BD VAT Consultancy
Nearby finance companies
Dhaka
Culvert Road
1349
You may also like
Professional VAT Consultant
Certified by National Board of Revenue
মা-এ শব্দটির চেয়ে আপন শব্দ আর নেই পৃথিবীতে। জন্মের পর মানুষের মুখে এ শব্দই বেশি উচ্চারিত হয়। প্রতিবছর, মে মাসের দ্বিতীয় রবিবার 'বিশ্ব মা দিবস' পালিত হয়। এ বছর ১২ মে পালিত হচ্ছে দিনটি। প্রিয় পাঠক, আজকের দিনটি আপনার মায়ের জন্য বিশেষ কিছু করুন, প্রকাশ করুন মায়ের প্রতি ভালবাসা।
আজ মহান মে দিবস
সকল কর্মজীবীর কর্মসংস্থান হোক নিরাপদ
শুভ বাংলা নববর্ষ ১৪৩১
Eid Mubarak
মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় এবাদত-বন্দেগি করে থাকেন।
মসজিদে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করা এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জন করা ও নিজের আত্মার আকুতি দয়াময় আল্লাহর দরবারে পেশ করাই যেন এ দিনে সব মুসলমানের পরম আগ্রহের বিষয় হয়
সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা
BD VAT Consultancy
মোবারক হো মাহে রমাদান
তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী
আমার শহীদ ভায়ের আত্মা ডাকে
জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা
১৯৫২ সালের ফেব্রুয়ারিতে মাতৃভাষা বাংলা কে রাষ্ট্র ভাষা করার দাবীতে যারা জীবন দিয়েছেন - সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
অমর একুশের চেতনা ধারণ করে বাংলাদেশের সমৃদ্ধিতে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে লাখো বাঙালি-বাংলাদেশী তথা বাংলা ভাষাভাষী মানুষ।
"আসুন সময়মতো ভ্যাট পরিশোধ করি,
সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।"
সিপাহি/অফিস সহকারী হতে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি সংক্রান্ত পরীক্ষার সময়সূচি
আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস
স্বাগত ২০২৪!
সবাইকে জানাই ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আসছে বছরটি যেন আমাদের সবার জন্য বয়ে নিয়ে আসে অনাবিল আনন্দ ও সমৃদ্ধি। পরিবারের সবাইকে নিয়ে ভাল থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন এই প্রত্যাশায় সবাইকে আবারো জানাই ইংরেজি নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা।
পরম শ্রদ্ধা জানাই তাদের প্রতি, যারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে আমাদেরকে এই সুন্দর দেশ উপহার দিয়েছেন
জাতীয় ভ্যাট দিবসের ইতিহাস
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
১৯৯১ সালে বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু করা হয়। শুরুর দিকে এই কর ব্যবস্থা তেমন জনপ্রিয় না হলেও ধীরে ধীরে এটি জনপ্রিয়তা লাভ করে। তখন ভ্যাট নিয়ে মিডিয়াতে কোন ধরণের প্রচার প্রচারণাও ছিল না। আইন বিষয়ে করদাতাদের সচেতনতা বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে কিছু পুস্তিকা প্রকাশ করা হয়েছিল। এসব পুস্তিকা কর্মকর্তা কর্মচারিদের বাইরে অল্প সংখ্যক করদাতার হাতে পৌছে। ২০০৮ সালে জাতীয় রাজস্ব বোর্ড সারা দেশে ঘটা করে আয়কর মেলা ও আয়কর দিবস উদযাপনের উদ্যোগ নেয়। এই আয়োজন করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। করদাতারা ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে আয়কর বিষয়ে জানার কৌতুহল ও সচেতনতা তৈরি হয়। