বৈতরণী

বই প্রকাশনা

07/12/2023

শুভ জন্মদিন কবি তামিম ইয়ামীন ❤

বৈতরণী প্রকাশিত কবির দ্বিতীয় কবিতাগ্রন্থ “মিলনদহ” সংগ্রহ করুন সরাসরি এই পোস্টে অর্ডার করে। এছাড়া অনলাইন বুকশপগুলোতে এবং আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় ‘লোক’ ও কনকর্ড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড ফ্লোরে ‘উজান’-এর স্টল থেকে সংগ্রহ করা যাবে “মিলনদহ”-সহ আমাদের প্রকাশিত সব বই।

05/12/2023

এই ডিসেম্বরে আমরা প্রকাশ করছি প্রহরীর প্রথম কবিতাবই “দৃশ্যর ভিতর ভূত”। মাসের শেষ সপ্তাহে প্রকাশিতব্য বইটির সপ্তাহকালব্যাপী প্রি-অর্ডার শুরু হচ্ছে ৬ ডিসেম্বর থেকে।

আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র আমাদের অফিসিয়াল ফেসবুক থেকে বইটি প্রি-অর্ডার করা যাবে ২৭% ছাড়ে ১৮২ টাকায়।

কুরিয়ার চার্জ ৫৮ টাকাসহ মোট ২৪০ টাকা বিকাশ অথবা নগদ থেকে 01717-589274 নাম্বারে সেন্ডমানি করে বইটি প্রি-অর্ডার করা যাবে। সেন্ডমানি করে পেজের ইনবক্সে বই পাঠানোর ঠিকানা ও ট্রানজেকশন কোডটি জানিয়ে দিন।

29/11/2023

শুভ জন্মদিন নির্মাতা, স্থপতি ও কবি- এনামুল করিম নির্ঝর

19/11/2023

শুভ জন্মদিন কবি ব্রাত্য রাইসু ❤

16/11/2023

শুভ জন্মদিন কবি তানিম জাবের

02/11/2023

আমরা প্রকাশ করেছি তালাশ তালুকদার-এর নতুন কবিতাবই। বইয়ের নাম ইংগিত দিচ্ছে টোপা অর্থাৎ খাঁচার বাইরে থেকে পৃথিবী কেমন তা-ই জানবার, জানানোর, দেখবার ও দেখানোর প্রয়াস পেয়েছেন প্রথম দশকে আবির্ভূত এই কবি।

নাকি তাও নয়! কেবলি টোপার ভিতরে বসেই বাইরে কেমন-জিজ্ঞাসার মীমাংসা খুঁজে বেড়িয়েছেন? জানতে হলে পড়তে হবে তালাশ তালুকদারের তৃতীয় কবিতাবই ‘টোপার বাইরে পৃথিবী কেমন’। ৭২ পৃষ্ঠার বইয়ে আছে অর্ধশতাধিক কবিতা।

বইটির মুদ্রিত দাম ২৫০ টাকা। অনলাইন বুকশপ রকমারি, বাতিঘর-সহ আমাদের ফেসবুক পেজে অর্ডার করে সর্বোচ্চ ২৫% মূল্যছাড়ে হোম ডেলিভারি পেতে পারেন।
ঢাকায় আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় ‘লোক’-এর স্টল এবং কনকর্ড টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে ‘উজান’-এর স্টল থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।

30/08/2023

আমরা প্রকাশ করেছি মিছিল খন্দকারের পঞ্চম কবিতাগ্রন্থ “আমার বিনাশ”।

দ্বিতীয় দশকের প্রতিশ্রুতিশীল কবি মিছিল খন্দকার সাম্প্রতিক বাংলা কবিতার একজন সৌম প্রতিনিধি হিসেবে বোদ্ধা পাঠকমহলে ইতোমধ্যে সমাদৃত এবং সমকালীন কবিতার খোঁজখবর যারা রাখেন তাদের মধ্যে সম্যক পঠিতও বটে।

