতে যথা সাধ্য ইবাদত বন্দেগি করে এশা ও ফজরের নামাজ এলাকার মসজিদে জামাত সহকারে আদায় করে
১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।
২. মিসওয়াক করা।
৩. গোসল করা।
৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা।
৫. সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।
৬. সুগন্ধি ব্যবহার করা।
৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া।
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া।
৯. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।
১০. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা।
১১. যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা।
১২. পায়ে হেঁটে যাওয়া।
১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে থাকা।
১৪.একে অপরকে মুবারকবাদ দেওয়া।
১৬. ঈদের নামাজের পর মসাফাহা, মুয়ানাক্বাহ
( কোলাকুলি) করা।
ঈদের দিন যথাযথভাবে ঈদের নামাজ পড়ার জন্য নিয়ত, নিয়ম এবং তাকবির তুলে ধরা হলো-
نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ تَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَديْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ
উচ্চারণ: 'নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ইদিল ফিতরি মাআ সিত্তি তাকবিরাতি ওয়াঝিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি 'আল্লাহু আকবার'।'
অর্থ: আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে এ ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি- 'আল্লাহু আকবার'।
ঈদের নামাজ পড়ার নিয়ম-
১. ইমামের সঙ্গে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে উভয় হাত বাঁধা।
২. তাকবিরে তাহরিমার পর ছানা পড়া-
'সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।
৩. এরপর অতিরিক্ত ৩ তাকবির দেয়া।
৪. এক তাকবির থেকে আরেক তাকবিরের মধ্যে তিন তাসবিহ পরিমাণ সময় বিরত থাকা।
৫. প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেয়া।
৬. তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নিতে হয়।
৭. আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়া
৮. সুরা ফাতেহা পড়া
৯. সুরা মিলানো। এরপর নিয়মিত নামাজের মতো রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা।
দ্বিতীয় রাকাত-
১. বিসমিল্লাহ পড়া
২. সুরা ফাতেহা পড়া
৩. সুরা মেলানো।
৪. সুরা মিলানোর পর অতিরিক্ত ৩ তাকবির দেয়া।
৫. প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেয়া।
৬. তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নিতে হয়।
৭. এরপর রুকুর তাকবির দিয়ে রুকুতে যাওয়া।
৮. সেজদা আদায় করে-
৯. বৈঠকে বসা; তাশাহহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা।
১০. নামাজের সালাম ফেরানোর পর তাকবির পড়া-
اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْد
উচ্চারণ : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।’
১১. নামাজের পর ইমাম সাহেবের দুটি খুতবা দেয়া।
ঈদের নামাজ পড়ার পর ইমাম খুতবা দেবে আর মুসল্লিরা খুতবা মনোযোগের সঙ্গে শুনবেন।
ঈদের নামাজের তাকবির পড়া-
ঈদের চাঁদ দেখার পর থেকে অর্থাৎ ৩০ রমজান ইফতারের পর প্রথম কাজই হচ্ছে তাকবির তথা আল্লাহর কৃতজ্ঞতাজ্ঞাপন করা। আল্লাহর শুকরিয়া আদায় করে তাকবির পড়া। এটিই ঈদের প্রথম কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমেও তাকবির পড়ার নির্দেশ দিয়েছেন এভাবে-
وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
'আর তোমাদের আল্লাহ তাআলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।’( সুরা বাকারা : আয়াত ১৮৫)
তাকবির হলো-
اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْد
উচ্চারণ : ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।’
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
মাশা-আল্লাহ ❤️
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
আমাদের দৈনন্দিন জীবনে যে কোন সময় পানি পান করার প্রয়োজন হয়। পানি পান করার সুন্নাত পদ্ধতি রয়েছে। সালানা জলসার মঞ্চে পানি পান করার সুন্নাত পদ্ধতি ও সুন্নাতের বিপরীত পদ্ধতি প্রাক্টিকাল উপস্থাপন করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ মিরানুর রহমান আরব ও হাসনাত হীরা এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শাফি সুরাকা ও প্রমি।
হাসনাইন-এ করিমাইন মডেল মাদরাসার ৩য় সালানা জলসা ও প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোহাম্মদ রফিক রহঃ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী ইছালে সাওয়াব উপলক্ষে আয়োজিত আজিমুশ্বান মিলাদ মাহফিল,আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে পানি পান করার পদ্ধতি উপস্থাপন করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ মিরানুর রহমান আরব ও হাসনাত হীরা এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শাফি সুরাকা ও প্রমি।
২৩ জানুয়ারি ২০২৪ ঈসায়ী।
#পানি_পান_করার_সুন্নাত
#সালানা_জলসা
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
হাসনাইন-এ করিমাইন মডেল মাদরাসার সম্মানিত মুদাররিস মাওলানা মুহাম্মদ মাহাবুবুর রহমান ক্বাদেরী হুজুরের বিদায় অনুষ্ঠান........