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে ২০১০ সালে জাতীয় রাজস্ব বোর্ডের মূসক অনুবিভাগের এক অনানুষ্ঠানিক সভায় তৎকালীন প্রথম সচিব [বর্তমানে সম্মানিত সদস্য (মূসক নিরীক্ষা)] ড. সহিদুল ইসলাম জাতীয় পর্যায়ে মূসক দিবস পালনের প্রস্তাব করেন। তখন দ্বিতীয় সচিব হিসেবে আমি তাঁর সঙ্গে কাজ করি। কোন তারিখে এটি পালন করা যায়, এই প্রশ্ন আসলে আমি ১০ জুলাই তারিখ প্রস্তাব করি। কারণ, ১০ জুলাই ১৯৯১ তারিখে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে মূল্য সংযোজন কর আইন ১৯৯১ কার্যকর হয়। তৎকালীন চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন স্যার মূসক দিবস পালনের ধারণা খুবই পছন্দ করেন এবং সার সংক্ষেপ তৈরি করার নির্দেশ দেন। প্রথম সচিব সহিদ স্যারের পরামর্শ অনুযায়ী আমি ক্যাবিনেটে এই দিবস পালনের অনুমোদন গ্রহণের লক্ষ্যে সার সংক্ষেপ তৈরি করি।নভেম্বর মাসে এই প্রস্তাব ক্যাবিনেটে অনুমোদিত হয় এবং ২০১১ সালের ১০ জুলাই প্রথমবারের মত সারা দেশে জাতীয় মূসক দিবস পালিত হয়। মূসক দিবস উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, ব্যানার, ফেস্টুন, পোস্টার, টিভিসি, গান, নাটিকা ইত্যাদির মাধ্যমে মূসক বা ভ্যাট বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণার উদ্যোগ নেয়া হয়। ভ্যাট বিষয়ে জনগণের আগ্রহ কৌতুহল বৃদ্ধি পায়। বিশেষত: ভ্যাট চালানপত্র নেয়ার ব্যাপারে ভোক্তাদের সচেতনতা আগের চেয়ে অনেকাংশেই বৃদ্ধি পায়। ভোক্তাগণ যেন চালানপত্র নিতে উৎসাহিত হয় এজন্য এ বছর জাতীয় ভ্যাট দিবসের মূল থিম বা স্লোগান নির্বাচিত হয়েছে, “আমার ভ্যাট আমি দেবো, কেনার সময় চালান নেবো।” ২০১৫ সালে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে অনেকগুলো স্লোগানের সাথে এই স্লোগানটিও আমি তৈরি করি। সে সময় এই স্লোগানটি দিয়ে ফটো মেসেজ তৈরি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা উত্তর এর ফেসবুক পেইজে প্রকাশ করি (পোস্টের লিঙ্ক প্রথম কমেন্টে)।
১০ জুলাই তারিখে মূসক দিবস পালনে দুটি সমস্যা দেখা দেয়। (১) এ সময়ে বর্ষা থাকায় শোভাযাত্রাসহ অনেক কর্মসূচি পালনে সমস্যা হয়। (২) অর্থবছরের শুরুতেই এই আয়োজন করায় বাজেট বরাদ্দ পাওয়া যায় না। ফলে আগের বছরের বাজেটে আগাম বরাদ্দ নিয়ে আগাম ব্যয় করতে হয়। এর ফলে পিপিআর যথাযথভাবে মেনে ব্যয় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই দুটি কারণে জাতীয় মূসক দিবস ২০১৫ এর আয়োজক কমিটির আহবায়ক মাসুদ সাদিক স্যারের নির্দেশনায় আমি মূসক দিবসের তারিখ পরিবর্তনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনার জন্য স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব তৈরি করি। তখন আমি ঢাকা উত্তর কমিশনারেটের অতিরিক্ত কমিশনার। ১০ ডিসেম্বর জাতীয় মূসক দিবস এবং ১০-১৫ ডিসেম্বর মূসক সপ্তাহ পালনের প্রস্তাব করা হয়। কারণ, মূল্য সংযোজন আইন ১৯৯১ এর পরিবর্তে ২০১২ সালের ১০ ডিসেম্বর জাতীয় সংসদে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ পাস হয়। উত্তর কমিশনারেটের প্রস্তাবের ভিত্তিতে ক্যাবিনেটের অনুমোদনক্রমে ২০১৬ সাল থেকে ১০ ডিসেম্বর তারিখে মূসক দিবস পালন করা হয়।
নতুন আইনের প্রেক্ষাপটে ২০১৬ সালে মূসক দিবস পালনের সময় সারাদেশে কর্মকর্তাদের নিকট থেকে থিম শ্লোগান আহবান করা হয়। আমি ১০টি শ্লোগান দিই। আমার প্রস্তাবিত শ্লোগানগুলির মধ্যে “ ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন” থিম শ্লোগান নির্বাচিত হয়। এই শ্লোগানটি বেশ কয়েক বছর থিম শ্লোগান হিসেবে ব্যবহার করা হয়। এই শ্লোগানটি তৈরির সময় ভ্যাট যে ভোক্তা কর এটিই আমার মাথায় ছিল। ভ্যাট কোন ব্যবসায়ী দেন না। তারা কেবল ক্রেতা বা ভোক্তার কাছ থেকে পণ্য বা সেবার মূল্যের সাথে আদায় করেন। ক্রেতা বা ভোক্তাই হলেন আসল ভ্যাট দাতা। জাতীয় রাজস্ব বোর্ড অভ্যন্তরীন রাজস্বের ৮৫ শতাংশ আহরণ করে, এর মধ্যে ভ্যাট বা মূসকের অবদান ৫৬ শতাংশ। অর্থাৎ উন্নয়নের জন্য যে অর্থ ব্যয় হয়, তার সবচেয়ে বড় যোগানদাতা ভ্যাট।
বর্তমানে বিশ্বের ১৬৬টি দেশে ভ্যাট চালু আছে। কোন কোন দেশে এটি GST বা Goods and Services Tax নামে আদায় করা হয়। ভ্যাট নিয়ে দিবস উদযাপন করা হয় শুধু বাংলাদেশে।
AKM Mahbubur Rahman একেএম মাহবুবুর রহমান