মাত্রাবৃত্তে রচিত মনোলগ ধরনের তিন ফর্মার স্বল্পদৈর্ঘ্য “আমার বিনাশ”-এ স্থান পেয়েছে মোট ৮টি কবিতা। জীবন-দর্শনের ছাঁচকাটা উপলব্ধিকে কখনো চার, পাঁচ, কখনোবা ছয় ও সাত মাত্রাবৃত্তে করেছেন ব্যক্ত।

আজিজ মার্কেটে বৈতরণীর আউটলেট (৭৯, দ্বিতীয় তলা) থেকে, বাতিঘর, নির্বাচিত ও পাঠক সমাবেশসহ বাংলাদেশের অভিজাত বইয়ের দোকানগুলোতে অর্ডার দিয়ে, এছাড়া অনলাইনে ফেসবুকে বৈতরণীর অফিশিয়াল পেজ এবং রকমারি.কম থেকে বইটি সংগ্রহ করা যাবে।

মুদ্রিত মূল্য ২০০ টাকা যা বিভিন্ন প্লাটফর্ম থেকে সর্বোচ্চ ২৫% পর্যন্ত কমবে। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী দেওয়ান আতিকুর রহমান।

Photos from বৈতরণী's post 27/02/2023
25/02/2023

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় চৈতন্য প্রকাশনীর ৪৭-৪৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে এ-বছর বৈতরণী থেকে প্রকাশিত নতুন বই : তানিম কবিরের দ্বিতীয় গল্পবই “বধূ শুয়ে ছিল পাশে”

25/02/2023

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় চৈতন্য প্রকাশনীর ৪৭-৪৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে এ-বছর বৈতরণী থেকে প্রকাশিত নতুন বই : সিদ্দিকী হারুনের প্রথম কবিতাবই “পরমগীতসংহিতা”

21/02/2023

২১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় চৈতন্য প্রকাশনীর ৪৭-৪৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে এ-বছর বৈতরণী থেকে প্রকাশিত নতুন বই : রওশন আরা মুক্তার গল্পবই “ঘুঘু”

21/02/2023

২১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় চৈতন্য প্রকাশনীর ৪৭-৪৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে এ-বছর বৈতরণী থেকে প্রকাশিত নতুন বই : শেলী নাজের প্রথম কবিতাবই “নক্ষত্রখচিত ডানায় উড্ডীন হারেমের বাঁদি”

21/02/2023

২১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় চৈতন্য প্রকাশনীর ৪৭-৪৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে এ-বছর বৈতরণী থেকে প্রকাশিত নতুন বই : মোস্তাক আহমাদ দীনের প্রথম কবিতাবই “কথা ও হাড়ের বেদনা”

21/02/2023

২১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় চৈতন্য প্রকাশনীর ৪৭-৪৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে এ-বছর বৈতরণী থেকে প্রকাশিত নতুন বই : সুব্রত অগাস্টিন গোমেজের প্রথম কবিতাবই “তনুমধ্যা”

16/02/2023

১৬ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় চৈতন্য প্রকাশনীর ৪৭-৪৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে এ-বছর বৈতরণী থেকে প্রকাশিত নতুন বই : এনামুল করিমে নির্ঝরের প্রথম কবিতাবই “চৌদ্দ গোষ্ঠীর উদ্ধার পর্ব”

15/02/2023

১৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় চৈতন্য প্রকাশনীর ৪৭-৪৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে এ-বছর বৈতরণী থেকে প্রকাশিত নতুন বই : পিয়াস মজিদের প্রথম কবিতাবই “নাচপ্রতিমার লাশ”

08/02/2023

৮ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় চৈতন্য প্রকাশনীর ৪৭-৪৮ নাম্বার স্টলে লভ্য এ-বছর বৈতরণী থেকে প্রকাশিত নতুন বই : দেবদুলাল মুন্নার উপন্যাস “রিফিউজি”
-------------------
বইয়ের ব্লার্ব থেকে
-------------------
এক বাংলাদেশি সাংবাদিকের কাছে একদিন মনে হলো, জীবনে প্রতিটি মানুষের জন্ম নেওয়াই যেন রিফিউজি হওয়ার জন্য। রাজনীতি, দেশ, সমাজ, স্বপ্ন, প্রেম, সংসার এমনকি নিজের জগত থেকেও ছিন্ন হতে হয় বারবার।

