রহমানি এগ্রো শপ

ঘি, মধু, তেল, গুঁড়া মসলা, ভেষজ উপাদান এবং সিজনাল পণ্য সংগ্রহকারী, প্রস্তুতকারক ও বিক্রেতা।

Photos from রহমানি এগ্রো শপ's post 19/11/2023

নারিকেল তেলের গায়ে শীতের প্রভাব পড়তে শুরু করেছে।

18/11/2023

আলহামদুলিল্লাহ।

04/11/2023

খেজুরের গুড় সমাচার
ধারাবাহিক পর্ব ২
ভেজালমুক্ত গুড় কিভাবে চিনব?

অনেকেই জানতে চেয়েছেন ভেজালমুক্ত খেজুরের গুড় চিনব কিভাবে
নিম্নে ভেজালমুক্ত খেজুরের গুড় চিনার কয়েকটি লক্ষণ দেওয়া হল

১। খেজুরের গুড় দেখতে টকটকে লাল হবে না।
২। পাটালি গুড় নরম হবে আঙ্গুল দিয়ে চাপ দিলে ভেঙ্গে যাবে।
৩। খেজুরের গুড়ে ঘ্রাণ থাকবে।
৪। খেজুরের গুড় বেশি দিন রাখলে ফাঙ্গাস দেখা দিবে।
৫। আঙ্গুল দিয়ে ঘষা দিলে আস্তে আস্তে মিহি হয়ে যাবে।

এই সকল লক্ষণ গুলো দেখে ভেজালমুক্ত গুড় চিনতে পারবেন।
প্রকৃতিতে শীতের আমেজ আসতে শুরু করেছে।
বিশেষ করে উত্তর অঞ্চলে। শীতকালীন বিভিন্ন পণ্যের মধ্যে খেজুরের গুড় অন্যতম। ইনশাআল্লাহ বিগত বছরের ন্যায় এবছরও রহমানি শপে খেজুরের গুড় পাবেন। ভালো মানের পণ্য সরবরাহ করতে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।

25/10/2023

খেজুরের গুড় সমাচার
ধারাবাহিক পর্ব ১

কবে থেকে খেজুরের গুড় পাওয়া যাবে?

প্রকৃতিতে শীতের আমেজ আসতে শুরু করেছে।
বিশেষ করে উত্তর অঞ্চলে। শীতকালীন বিভিন্ন পণ্যের মধ্যে খেজুরের গুড় অন্যতম। ইনশাআল্লাহ বিগত বছরের ন্যায় এবছরও রহমানি শপে খেজুরের গুড় পাবেন।

অনেকেই জানতে চেয়েছেন কবে থেকে গুড় পাওয়া যাবে?

শীতকালে আমরা খেজুরের গুড় খাওয়ার জন্য সবাই আগ্রহে অপেক্ষা করি। তবে কিছু অসাধু ব্যবসায়ী সিজিনের আগেই ভেজাল গুড় সেল করতে পারে তাই প্রকৃত পক্ষে আমাদের কে সঠিক সময় জানতে হবে।

সাধারণত শীতের উপর নির্ভর করে খেজুর গাছে রস আসা না আসা তবে বাংলা কার্তিক মাসের শেষে ইংরেজী নভেম্বর মাসের শুরু থেকে রস গাছে পাওয়া যায়। শুরুর দিকের রস গুলো পাতলা থাকায় ভালো
গুড় হয় না। আমরা ভালো কোয়ালিটির রসের জন্য অপেক্ষা করে থাকি। তাতে গুড়ের ঘ্রাণ ও স্বাদ ভালো পাওয়া যায়। বাস্তবতা হলো শীত যত বেশি গুড় স্বাদ তত বেশি হয়ে থাকে।

তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান করছি এবং ভালো মানের পণ্য সরবরাহ করতে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।

19/10/2023

একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি চায়, কিভাবে তার পরিবারের সদস্যদের নিরাপদ এবং মানসম্মত খাদ্য সরবরাহ করে সুস্থ রাখা যায়।
আমাদের মসলা গুলো একদিকে যেমন খাবারের স্বাদ বাড়ায় তেমনি এগুলোর রয়েছে বহুমাত্রিক গুণাবলি যা আমাদের দেহকে সুস্থ রাখতে সহায়তা করে থাকে।
আলহামদুলিল্লাহ আমরা উন্নতমানের কাচামাল সংগ্রহ করে নিজস্ব তত্ত্বাবধানে গুড়া করে আপনাদের কাছে সরবরাহ করে থাকি।

অর্ডার করতে ইনবক্সে মেসেজ অথবা কল করতে পারেন।
01712-668251
আমরা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশঅন ডেলিভারি সুবিধা এবং বিক্রয়োত্তর সেবা। আমাদের পণ্য ব্যবহারে আপনার পছন্দ না হলে পাচ্ছে ১০০% রিটার্ন এন্ড রিফান্ড পলিসি।