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ৩১/০১/২০২৪ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
BIN নিলে ব্যবসায়ীকে অবশ্যই যা করতে হবে
ব্যবসায়ী কর্তৃক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা-২০১৬ এর আওতায় মূসক নিবন্ধিত হলে অবশ্যই যেসব করনীয় পালন করতে হয় তার অন্যতম হলো মূসক নিবন্ধন নম্বর সম্বলিত সনদপত্র বা BIN (মূসক-২.৩) অবশ্যই নিবন্ধিত ঠিকানায় অবস্থিত অফিসে দৃশ্যমান কোনো স্থানে টাঙ্গিয়ে রাখতে হবে। মূসক নিবন্ধন বা টার্নওভার কর সনদপত্র প্রদর্শন না করিবার ব্যর্থতা বা অনিয়মের জন্য ধারা ৮৫ অনুসারে ১০,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে।
মূসকের আইনের আওতায় নিবন্ধিত / তালিকাভুক্ত ব্যক্তিকে অবশ্যই প্রতি কর মেয়াদের দাখিলপত্র (মূসক-৯.১/ মূসক-৯.২) পরবর্তী কর মেয়াদের ১৫ তারিখের মধ্যে সরাসরি ভ্যাট অফিসে বা অনলাইনে দাখিল করতে হবে। ব্যবসা শুরু হোক বা না হোক, ব্যবসায় করযোগ্য আয় থাকুক বা না থাকুক। দাখিলপত্র পেশ না করিবার ব্যর্থতা বা অনিয়মের জন্য ধারা ৮৫ অনুসারে প্রতি করমেয়াদের দাখিপত্রের জন্য ৫,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৪০ মোতাবেক নিবন্ধিত ব্যক্তি কর্তৃক অবশ্যই ক্রয় হিসাব (মূসক-৬.১) বিক্রয় হিসাব (মূসক-৬.২), ক্রয় বিক্রয় হিসাব (মূসক-৬.২.১), কর চালান পত্র (মূসক-৬.৩) সহ প্রয়োজনীয় হিসাব সঠিকভাবে সংরক্ষন করতে হবে।
এছাড়াও অন্যতম আরেকটি অবশ্য পালনীয় বিষয় হচ্ছে পন্যের বিক্রয় মূল্যের ঘোষনা প্রদান অর্থাৎ উৎপাদ উপকরন সহগ (মূসক-৪.৩) বিভাগীয় দপ্তরে জমাদান। রেয়াতের অন্যতম পূর্বশর্ত এটি।
Mohammad Lalon Babu
NBR Certified Vat Consultant
সহকারী রাজস্ব কর্মকর্তাগণের বদলি আদেশ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Suit No: A-5(A), Rupayan Taj, Plot# 1. 1/1, Nayapaltan
Dhaka
1205
Opening Hours
Monday | 08:00 - 20:00 |
Tuesday | 08:00 - 20:00 |
Wednesday | 08:00 - 20:00 |
Thursday | 08:00 - 20:00 |
Saturday | 09:30 - 20:00 |
Sunday | 08:00 - 20:00 |
Eastern Housing, Pallabi, Mirpur
Dhaka, 1216
Income Tax Consultant, ITP (NBR), MBS (Accounting), Diploma in Secretarial Science.
Basundhora Road
Dhaka
we create your value addition day to day by serving Bangladesh
Zigatola Bus Stand, Dhanmondi 2/A
Dhaka, 1209
Income Tax Chamber Daroga Market, 1st Floor 21/1, Haque Manson, Zigatola Bus Stand, Dhanmondi 2/A
Holy Tower, 273/3-Ga West Agargaon, Sher E Bangla Nagar
Dhaka, 1207
Kamal Uddin & associates does help businesses, organizations, and individuals with legal issues regarding their VAT, Tax, Real estate and Financial planning. That includes helping ...
Ramna
Dhaka
Largest Taxation Network in Bangladesh. Low Cost Better Service.
House 24, Road 130, Gulshan 1
Dhaka, 1212
INCOME TAX, VAT, COMPANY REGISTRATION, TRADE LICENCE, ACCOUNTS & AUDIT, PROJECT PROFILE, LOAN PROCESS
Dhaka
Tripty Shop is an online-based e-commerce platform mainly focusing on baby, healthcare and food prod
8, Tayaba Bhaban, South Kallanpur
Dhaka, 1207
Providing sound Tax & Vat advice to our clients.
SEL Centre (4th Floor), 29 West Panthapath
Dhaka, 1207
BD Tax Lawyer is the best income tax law service in Bangladesh.
Supreme Court Chamber: Hall Room No-01 (1st Floor), Supreme Court Bar Building, Dhaka-1000; Evening Chamber: Section-6, Block-D, Road-5, Plot No-6/1, Mirpur
Dhaka, 1216
Income Tax, Company, Civil & Criminal Law Consultant, (BD Tax information and solutions services)