Infinity Coaching
Nearby schools & colleges
Maharaja Road, Mymensingh
Dhaka
Manikganj
Miklajung
Shalgaria, Pabna
Charigram, Manikganj
pirojpur, Pirojpur
Khulna Universiry, Khulna
Baghajatin G Block, KOLKATA
You may also like
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Infinity Coaching, Education, Naya Bazar, Middle Rampur, Halishahar, Chittagong.
*এসএসসির ফরম পূরণ ১ থেকে ৭ এপ্রিল, টেস্ট পরীক্ষা হবে না: শিক্ষা বোর্ড।
সূত্র ইন্ডিপেন্ডেন্ট টিভি
সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়া
১৫ থেকে ২৭ ডিসেম্বর।
লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ৩০ শে ডিসেম্বর।
স্পষ্ট লেখায় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনী পর্যন্ত ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিচে দেওয়া হলোঃ
করোনা ভাইরাসের কারণে যাঁরা এইচ.এস.সিতে অটোপাশ পেয়ে গেছো সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা ৷ আর যেসব মেধাবী শিক্ষার্থীদের (JSC GPA + SSC GPA)/ 2 = HSC GPA এই সমীকরণের ফলে কিছুটা অবমূল্যায়ন হলো তাদের জন্য রইল সমবেদনা ৷ আমার জানামতে অনেক শিক্ষার্থী পূর্বে GPA কম পেলেও পড়ালেখা ভালোভাবে করার কারণে HSC তে ভালো ফলাফল করে ৷ অনেক শিক্ষার্থীকে GPA 2 নিয়ে কলেজে ভর্তি হয়ে GPA 5 পেতেও আমি দেখেছি ৷ এছাড়াও সেসব ছাত্রীদের জন্য দু:খ প্রকাশ করছি যারা তিন/ চার বার ফর্ম ফিল আপ করেও অকৃতকার্য হওয়ার ফলে এইচ.এস.সি সনদ পাইনি ৷ হয়তো এক বিষয় ও দুবিষয়ে পাশ না করার কারণে তাদের শিক্ষাজীবন নষ্ট হয়ে গেছে ; তারা যদি এই অটোপাশের কথা শুনে তাহলে মনে কষ্ট পাবে ৷ কারণ কেউ চেষ্টা করেও সনদ পেল না ....আর কেউ যেন স্বপ্নে পাওয়ার মতো লটারি পেয়ে গেলো ৷ আর যে শিক্ষার্থীদের সঙ্গে বইয়ের কোনও সম্পর্ক ছিল না এবং পূর্বের পরীক্ষাগুলোতে হয়তো ফেল করেছিল ...তাদের জন্য এই ঘোষণা সোনার হরিণ পাওয়ার মতো ৷ যারা বঞ্চিত হয়েছ ফলাফল নিয়ে তাদের জন্য সমবেদনা আর যারা পুরস্কৃত হয়েছ তাদেরও অভিনন্দন জানাই ৷
২০২০-২০২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
#এক নজরে সকল জ্যামিতিক সংজ্ঞাঃ
#সূক্ষ্মকোণ (Acute angle) : এক সমকোণ (90) অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।
#সমকোণ (Right angle) : একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ=90
অন্যভাবে, যে কোণের মান নব্বই ডিগ্রী তাকে এক সমকোণ বলে।
#স্থূলকোণ (Obtuse angle) : এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।
#প্রবৃদ্ধকোণ (Reflex angle) : দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে। অর্থাৎ 360 > x 180 হলে x একটি প্রবৃদ্ধ কোণ।
#সরলকোণ (Straight angle) : দু’টি সরল রেখাপরস্পর সম্পর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ দুই সমকোণের সমান বা 180 ডিগ্রী
#বিপ্রতীপকোণ (Vertically Opposite angle ) : দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যেকোণ একটিকেতার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
#সম্পূরককোণ(Supplementary angle ) : দু’টি কোণের সমষ্টি 180 বা দুইসমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
#পূরককোণ (Complementary angle) : দু’টি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 হলেএকটিকেঅপরটির পূরক কোণ বলে।
#একাস্তরকোণ: দু’টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।