ফাঁদ চারিদিকে। প্রেমের অভিনয়ে খুনের পর খুন দেখতে থাকে সে, যখন সুইডেনে গ্রেটা থানবার্গের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সব কিছু পরিকল্পিত। আবিষ্কার করতে চায়। জানতে চায় সেই এক মানুষকে যার স্থায়ী মেমোরি বলে কিছু নেই। যেকোনো একটা ঘটনা তার মাঝে থাকে মুহূর্তকাল।

কিন্তু আবিষ্কারের নেশায় মত্ত হয়ে মাত্র কয়েকটি ফাঁদ পেরুতে গিয়েই পড়তে হয় তাকে গহ্বরে। এরপর?

প্রেম-অপ্রেম, কভিড রাজনীতি এসবের ভেতর সে দেখে বাল্টিকে কিছু পাখি গা ভিজিয়ে উড়ে যাচ্ছে উদ্দেশ্যহীন।

তারও শুরু হয় আরেক উদ্দেশ্যহীন যাত্রা।

07/02/2023

৭ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় চৈতন্য প্রকাশনীর ৪৭-৪৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে এ-বছর বৈতরণী থেকে প্রকাশিত নতুন বই : জুয়েল মাজহারের প্রথম কবিতাবই “দর্জিঘরে একরাত”
-------------------
বইয়ের ব্লার্ব থেকে
-------------------
জুয়েল মাজহারের প্রথম কবিতাবই ‘দর্জিঘরে এক রাত’। এতে চকিতে ধরা পড়ে স্বপ্ন-বাস্তবের বিচিত্র আততি; পরোক্ষের নানা ইঙ্গিতে বাঙ্ময় হয়ে ওঠে নিসর্গপ্রসার, জড়বস্তুতে নড়ে ওঠে প্রাণ, সবুজ প্রিজমের ভেতরে একই মুখশ্রী উঁকি দ্যায় নানা অলিন্দ থেকে, মায়াকাজলের সরোবরের দিকে ছুটে চলে বিকলাঙ্গ, অন্ধ এক মাছ, বনে বনে ‘তুলার বলের মতো খরগোশ’ দৌড়ে চলে যায়। ব্রহ্মাণ্ডবৃক্ষের ডালে নিয়ত ঝুলতে থাকে দীর্ঘলাস্য ঘুম। ক্রমহননের পথ পাড়ি দিলে দেখা যায়, ঘাসে ঘাসে সিঁড়ি চলমান। দেখা যায়, পর্বতের ধাপে ধাপে মনুষ্যখুলির ছায়া প্ররোচনা আকারে সাজানো। হাসপাতালে রোগজর্জর এক শিশুর শিয়রে সংখ্যাহীন শাদা বেলুন উপহার পাঠায় চাঁদ। রাত্রির উপসংহার এলিয়ে পড়ে মোরগঝুঁটিতে; সারি সারি স্তম্ভে-শৈলে-ষাঁড়ের ককুদে রুপোলি শরবতসহ ঝাঁকে ঝাঁকে পরি এসে নামে। আবার কখনো-বা শাদাফেন-তাঁবু ফেলে মুখশ্রী ও ময়ূর পালিয়ে যায় ভয়ে।

এভাবে আধো-বাস্তব আর আপাত-বাস্তবের বিচিত্র লোধ্ররেণু পলে পলে উঁকি দ্যায়, অগোচরে ওড়ে; অন্যদিকে, চিতা ও হায়েনাদের শ্যেন চোখ এড়িয়ে মৃত্যু-মশগুল শব্দহীন উপত্যকার সানুদেশে এক অপ্রকাশ্য হ্রদে জল খেতে নামে পিপাসার্ত আলাভোলা সরল জেব্রা।

আমরা বুঝতে পারি, আমাদের চারপাশে, আমাদের অলক্ষে-অগোচরে সাজানো হচ্ছে এক হননব্যূহ; যাতে আমরা চিরকালের মতন আটকা পড়েছি। যেখানে ‘ব্যারেলে গুলির মতো শকুনিমামার হাসি বন্ধুগণ রেখেছে প্রস্তুত’!

