আয়াতের আব্বু
Nearby media companies
Mohammadpur
Mohammad Por
1207
Mohammadpur
Mohammedpur
Mohammadpur
Mohammadpur
Mohammadpur
1207
1207
1207
Road 04
Mohammed Pur
Muhammad Pur
Digital creator
যে আঁধারের রং নীল। আরিফ আজাদ। কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ।Arif Azad
সম্ভবত মিরপুর ১২ র তারাবীর নামাজ …
SSC result lagbe kar kar
Free te dekhai dibo Marksheet soho
সদ্য বিয়ে দেয়া মেয়ের প্রতি এক মহিলা সাহাবীর উপদেশ
উমামা বিনতে হারেছ (রাদ্বি.) ছিলেন নবীজি (সা.)-এর একজন সাহাবীয়াহ। নিজ মেয়েকে বিয়ে দেবার সময় তাকে এমন কিছু উপদেশ দেন, যা শুধু মেয়ের জন্যই নয়; বরং পরবর্তী সমস্ত নারীর জন্য মাইলফলক হয়ে থাকবে। তিনি মেয়েকে লক্ষ করে বলেন:
"ওহে আমার কলিজার টুকরা মেয়ে! আজ তুমি নিজের মা-বাবা, ভাইবোন, আত্মীয়-স্বজন, বান্ধবী ও প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন হয়ে এমন এক অপরিচিত পরিবেশে, এমন এক অপরিচিত মানুষের কাছে যাচ্ছ, যেখানেই রয়েছে তোমার আসল ঠিকানা। সেই মানুষটাই হবে তোমার প্রকৃত বন্ধু, সাথী ও কল্যাণকামী। হ্যা, তুমি ওখানকার আচার-আচরণ ও পরিবেশ সম্পর্কে মোটেও অবগত নও। তবে তুমি যদি স্বামীর দাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পার, তবে দেখবে সেও তোমার দাসে পরিণত হয়েছে।
এই মূহুর্তে আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি। আল্লাহ চাহে তো এগুলো তোমার জীবনের সাফল্য এবং সুখি দাম্পত্য জীবনের জন্য পাথেয় হবে:
[এক] স্বামীর প্রতি বিনীত থাকবে এবং অল্পতেই তার ওপর সন্তুষ্ট হবে।
[দুই] ভালোভাবে তার কথা শুনবে ও মানবে।
[তিন] তার চোখ-নাকের পছন্দের প্রতি লক্ষ রাখবে। তোমাকে যেন কখনো খারাপ দৃশ্যে সে না দেখে এবং তোমার নিকট থেকে কখনো যেন সর্বোত্তম সুগন্ধি ছাড়া অন্য কিছু না পায়।
[চার] তার খাওয়া দাওয়া ও নিদ্রার বিষয়ে বিশেষ খেয়াল রাখবে। কেননা ক্ষুধা ও অনিদ্রা মানুষকে বদমেজাজী ও ক্রোধান্বিত করে তোলে।
[পাঁচ] তার ধন-সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। হিসাবের সাথে পরিমাণ মতো তার সম্পদ খরচ করবে।
[ছয়] তার পরিবার-পরিজনের দেখাশোনা করবে। উত্তমভাবে মনযোগ সহকারে তার সন্তান-সন্তুতিকে লালন-পালন করবে।
[সাত] তার কোনো গোপন বিষয় ফাঁস করবে না ও তার নাফারমানী করবে না। কেননা তার গোপন তথ্য ফাঁস করে দিলে একদিন সে তোমাকে ধোঁকা দিবে। অবাধ্য হলে তার বুকে আগুন জ্বলবে, সে ক্রোধান্বিত হবে।
[আট] যে পর্যন্ত তার (হালাল) সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির ওপর স্থান না দিচ্ছ এবং তার (হালাল)পছন্দ-অপছন্দকে নিজের পছন্দ-অপছন্দের ওপর স্থান না দিচ্ছ, তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবে না।
আবদুল্লাহ আল-কাফী আল-মাদানীর রচিত 'জান্নাতী রমণী' বই থেকে।
জান্নাতী রমণীদের এরকম আরও বৈশিষ্ট্য জানতে আজই বইটি সংগ্রহ করুন!