#অনুরূপকোণ: দু’টি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।
#সন্নিহিতকোণ: যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।
#ত্রিভূজ (Triangle): তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে।
#সুক্ষ্মকোণীত্রিভূজ (Acute angle triangle ) : যে ত্রিভূজের তিনটি কোণই এক সমকোণ(90 0 ) এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভূজ বলে।
#সুক্ষ্মকোণীত্রিভূজ (Obtuse angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ সথূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে সথূলকোণী ত্রিভূজ বলে। কোণ ত্রিভূজের একের অধিক সথূলকোণ থাকতে পারে না।
#সমকোণী ত্রিভূজ (Right angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজে একটির অধিক সমকোণ থাকতে পারে না। সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়।
#লম্বকেন্দ্র ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুগুলির উপর তিনটি লম্ব সমবিন্দুগামী, এবং বিন্দুটির নাম লম্বকেন্দ্র(orthocenter)
#পরিবৃত্ত: তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দু (শীর্ষ)গামী বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।
#পরিকেন্দ্র: পরিবৃত্তের কেন্দ্র (যে বিন্দু ত্রিভুজের শীর্ষত্রয় থেকে সমদূরত্বে স্থিত)।
#চতুর্ভুজ: চারটি রেখাংশ দিয়ে সীমাবদ্ধ সরলরৈখিক ক্ষেত্রের সীমারেখাকে চতুর্ভুজ বলে। বিকল্প সংজ্ঞা: চারটি রেখাংশ দিয়ে আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।চিত্রে কখগঘ একটি চতুর্ভুজ।
কর্ণঃ চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলোর দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে। চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার চেয়ে কম।
#চতুর্ভুজের বৈশিষ্ট্যঃ চারটি বাহু, চারটি কোন, অন্তর্বর্তী চারটি কোনের সমষ্টি ৩৬০°।
#সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান (কিন্তু কোণ গুলো সমকোন নয়) , তাকে সামান্তরিক বলে।
#আয়ত: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে।
#বর্গক্ষেত্র: বর্গক্ষেত্র বলতে ৪টি সমান বাহু বা ভূজ বিশিষ্ট বহুভূজ, তথা চতুর্ভূজকে বোঝায়, যার প্রত্যেকটি অন্তঃস্থ কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রীর সমান।
#রম্বসঃ রম্বস এক ধরনের সামান্তরিক যার সবগুলি বাহু সমান কিন্তু কোণ গুলো সমকোন নয়।
#ট্রাপিজিয়ামঃ যে চতুর্ভুজ এর দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান।
#বহুভুজ (কারনঃ সরলরেখা দ্বারা সীমাবদ্ধ) বহুভুজ নয় (কারনঃ বক্র রেখা দ্বারা সীমাবদ্ধ) বহুভুজ নয় (কারনঃ সীমাবদ্ধ নয়) যদি বহুভুজের সবগুলি বাহু ও কোণ সমান হয়, তবে সেটিকে সুষম বহুভুজ বলে।
#বিপ্রতীপ কোণঃ কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ তৈরি করে, তা ঐ কোণের বিপ্রতীপ কোণ বলে ।
#গোলকঃ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে ।
#প্রবৃদ্ধকোণঃ দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে ।
#সমান্তরাল রেখাঃ একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে, তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে ।
#ছেদকঃ যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, তাকে ছেদক বলে
#অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকগুলো সমবিন্দু ।ত্রই বিন্দু ত্রিভুজের অন্তঃকেন্দ্র।
#পরিকেন্দ্রঃ ত্রিভুজের বাহুত্রয়ের লম্বদ্বিখন্ডকত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের পরিকেন্দ্র।