অযোনিসম্ভূত এই উপহার
কালো কালো অক্ষরের ছাঁচ !!

03/02/2023

৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা থেকে অমর একুশে বইমেলায় চৈতন্য প্রকাশনীর ৪৭-৪৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে এ-বছর বৈতরণী থেকে প্রকাশিত নতুন বই : চঞ্চল আশরাফের স্মৃতিগ্রন্থ “আমার হুমায়ুন আজাদ”
--------------------------
বইয়ের ব্যাক-কভার থেকে
--------------------------
হুমায়ুন আজাদের ছাত্র ছিলেন চঞ্চল আশরাফ। অনেকের চেয়ে একটু বেশিই ছিলেন; সাহিত্যিক হিসেবে খুব বেশি দিন তাঁর সঙ্গী ছিলেন না, তবে যতটা ছিলেন, আদায় করেছেন তার চেয়ে বেশি।

হুমায়ুন আজাদ মানে একটা সত্তাসময়; বাংলাদেশের চিন্তা ও সৃষ্টিশীলতার একটা কালপর্ব, বারবার স্পন্দিত হওয়াই এর ধর্ম। ২০০৪ খ্রিস্টাব্দে সেই স্পন্দন থেমে যায়। তার পর থেকে আমাদের চিন্তা ও সৃষ্টির জগতে কোনো আলোড়ন নেই, বিতর্ক নেই।

কিন্তু স্মৃতি আছে। আনন্দ ও যন্ত্রণার, তর্ক ও সহমতের, মমতা ও বিরক্তির; তবে শেষ পর্যন্ত সবই মূল্যবান ও সুন্দর। সেই অমূল্য সুন্দরের প্রতিভাস মিলেছে চঞ্চল আশরাফের স্মৃতিগ্রন্থ আমার হুমায়ুন আজাদ-এর পৃষ্ঠার পর পৃষ্ঠায়।

03/02/2023

৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা থেকে অমর একুশে বইমেলায় চৈতন্য প্রকাশনীর ৪৭-৪৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে এ-বছর বৈতরণী থেকে প্রকাশিত নতুন বই : কাজল শাহনেওয়াজের প্রথম কবিতাবই “জলমগ্ন পাঠশালা”
---------------------------
বইয়ের ব্যাক-কভার থেকে
---------------------------
ভালোবাসার গান আর আর্তনাদের গণিত এই কবিতাগুলো। আগের দশকগুলির কবিতা থেকে সম্পূর্ণ ভিন্ন; নির্মাণে অগণতান্ত্রিক, বিষয়বস্তুতে অসাধারণ।

উপমাই গণিত, বিষয়বস্তু—উপমাত্তোর কমিটমেন্ট: জলমগ্ন পাঠশালার সন্ধান এই পথ ধরেই। এক মুগ্ধ দৃষ্টি প্রকৃতি ও প্রযুক্তির অগ্রগামিতায়। এই দশকের (গত শতকের আশির দশক) ড্রাগ, রাজনৈতিক যৌনতা, ব্যক্তিমানুষের স্থবিরতা, স্বপ্নের আকাশ, বিজ্ঞানের চোখ, ভালোবাসার লিঙ্গ, আঙ্গিকের কলকব্জা থেকে নিক্ষিপ্ত হয়েছে অমোঘ কবিতা যাতে উভচর বৃষ্টি নামলে টেররেরও বুক কাঁপে, অ্যাডিক্ট-এর হাত থেকে খসে পড়ে সিরিঞ্জ।

এই কবিতাগুলো হয়তো আমাদের সকলের আশা ও হতাশার।

বলাতো যায় না কখন কী ঘটে যায়!