লিংক কমেন্টে।
গভীর রাতে মেয়েটা ঘুম থেকে উঠে খাবার গরম করে বাচ্চাটাকে খাওয়ায়।
সকালের সব কাজ শেষে, বাড়ি ক্লিন করা। বাচ্চার এলোমেলো করে রাখা ঘর ঠিক করা।
এসব কি কি করতে করতেই যেন দুপুর হয়।
সবার যত গুলি কাপড় ধোয়া লাগে না, বাচ্চার ই তার বেশি কাপড় ধুতে হয়।
বাচ্চার ঘুমে থাকার সময়টায় দ্রুত গোসল ও যা কাজ থাকে মেয়েটা করে নেয়। গোসলে গিয়েও মাঝে মাঝে চুপ করে কান পেতে শোনে, বাচ্চা ঘুম থেকে উঠে কান্না করছে কিনা।
এত ক্লান্ত শরীরে যখন দুপুরে ঘুমাতে ইচ্ছা করে তখন বাচ্চা জেগে উঠে। তাকে খাওয়াতে হয়।
আবার ঘর - বিছানা এলোমেলো খেলনা দিয়ে।
এটাই মায়েদের জীবন। ক্লান্ত শরীর, ঘুম কম হওয়া চোখ। নিজেকে নিয়ে ভাবার সময় নাই, যতদিন না বাচ্চাটা একটু বড় হচ্ছে।
Babuni Group
যদি কেউ শিশুদের এই পাঁচটি গুন নিজের মধ্যে আয়ত্ব করতে পারে তাহলে সে ব্যক্তি সাধারন বান্দা থেকে আল্লাহর বন্ধুতে রুপান্তরিত হতে পারবে।
১. শিশুরা কখনও তাদের রিযিক নিয়ে চিন্তা করে না ।
২. অসুস্থ হলে কারো বিরুদ্ধে অভিযোগ করেনা ।
৩. তারা ভাগাভাগি করে খাবার খেতে পছন্দ করে ।
৪. কারো সাথে ঝগড়া হলে পরক্ষনেই তা ভুলে যায়।
৫. সামান্য ধমকেই তাদের অন্তর বিগলিত হয়ে চক্ষু বেয়ে অশ্রু ঝরতে থাকে ।
- ইমাম গাযযালী (রহ:)
আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০ টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই। সারাদিন ব্যাস্ত দুনিয়ার পেছনে। একদিন তার অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তার এক কর্মচারী আসল। তার কোন কারণে কিছু টাকার দরকার। সে ইনিয়ে বিনিয়ে বলল, সে অত্যন্ত অভাবি ব্যক্তি, তাকে সাহায্য করার জন্য।
আমার বন্ধু হেসে বলল ''যদি অভাবের কথাই বলতে হয়, এই পুরো অফিসে আমার চেয়ে অভাবি আর কেউ নেই। আমরা একটু থতমত হয়ে গেলাম। আমি বললাম 'আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তার বেশি আছে।'
সে বলল তোদের একটা গল্প শুনাই। তাহলেই আমার অভাবের রহস্য বুঝবি।
এক বিশাল ব্যবসায়ি, তার সবই আছে খালি শান্তি নেই। খালি হাহাকার আর টেনশান। চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই। সে একদিন দেখল তার অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাচ্ছে।
সে পিয়নকে দেকে বলল এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ, তোমার মনে কি কোন দুঃখ নেই, কোন হতাশা নেই?।
পিয়ন বলে না, হতাশা কেন থাকবে স্যার, আপনি যা বেতন দেন তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালই চলে যায়। আল্লাহর রহমতে কোন অভাব নেই।
ব্যবসায়ি তো আরো টেনশানে পড়ে গেলেন। ওনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই, আর ওই লোককে আমি সামান্য কয়টা বেতন দেই, সে আছে মহা সুখে, এর রহ্স্যটা কি?