#ভরকেন্দ্রঃ ত্রিভুজের কোণ একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু । ত্রই বিন্দু ত্রিভুজের ভরকেন্দ্র।
#লম্ববিন্দুঃ ত্রিভুজের শীর্ষত্রয় হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের লম্ববিন্দু।
#সর্বসমঃ দুইটি ক্ষেত্র সর্বসম হবে যদি একটি ক্ষেত্র অন্যটির সাথে সর্বতোভাবে মিলে যায় । সর্বসম বলতে আকার ও আকৃতি সমান বুঝায় ।
#বর্গঃ আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু সমান হলে তাকে বর্গ বলে ।
#স্পর্শকঃ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ও কেবল ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয় ।
#সাধারণ স্পর্শকঃ একটি সরলরেখার যদি দুইটি বৃত্তের স্পর্শক হয়, তবে বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শক বলা হয় ।
#আয়তিক ঘনবস্তুঃ তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ট দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তিক ঘনবস্তু বলে ।
#ঘনকঃ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, তাকে ঘনক বলে ।
#কোণকঃ কোন সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক কোণক বলে ।
#সিলিন্ডার বা বেলনঃএকটি আয়তক্ষেত্রের যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক বেলন বলে ।
(সংগৃহীত)
আগামী ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
Everyone has to follow the rules.
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ২৯ থেকে ৩১ ডিসেম্বর এই তিন দিনের যে কোনো দিন ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ৩০ ডিসেম্বর সোমবার থাকায় ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত সভা হয়। ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন থাকায় ২৯ ডিসেম্বর ফলাফল প্রকাশের সম্ভাবনা বেশি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির বলেন, আমরা ফলাফল প্রকাশের জন্য আলাদা কোনো প্রস্তাব করিনি। জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন পিইসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য বলেছি। শিক্ষা মন্ত্রণালয় ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাব করেছে।
বার্তাবাজার/কেএ
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা সহকারে শুভকামনা।
I would like এর ব্যবহার
✪ আমি যেতে চাই - I would like to go.
✪ আমি তার সাথে দেখা করতে চাই - I would like to meet him.
✪ আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই - I would like to thank you.
✪ আমি কেনাকাটা করতে চাই I would like to shopping.
✪ আমি নিজেকে ব্যাখা করতে চাই - I would like to explain myself.
✪ আমি একজন শিক্ষক হতে চাই - I would like to become a teacher.
✪ আমি আপনাকে প্রায়ই দেখতে চাই - I would like to see you more often.
✪ আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই - I would like to meet the manager.
✪ আমি অনুশীলন করতে চাই - I would like to practice.
✪ আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই - I would like to compete in a cooking contest.
✪ আমি একজন ডাক্তার হতে চাই I would like to become a Doctor.
✪ আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত সম্পর্কে আরো জানতে চাই
I would like to know more about the creation of Almighty Allah.