১৪ মার্চ ২০২৪ ঈসায়ী।
তাহারাত বা পবিত্র অর্জন করার মাধ্যম তিনটি। সেগুলো হলো অজু,গোসল,তায়াম্মুম।
কোন ব্যক্তি পানি ব্যবহারে অক্ষম হলে শরিয়তের বিধান অনুযায়ী তাকে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে তাহারাত বা পবিত্রতা অর্জন করতে হয়। সুতরাং তায়াম্মুমের গুরুত্ব অপরিসীম।
★তায়াম্মুম এর ফরজ তিনটি....
১: পবিত্র হওয়ার নিয়্যত করা।
২: পাক মাটিতে হাত মেরে হাতে হাতে ঠুকা দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা।
৩: পাক মাটিতে হাত মেরে হাতে হাতে ঠুকা দিয়ে উভয় হাতের কনুই সহ মাসেহ করা।
★ তায়াম্মুম ভঙ্গের কারণ....
*যে সাত কারণে অযু ভঙ্গ হয় সেই সাত কারণে তায়াম্মুমও ভঙ্গ হয়ে যায়।
*যে সমস্যার জন্য তায়াম্মুম করা হলো,সে সমস্যার যদি সমাধান হয়ে যায় তখন তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে।
যেমন, কোন ব্যক্তি অসুস্থতার জন্য তায়াম্মুম করলো, তায়াম্মুমের পর যদি সে সুস্থ হয়ে যায় তখন তার তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে।
*পানি না পাওয়ার কারণে যদি তায়াম্মুম করা হয়, তাহলে পানি পাওয়ার সাথে সাথে তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে।
এমতাবস্থায় করণীয় হলো, নতুনভাবে গোসল বা অযু করে পবিত্রতা অর্জন করতে হবে।
ছবি ক্যাপশন: হাসনাইন-এ করিমাইন মডেল মাদরাসার শিক্ষার্থীদের শ্রেণিতে পাঠদানের পর প্রাক্টিকাল তায়াম্মুমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সুরে সুরে আসমাউল হুসনা পরিবেশন করছেন Hasnain e karimain model madrasha'r দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।
হাসনাইন-এ করিমাইন মডেল মাদরাসার উদ্যোগে খাজা গরীবে নেওয়াজ (রহঃ) এর বার্ষিক ওরস শরীফ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার সম্মানিত পরিচালক জনাব মুহাম্মদ উসমান গণি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী ও দানবীর জনাব আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব মুহাম্মদ হারুনুর রশীদ ও আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলমগীর রেজভী।
উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক জনাব মুহাম্মদ রাসেল,জনাব রাফসান আহমেদ তানভীর,মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন তারেক ক্বাদেরী,জনাব মুহাম্মদ রাকিব, মাওলানা মুহাম্মদ রাসেল,জনাব মুহাম্মদ মুশতাক, হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান,ইবনাত আরা মাইশা, সাদিয়া আফরিন, নুসরাত জাহান নাঈমা, তাসমিন আকতার প্রমুখ।
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস
ে_ফেব্রুয়ারী
#ভাষা_দিবস
#আলোচনা_সভা
#খাজা_গরীবে_নেওয়াজ
ীফ
#চিত্রাঙ্কন
আজ হাসনাইন এ করিমাইন মডেল মাদরাসয় আতায়ে রাসূল খাজা গরীব নেওয়াজ (র) ফাতিহা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা মাদরাসা পরিচালক মোহাম্মদ ওসমান গনীর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক,শিক্ষানুরগী,দানবীর আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস সাহেব।বিশেষ অতিথি ছিলেন জনাব হারুন সাহেব সহ শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হয়।
সাপ্তাহিক ব্যবহারিক ক্লাস.....
#সহিহ_নামায_শিক্ষা_ ও #আযান_শিক্ষা
আযানের সময় ও আযানের আগে-পরে মুয়াজ্জিন এবং মুসল্লীদের করণীয়।
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
আহমদিয়া পাড়া, মধ্য মাদার্শা, হাটহাজারী, চট্টগ্রাম।
#গাউসিয়া_কমিটি_বাংলাদেশ এর এম্বুলেন্স সেবা....
অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন ইসফাত, হাসনাত, আরমান,আদনান, তৌহিদ।
হাসনাইন-এ করিমাইন মডেল মাদরাসার ৩য় সালানা জলসা ও প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোহাম্মদ রফিক রহঃ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী ইছালে সাওয়াব উপলক্ষে আয়োজিত আজিমুশ্বান মিলাদ মাহফিল,আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে "গাউসিয়া কমিটি বাংলাদেশ" এর এম্বুলেন্স সেবা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন অত্র প্রতিষ্ঠানের ইবতেদায়ী বিভাগের ৫ম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ আব্দুল্লাহ হাসনাত, মুহাম্মদ আরমান হোসাইন,মুহাম্মদ তৌহিদ বাদশাহ, ইসফাত আহমেদ সাদ, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ আব্দুল্লাহ হোসাইন আদনান।
২৩ জানুয়ারি ২০২৪ ঈসায়ী।
#সালানা_জলসা
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
#গাউসিয়া_কমিটি_বাংলাদেশ
#এম্বুলেন্স_সেবা
সাপ্তাহিক ব্যবহারিক ক্লাস.....