ম্যানেজার বলল , রহস্য বললে বুঝবেননা। সত্যিই যদি বুঝতে চান তাহলে, ওই পিয়নকে প্রমোশান দিয়ে একটা বড় পোস্টে দিন। আর তাকে ১০ লক্ষ টাকা দিয়ে দিন। এরপর দেখুন।
ব্যবসায়ি তাই করল। এতোগুলো টাকা, আর এতবড় চাকরি, পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা। বাসায়ও সবাই খুশি। যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখন তো আর টিনের ঘরে থাকা যায়না। কলিগরা কি মনে করবে।
প্রথমেই বাসা পরিবর্তন করে আরেকটু অভিজাত এলাকায় এপার্টমেন্টে উঠলো। দেখল, বিল্ডিং এর সবাই সন্তানকে বড় স্কুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলও চেঞ্জ করতে হল। কিছুদিন পড় বউ ঘ্যনঘ্যন শুরু করলো সবার বাসায় কত দামি আসবাব, ফ্রিজ, টিভি, আর আমাদের বাসায় কিচ্ছু নেই। ওগুলোও কিনতে হোল। এরপর শুরু হোল বাচ্চার প্রাইভেট টিউশান, নানা রকম দাবি দাবা। আগে ঈদে একজোড়া জুতা পেয়েই সবাই কত খুশি হত, আর এখন প্রতি মাসে একজোড়া দিলেও তৃপ্তি নেই।
যেহেতু সে এখন বড় চাকরি করে , পরিবারের সবার তাঁর কাছে প্রত্যশাও অনেক। সাধ্যমত চেষ্টা করে, তাও সবার চাহিদা মেটাতে পারেনা। আত্মীয় স্বজন বন্ধু গন তাকে অহংকারি ভেবে দুরে সরে গেলো।
এদিকে অফিসের সবাই ফ্ল্যাট/ প্লট এ বুকিং দিচ্ছে। বৌ সারাদিন বাসায় খোটা দেয় , তোমাকে দিয়ে কিছুই হবেনা। ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। সে চাকরির ফাকে একটা দুইটা টিউশানি করা শুরু করলো। তাতেও কিছু হয়না। নানাবিধ টেনশান আর দুশ্চিন্তায় তারো মাথার চুল আসতে আসতে কমতে লাগলো।
ব্যবসায়ি লক্ষ্য করলেন ব্যপারটা। উনি বললেন কি ব্যপার , তোমাকে এতো বড় প্রমোশান দিলাম, এতো টাকা দিলাম, আর এখন দেখি তুমি আগের মত আর প্রাণবন্ত নেই। ঘটনা কি?
সে বলল স্যার , কিছু দুনিয়াবি সম্পদ দিয়েছেন, কিন্তু তার সাথে যে এতো চাহিদা আর অভাব আসবে তাতো আর বুঝিনি। আগে আমার কিছুই ছিলনা, অভাবও ছিলনা। আর এখন যেদিকেই তাকাই , খালি নাই আর নাই। আগে আমার অভাব পড়লেও সেটা ছিল এক দুই হাজারের ব্যপার। কোন ভাবে মেটান যেত। আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার। এটা কিভাবে মেটাবো সে চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসেনা স্যার।
ব্যবসায়ি বলল, এতদিনে বুঝলাম, আমার মুল অসুখ। এক টাকার সম্পদের সাথে ২ টাকার অভাব আসে। যতই দুনিয়ার পিছনে ছুটি কবরের মাটি ছাড়া এই অভাব আর অন্য কিছু দিয়েই পূর্ণ হবেনা।
---------------------------------------------------
আদম সন্তানের যদি স্বর্ণে পরিপূর্ণ একটি উপত্যকা থাকে, তবে সে (তাতে সন্তুষ্ট হবে না, বরং) আরেকটি উপত্যকা কামনা করবে । তার মুখ তো (কবরের) মাটি ছাড়া অন্য কিছু দ্বারা ভর্তি করা সম্ভব নয় । যে আল্লাহর দিকে রুজু করে আল্লাহ তার তওবা কবূল করেন - [বুখারী]
-
অর্থের কি অর্থ?