Thanks
সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে
এইচএসসি পরিক্ষার্থীদের জন্য ইনফিনিটি কোচিং এর পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন
ভর্তি চলছে HSC বিজ্ঞান
আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর পয়েন্ট টেবিল (গতকাল পর্যন্ত)
একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক বিভাগে ভর্তি চলছে।
বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক বিভাগে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে।
চট্টগ্রাম বোর্ড হিসাববিজ্ঞান (সেট-খ) (তারিখ: ২৫/০২/২০১৯) উত্তরসমূহ: ১। হিসাবতথ্য ব্যবহারকারীগণ কোন কারণে খতিয়ান থেকে সহজেই তথ্য পেতে পারে? উ: (গ) লেনদেনগুলো সাজিয়ে লেখা থাকে ২। শিক্ষা বোর্ডে হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা কোনটি? উ: (খ) পরীক্ষার ফি নির্ধারণ ৩। “বেতন প্রদান ২৭,৫০০ টাকা”-এই লেনদেনের উৎস দলির কোনটি? উ: (খ) ডেবিট ভাউচার ৪। একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটির গুরুত্ব দেয়া হয় না? উ: (ঘ) আয় ৫। ক্ষুদ্র ব্যবসায়ী মাসুদ রানার প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা, সমাপনী মূলধন ২,৮৫,০০০ টাকা, উত্তোলন ১৫,০০০ টাকা এবং বার্ষিক লাভের পরিমাণ ১,৪০,০০০ টাকা হলে অতিরিক্ত মূলধনের পরিমাণ কত? উ: (গ) ৯০,০০০ টাকা ৬। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে? উ: (ঘ) উপভাড়া ৭। ভাড়া হিসাবে হিসাবভুক্ত হবে- উ: (গ) i ও ii ৮। মি. হোসেন শিক্ষাখাতে কত টাকা ব্যয় করেন? উ: (ঘ) ১৮৩০ ৯। তিনি বৃত্তির সমুদয় টাকা কোন খাতে ব্যয় করলে পারিবারিক বাজেট অনুসৃত হবে? উ: (খ) শিক্ষাখাত ১০। পরোক্ষ কাঁচামালের উদাহরণ কোনটি? উ: (ক) শার্ট তৈরিতে সুতা ও বোতাম ১১। মুনাফাজাতীয় ব্যয় কোনটি? উ: (ঘ) যন্ত্রপাতির অবচয় ১২। প্রাপ্তি ও প্রদান ব্যয় কোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ? উ: (ক) নগদান বই ১৩। একটি প্রতিষ্ঠানের মোট বিনিয়োজিত মূরধন ৮০,০০০ টাকা ও নিট মুনাফা ১০,০০০ টাকা হলে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার কত? উ: (খ) ১২.৫% ১৪। শাপলা ট্রেডার্সের উল্লিখিত হিসাবের বই কোনটি? উ: (খ) তিনঘরা নগদান বই ১৫। নগদ উদ্বৃত্ত নির্ণয়ের জন্য শিমুল ট্রেডার্সকে প্রস্তুত করতে হবে- উ: (খ) iii ১৬। ব্যবসায়ের গতি-প্রকৃতি জানার মাধ্যম কোনটি? উ: (ক) হিসাব লিপিবদ্ধকরণ ১৭। ব্যাংক বিবরণীর এবং নগদান বইয়ের ব্যাংক কলামের উদ্বৃত্ত অসমান হলে কোনটি প্রস্তুত করা হয়? উ: (গ) ব্যাংক সমন্বয় বিবরণী ১৮। আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য আয় হিসাবভুক্ত করতে কোনটির প্রয়োজন? উ: (খ) সমন্বয় দাখিলা প্রদান ১৯। কোনটি ভিন্ন প্রকৃতির? উ: (ঘ) ঋণ প্রাপ্তি ২০। উদ্দীপকের আলোকে বছর শেষে মি. ‘ণ’ এর মূলধন কত? উ: (খ) ২,৪০,০০০ টাকা ২১। মূলধনজাতীয় প্রাপ্তির পরিমাণ কত? উ: (ঘ) ৪,৪৫,০০০ টাকা ২২। সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয়- উ: (ক) i ও ii ২৩। অফিসের জন্য ঘড়ি ও ক্যালকুলেটর ক্রয় কোন হিসাবে হিসাবভুক্ত হবে? উ: (ঘ) অফিস সাপ্লাইজ ২৪। ভবিষ্যতের যে কোনো প্রয়োজনে কোনটি প্রমাণস্বরূপ ব্যবহার করা হয়? উ: (ক) জাবেদা ২৫। সহকারী খতিয়ানে অন্তর্ভুক্ত হবে- উ: (ক) i ও ii ২৬। উদ্দীপকের তথ্য দ্বারা প্রকাশ পায়- উ: (ক) ii ও iii ২৭। কন্ট্রা এন্ট্রি হবে- উ: (খ) ii ২৮। কোন প্রকার ভুল রেওয়ামিলে ধরা পড়ে না? উ: (ঘ) পরিপূরক ভূল ২৯। প্রত্যক বছর ব্যবসায়ের সঠিক আর্থিক চিত্র পেতে হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসরণ করা হয়? উ: (গ) সামঞ্জস্যতা ৩০। উৎপাদন ব্যয় নির্ণয়ের ফলে সম্ভব হয়- উ: (ক) i ও ii
Admission going on.