31/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #কবিতাগ্রন্থ #শতাব্দী_জাহিদ

30/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #কবিতাসংকলন #দ্বিতীয়_দশক #অদ্বিতীয়

30/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #কবিতাগ্রন্থ #মাহবুব_কবির

30/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #কবিতাগ্রন্থ োই

30/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #কবিতাগ্রন্থ #রহিমা_আফরোজ_মুন্নী

30/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #মনস্তাত্ত্বিক #আত্মহত্যা #দেবদুলাল_মুন্না

30/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #উপন্যাস #রহিমা_আফরোজ_মুন্নী

30/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #কবিতাগ্রন্থ #রোজেন_হাসান

30/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #কবিতাগ্রন্থ #মাহী_ফ্লোরা

30/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #কবিতাগ্রন্থ #তামিম_ইয়ামীন

30/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #কবিতাগ্রন্থ #সানজিদা_আমীর_ইনিসী

30/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #গল্পগ্রন্থ #মেহেদী_উল্লাহ

30/01/2023

#বইমেলা_২০২৩ #বৈতরণী #কবিতাগ্রন্থ #তানিম_জাবের

29/01/2023

বইমেলা উপলক্ষে আমরা প্রকাশ করতে যাচ্ছি বেশ কয়েকটি কবিতাবই। প্রকাশিতব্য বইগুলো থেকে নির্বাচিত কবিতা-১

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

House/151, 1st Floor (1/B), Lake Circus, Kalabagan, Dhaka 1205
Dhaka
1215

Other Dhaka media companies (show all)
BORSHADUPUR BORSHADUPUR
9, Banglabazar
Dhaka, 1100

বইয়ের বিকল্প শুধুই বই

এক রঙা এক ঘুড়ি প্রকাশনী এক রঙা এক ঘুড়ি প্রকাশনী
32/2 Shukrabad
Dhaka, 1207

এক রঙা এক ঘুড়ি প্রকাশনী'র অফিসিয়াল ফ্য

নিকোটিন-Dhowaツ নিকোটিন-Dhowaツ
Dhaka, 1204

পেজটি ভালো লাগলে অবস্যই পাশে থাকবেন।

Shikha Prokashoni Shikha Prokashoni
Banglabazer
Dhaka, 1100

A Trusted Publication Of Creative Books

𝓢𝓱𝓪𝓱𝓪𝓷𝓪𝓳 𝓐𝓯𝓻𝓾𝔃/彡 𝓢𝓱𝓪𝓱𝓪𝓷𝓪𝓳 𝓐𝓯𝓻𝓾𝔃/彡
Dhaka

পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।।

Ronger Dhara Cadete Academy, Mymensingh Ronger Dhara Cadete Academy, Mymensingh
ময়মনসিংহ
Dhaka, 51526616

জ্ঞানের রাজ্যে তোমাকে স্বাগতম ❤️🇧🇩 জ্ঞান অর্জন কর,,, সেবা প্রদান কর,,,

𝑺𝒐𝒓𝒓𝒚 𝑺𝒐𝒓𝒓𝒚
Dhaka

シ︎㋛︎স্বার্থ❥︎শেষ, সম্পর্কও💔শেষ এটাই❥︎বাস্তবতা!

Lamp post Lamp post
Dhaka, 1206

all

B L O C K. B L O C K.
Bauphal.
Dhaka, ARFANAHMEDARIF

Arfan Ahmed Arif

Muslim UMMAH Muslim UMMAH
Dhaka

As Salamu'Alaikum!

সংহতি প্রকাশন-Samhati Publications সংহতি প্রকাশন-Samhati Publications
Room# 305, Rose View Plaza(2nd Floor), 185 Biruttam C. R. Dutta Road, Hatirpul
Dhaka, 1205

সংহতি প্রকাশন ২০০৭ সালে প্রতিষ্ঠিত।

Boibinimoy.com - বইবিনিময়.কম Boibinimoy.com - বইবিনিময়.কম
Uttara
Dhaka, 1230

মাত্র ১-৯% পাওয়া যাবে সব বই, কেননা এসে গ?