এক পর্যটক একদিন এমন একটি শহরে বেড়াতে এলেন, যেখানে পুরো শহরটি ধার-দেনায় ডুবে ছিল। তো পর্যটক ভদ্রলোক ৫০০ টাকার একটি নোট হোটেলের কাউন্টারে দিয়ে বললেনঃ আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি। দেখি কামরা পছন্দ হয় কি না।
হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘিওয়ালার নিকট দৌড়োলেন। তাকে ৫০০ টাকা দিয়ে পুরোনো হিসাব মিটিয়ে দিলেন।
ঘিওয়ালা টাকা হাতে পেয়ে দৌড়ালেন দুধওয়ালার কাছে। আর পৌঁছে ৫০০ টাকা দিয়ে তার হিসাব চুকিয়ে দিলেন।
দুধওয়ালা গেলেন গাইওয়ালার নিকট। তাকে ৫০০ টাকা দিয়ে তার ধার শোধ করে দিলেন।
গাইওয়ালা দৌড়ে গেলেন ঘাসওয়ালার কাছে। ৫০০ টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিলেন।
ঘাসওয়ালা টাকা হাতে আসতেই ওই হোটেলে দৌড়ে এলেন। ওখানে তিনি মাঝে মাঝে ধারে খাবার খেতেন। হোটেলের মালিককে সেই ৫০০ টাকা দিয়ে তিনি হাঁফ ছাড়লেন।
কিছুক্ষণ পরে পর্যটক ভদ্রলোক ফেরত এলেন। তিনি ৫০০ টাকার নোটটি চাইলেন আর বললেন সরি, কোনো রুম পছন্দ হল না !
না কেউ কিছু নিল, না কেউ কিছু দিল। অথচ সবারই হিসাব চুকে গেল!
গোলমালটা কোথায় ?
আসলে কোথাও কোনো গোলমাল নেই। সবারই ভুল ধারণা হল “টাকা আমার”। কিন্তু বাস্তবতা হচ্ছে, পৃথিবীতে খালি হাতে এসেছেন; খালি হাতেই ফিরে যেতে হবে।
(সংগৃহীত এবং সংক্ষেপিত)
১। অলসতা
২। অতিরিক্ত চিন্তা করা।
৩।হস্তমৈথুন
৪। একদম শেষ মুহুর্তে কোন কাজ শেষ করার প্রবণতা।
৫। কমফোর্ট জোন থেকে বের না হওয়া অর্থাৎ সবসময় নিজের স্বাচ্ছন্দ্যের জগতে বাস করা।
৬। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। এগুলো সবসময় এমন কিছুই পোস্ট করবে, যা আপনার মনযোগ আকর্ষণ করবে। কারণ তাদের আয় আসেই আপনার থেকে।
৭। পর্ণ এবং এ জাতীয় ওয়েব সিরিজ দেখা। আপনার মন-মস্তিষ্ককে গর্হিত জিনিস খাওয়ানো থেকে বিরত থাকুন। এগুলো আপনার ক্যারিয়ারে নানামুখী সমস্যার জন্ম দিবে।
৮। আবেগগুলোকে চাপানোর চেষ্টা করবেন না। নিজের আবেগগুলোকে ভুলভাবে সামলানোর বা চাপানোর চেষ্টা করলে কখনো বেড়ে উঠতে পারবেন না।
৯। অতীতকে নিয়ে পড়ে থাকা। যা যাওয়ার তা গেছে।
সামনে এগিয়ে চলুন।
১০। সোশ্যাল মিডিয়াগুলোতে বাজে মন্তব্য করা। এখনকার সময়ে সবকিছুই ট্র্যাক করা যায়। এমনকি যদি আপনি ফেক অ্যাকাউন্টও ব্যবহার করে থাকেন তবুও আপনার আইপি (Internet Protocol Address) দিয়ে আপনার কার্যক্রম ট্র্যাক করা সম্ভব। আপনি যখন কোনো কোম্পানির ভালো পদে যাবেন তখন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোও বিশ্লেষণ করা হতে পারে।
১১। আপনার জন্য প্রযোজ্য নয় বা উপযোগী এমন কাজে নিজেকে জড়িয়ে ফেলা।
১২। ভুল মানুষগুলোর কাছ থেকে অতিরিক্ত এবং অবাস্তব আশা রাখা।
১৩। সবসময় "হ্যাঁ" বলা।
১৪। অতিরিক্ত সবকিছুই অপচয় ও ক্ষতিকর। কোনোকিছুই সীমার অতিরিক্ত করবেন না। উচ্চাভিলাসী হওয়া বা সবসময়ই পজিটিভ থাকাটা আপনার ক্যারিয়ারে কোনোই কাজে আসবে না। অল্পে তুষ্টি অর্জন করুন এবং এমন লক্ষ্য নির্ধারণ করুন, যা আপনার সীমার মধ্যে।
১৫। পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকা।