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয় ও কলেজ....
প্রেপ ওয়ান প্রাত ও দিবা বিভাগের লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের রোল নাম্বার/ফলাফল.....
মহান বিজয় দিবসের শুভেচ্ছা
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯ইং
প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষা - ২০১৮ইং। অংশগ্রহণকারী সবার জন্য ইনফিনিটি কোচিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের ভবিষ্যত উজ্জ্বল ও আলোকিত হোক।
সিলভার বেলস স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি - ২০১৯ইং
উইকেট কিপার হিসেবে একমাত্র ব্যাটসম্যান যার দুইটি ডাবল সেঞ্চুরী আছে টেষ্টে
জেএসসি ও জেডিসির কালকের পরীক্ষা স্থগিত, ৯ নভেম্বর সকাল ৯টায় হবে এই পরীক্ষা।
বন্ধ হয়ে গেল পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা
August 9, 2018 by Reporter
জাতীয় শিক্ষানীতির আলোকে দেশের প্রাথমিক শিক্ষাস্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নিত করা হচ্ছে। ফলে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা আর থাকছে না। তখন অষ্টম শ্রেণিতে সমাপনী পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
গতকাল বুধবার (৮ আগস্ট) শিক্ষা বিষয়ক সাংবাদিকদের নব গঠিত সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’ এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
২০০৯ সালে পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক সমাপনী পরীক্ষা চালু করে সরকার। কিন্তু শুরু থেকেই কোমলমতি শিশুদের এই পাবলিক পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে আসছেন শিক্ষা সংশ্লিষ্টরা। যার ভিত্তিতে শিগগিরই প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষা আর থাকছে না।
ইরাব-এর নেতৃবৃন্দের সাথে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ লাখ শিক্ষক ও ৫০ হাজার কর্মী নিয়ে প্রাথমিকের শিক্ষা পরিবার। শুধুমাত্র সরকারি প্রাথমিক স্কুলে ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী লেখাপড়া করছে।
তিনি আরো জানান, দেশের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওর্য়াডে সরকারি প্রাথমিক স্কুল রয়েছে। দুই কিলোমিটারের মধ্যে স্কুল নেই এমন কোনো গ্রাম নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’ এর সভাপতি সিদ্দিকুর রহমান খান (দৈনিক শিক্ষা), সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজসহ (দৈনিক সমকাল) অন্যান্য নেতৃবৃন্দ।
সূত্রঃ কারেন্ট ওয়াল্ড
আগামী কাল থেকে শুরু হতে যাওয়া জেএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী প্রত্যেক শিক্ষার্থী কে জানাই অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Naya Bazar, Middle Rampur, Halishahar
Chittagong
3900
Sailors Colony 1, CEPZ, Bandar Thana
Chittagong
Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?
Chittagong Cantonment , Biozid
Chittagong, 4209
ALLAH AMAaY GYAAN DAaO.....This is the most prestegious college in chittagong .....
Jamal Khan
Chittagong
Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.
Chittagong
This is the official page of the Bandarban University Computer Science & Engineering Club(BUCSEC),a campus-based science organization of Bandarban University.
Chittagong, 1990
জ্ঞানে কর্মে সৃজনে ঐতিহ্যে চট্টগ্রাম কলেজ।
Chittagong
“Teaching the world to be careful is a constructive service worthy of God’s great gift of life.
House-04, Lane-04, A-Block, Halishahar
Chittagong
A Complete information Point for Business Studies Students
EAST DELTA UNIVERSITY
Chittagong, 4209
Providing students with a platform to develop their understanding of economic and business issues
East Rampur, Halishahar
Chittagong
Way To Jannah Academy is an online educational institution. Our ultimate goal is to enter Jannah.