#সহিহ_নামায_শিক্ষা
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
আরবিতে সংলাপ উপস্থাপন করেন মুহাম্মদ তৌহিদ বাদশাহ ও সাফা মারওয়া নিহা।
হাসনাইন-এ করিমাইন মডেল মাদরাসার ৩য় সালানা জলসা ও প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোহাম্মদ রফিক রহঃ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী ইছালে সাওয়াব উপলক্ষে আয়োজিত আজিমুশ্বান মিলাদ মাহফিল,আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আরবিতে সংলাপ উপস্থাপন করেন অত্র প্রতিষ্ঠানের ইবতেদায়ী বিভাগের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তৌহিদ বাদশাহ ও সাফা মারওয়া নিহা।
২৩ জানুয়ারি ২০২৪ ঈসায়ী।
#আরবি_সংলাপ
#সালানা_জলসা
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
#الحوار
মাদরাসা শিক্ষা সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন উম্মে হাফসা রাহি।
হাসনাইন-এ করিমাইন মডেল মাদরাসার ৩য় সালানা জলসা ও প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোহাম্মদ রফিক রহঃ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী ইছালে সাওয়াব উপলক্ষে আয়োজিত আজিমুশ্বান মিলাদ মাহফিল,আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মাদরাসা শিক্ষা সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন অত্র প্রতিষ্ঠানের ইবতেদায়ী বিভাগের ৪র্থ শ্রেণির ছাত্রী উম্মে হাফসা রাহি।
২৩ জানুয়ারি ২০২৪ ঈসায়ী।
#সালানা_জলসা
#বাংলা_বক্তব্য
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
"মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পর করণীয়"
অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন মুহাম্মদ ইরহাম, মুহাম্মদ আবীর,মুহাম্মদ হামিদ,মুহাম্মদ ইরফান।
হাসনাইন-এ করিমাইন মডেল মাদরাসার ৩য় সালানা জলসা ও প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোহাম্মদ রফিক রহঃ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী ইছালে সাওয়াব উপলক্ষে আয়োজিত আজিমুশ্বান মিলাদ মাহফিল,আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে "মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পর করণীয়" অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করেন অত্র প্রতিষ্ঠানের নূরানী বিভাগের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ ইরহাম, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ ইসমাইল হোসাইন আবীর,মুহাম্মদ তৌহিদুল ইসলাম হামিদ ও মুহাম্মদ ইরফান উদ্দিন।
২৩ জানুয়ারি ২০২৪ ঈসায়ী।
#সালানা_জলসা
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
#মাদরাসা_থেকে_বাড়িতে_যাওয়ার_পর_করণীয়
A dialogue in English was presented by Miranur Rahman and Hasnat hira
On the eve of 3rd Salana jhalsa of Hasnain e Karimain Model Madrasah and 4th death anniversary of it’s founder late Haji Rafiq, a grand jashn Mahfil was arranged at the premise of Madrasah.
In that program, a English conversation was presented by Miranur Rahman and Hasnat Hira ; both of whom are the students of that Madrasah.
ইংরেজিতে সংলাপ উপস্থাপন করেন মিরানুর রহমান ও হাসনাত হিরা।
হাসনাইন-এ করিমাইন মডেল মাদরাসার ৩য় সালানা জলসা ও প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোহাম্মদ রফিক রহঃ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী ইছালে সাওয়াব উপলক্ষে আয়োজিত আজিমুশ্বান মিলাদ মাহফিল,আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ইংরেজিতে সংলাপ উপস্থাপন করেন অত্র প্রতিষ্ঠানের ইবতেদায়ী বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মিরানুর রহমান ও হাসনাত হিরা ।
২৩ জানুয়ারি ২০২৪ ঈসায়ী।
#সালানা_জলসা
#হাসনাইন_এ_করিমাইন_মডেল_মাদরাসা
#ইংরেজি_সংলাপ
ঢালোদে ক্বলবো মে আজমতে মোস্তাফা,
হেকমতে আলা হযরত পেঁ লাখো সালাম।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Chittagong
Sailors Colony 1, CEPZ, Bandar Thana
Chittagong
Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?
Chittagong Cantonment , Biozid
Chittagong, 4209
ALLAH AMAaY GYAAN DAaO.....This is the most prestegious college in chittagong .....
Jamal Khan
Chittagong
Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.
Chittagong
This is the official page of the Bandarban University Computer Science & Engineering Club(BUCSEC),a campus-based science organization of Bandarban University.
Chittagong, 1990
জ্ঞানে কর্মে সৃজনে ঐতিহ্যে চট্টগ্রাম কলেজ।
Chittagong
শিখার মধ্যে আনন্দ আছে যদি তুমি বুঝে শিখতে পার। আর গনিত শিখার আনন্দ আমি তুমাদের দিতে চায়।
Chittagong
“Teaching the world to be careful is a constructive service worthy of God’s great gift of life.
House-04, Lane-04, A-Block, Halishahar
Chittagong
A Complete information Point for Business Studies Students