১৬। আসক্তি (সোশ্যাল মিডিয়া, মাদক দ্রব্য ইত্যাদি)
১৭। অন্যের কথা দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা।
১৮। অন্যদের সাথে নিজেকে তুলনা করা।
১৯। অন্যের সমালোচনা করা এবং অন্যের সফলতায় হিংসাপ্রবণ হওয়া।
২০। কারমার (কর্মফলের) ব্যাপারে উদাসীন হওয়া। আজ মানসিকতা বা কাজে কর্মে যা লালন করবেন, তা একদিন ফিরে আসবেই এবং তার প্রতিদান একদিন পাবেনই।
২১। অতিরিক্ত খরচের প্রবণতা বা বেহিসাবি হওয়া।
২২। নিজের মা বাবার থেকে আরো বেশি কিছু পাবার আশা করা। এমন চিন্তার প্রবণতা যে, যদি তাদের আয় আরেকটু বেশি হতো, হয়তো আমার জীবন এমন হতো না।
শুনুন, এবার আপনার পালা তাদের ঋণ শোধ করবার। তারা হয়তো তাদের প্রিয়জনের সাথে দামি দামি জিনিসে ব্যয় করে অনেক আয়েশে জীবনযাপন করতে পারতেন। কিন্তু তারা তা না করে আপনার পিছনে খরচ করেছেন। তাদের সম্মান করুন।
আরেকটি কথা বলে শেষ করতে চাই,
"নিজের সাথে সৎ থাকুন। আপনার সীমাবদ্ধতাগুলোর ব্যাপারে কথা বলা, দুঃখ পাওয়া বন্ধ করুন। নিজের জীবনের ব্যাপারে নিজে দায়িত্ব নিতে শুরু করুন, আর তখনই কেবল আপনি আপনার জীবনের ব্যর্থতাগুলো সফলতায় ঢেকে দিতে পারবেন।"
আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য লেখক ও অনুবাদকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা আপনার জন্য।
~ কোরা
Clear Concept Family
♥শিশু সম্পর্কে মনোবিজ্ঞানীরা বলেন♥
১. যে শিশু উপহাস নিয়ে বাঁচে, সে ভীরু
হয়ে বড় হয়।
২. যে শিশু সমালোচনার মধ্যে বড় হয়, সে শুধু নিন্দা করতে শেখে।
৩. যে শিশু সন্দেহের মধ্যে বড় হয়, সে
প্রতারণা করতে শেখে।
৪. যে শিশু বিরোধিতার মধ্যে বড় হয়, সে
শত্রুতা করতে শেখে।
৫. যে শিশু স্নেহের মধ্যে বড় হয়, সে
ভালবাসতে শেখে।
৬. যে শিশু উৎসাহ পেয়ে বড় হয়, সে
আত্মবিশ্বাসী হয়।
৭. যে শিশু সত্যের মধ্যে বড় হয়, সে সুবিচার করতে শেখে।
৮. যে শিশু প্রশংসার মধ্যে বড় হয়, সে
অন্যদের গুণ ধারণ করতে শেখে।
৯. যে শিশু ভাগ করে খাওয়ায় অভ্যস্ত হয়,
সে সুবিবেচক হয়।
১০. যে শিশু ধৈর্যের মধ্যে বড় হয়, সে
সহনশীল হয়।
১১. যে শিশু সুখী পরিবেশে বড় হয়, সে
ভালোবাসা ও সৌন্দর্য শেখে।
Collected
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Mohammadpur
Dhaka
1207
Ground Floor, House # 302 Road # 4, Baridhara DOHS
Dhaka, 1212
Complete web solutions including domain, hosting, design, development & digital asset management.
Dhanmondi
Dhaka
HI, I am Lihan. like to make friends...love to traval and ride motorcycle also make moto vlog....
All The Funny Turn
Dhaka
This is all about fun. We are gathering all the funny moments of life....
Cricket@BD24/7
Dhaka
This page was created long ago for no reason & its still looking for its Path ? Let's give it one :)
Haragach, Rangpur. Bangladesh
Dhaka
ব্যার্থতা একটা পরিক্ষা মাত্র। শক্তি রেখে যারা চলে, তারা কখনো হারে না। আল্লাহ ভরসা❤️
Dhaka
"দুনিয়াতে আপনি আল্লাহকে খুশি করতে এসেছেন মানুষকে নয়।" ~ ড. বিলাল ফিলিপ্স হাফিজাহুল্লাহ