আমদের আউটলেটের ঠিকানা
জোড়াকল বাজার, টুটপাড়া, খুলনা।

18/10/2023

চুল পড়া নিয়ে চিন্তিত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। সুন্দর চুল কে না চায়। কিন্তু সুন্দর চুল পেতে হলে অবশ্যই আপনার ব্যবহারিত তেল টাও ভালো হতে হবে।
কাঠের ঘানিতে ভাংগা কোল্ড প্রেস নারিকেল তেল ব্যবহারে আপনার চুল পড়া রোধ, আগা ফাটা রোধ করে সিল্কি ও উজ্জ্বলতা বৃদ্ধি করবে। কোন প্রকার চিটচিটে ভাব হয় না তাই তেল ব্যবহার করে সাচ্ছন্দ্য বোধ করবেন অনায়াসে। আপনার প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে সরাসরি আমাদের আউটলেটে আসুন অথবা হোমডেলিভারির জন্য অর্ডার করুন।
পেজ - রহমানি এগ্রো শপ
জোড়াকল বাজার, টুটপাড়া খুলনা।
01712-668251
বিক্রিত পণ্য ফেরত যোগ্য।

16/10/2023

বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায়, সরিষার তেল ৭০ শতাংশ হৃৎপিণ্ড-জনিত রোগের ঝুঁকি কমায়।

একসময় গ্রামবাংলার একমাত্র ভোজ্যতেল ছিল সরিষার তেল। এর ওষুধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই তেল।

এই তেল অন্ত্রে পাচকরস উৎপাদনে সাহায্য করায় হজমপ্রক্রিয়া দ্রুত হয় এবং সেই সাথে ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে।

"ওমেগা আলফা ৩" ও "ওমেগা আলফা ৬" ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ হওয়ায় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেল বলা হয়।

সরিষার তেল ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, যা হৃদ্​রোগের আশঙ্কা কমিয়ে দেয়।

নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের স্বাস্থ্য-সুরক্ষায় সরিষার তেল কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। কিন্তু যেকোনো সরিষার তেল কি আমাদের জন্য উপকার বয়ে আনবে?

আমরা সরবরাহ করছি কাঠের ঘানিতে ভাঙ্গা কোল্ড প্রেস সরিষার তেল। যার গুনগত মান থাকে অটুট।

রহমানি এগ্রো শপ
জোড়াকল বাজার
টুটপাড়া, খুলনা।
01712-668251

15/10/2023

আজীবন সুস্বাস্থ্যের গোপণ চাবিকাঠি হল ‘লাইফস্টাইল মেডিসিন’। যা খুবই সহজ। কেবলমাত্র আপনার ডায়েটে কিছু স্বাস্থ্যকর পরিবর্তন আনুন এবং নিয়মিত ব্যায়াম করুন। সেই সঙ্গে কীভাবে নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে পারবেন সেটা শিখুন।

নিম্নোক্ত কাজ গুলো নিয়মিত করুন এবং অভ্যাসে গড়ে তুলুন।

১. ব্যায়াম
২. সঠিক খাবার খান
৩. পর্যাপ্ত পানি পান করুন
৪. মেডিটেশন
৫. শরীরের সঠিক ওজন বজায় রাখুন
৬. রাতে ভালো ঘুমান
৭. অ্যালকোহল পান করবেন না
৮. টোব্যাকো বা তামাকজাতীয় জিনিস থেকে দূরে থাকুন
৯. ঘরে রান্না করুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন
১০. মাঝেমধ্যেই বাইরে যান এবং স্বাস্থ্য সচেতন মানুষদের সাথে মেলামেশা করুন
১১. কৃতজ্ঞ হন
এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন।

14/10/2023

যবের ছাতু : সহজে হজম হয়, শরীর ঠাণ্ডা করে, বল ও পুষ্টি বৃদ্ধি করে, শুক্র বৃদ্ধি করে, শ্রান্তি, দেহের ঘাম, শরীরের দাহ (জ্বালা) কফ ও পিত্ত নাশ করে, খিদে বাড়িয়ে দেয়, সারক (মল ও প্রস্রাব নিঃসারণ করে), বায়ু নিঃসারণ করে। যবের রুটি : সহজে হজম হয়, শরীরের বল ও শুক্র বৃদ্ধি করে, কফ নাশ করে, বায়ু ও মল বৃদ্ধি করে।

12/10/2023

Healthline.com এর মতে, ২১ গ্রাম বা এক কাপ মরিঙ্গা পাতায় রয়েছে:

প্রোটিন: ২ গ্রাম
ভিটামিন বি ৬: ২০% (প্রতিদিন খেলে)
ভিটামিন সি: ১১% (প্রতিদিন খেলে)
আয়রন: ১০% (প্রতিদিন খেলে)
রাইবোফ্ল্যাভিন (বি২): ১১% (প্রতিদিন খেলে)
ভিটামিন এ (বিটা-ক্যারোটিন): ৯% (প্রতিদিন খেলে)
ম্যাগনেসিয়াম: ৮% (প্রতিদিন খেলে)

11/10/2023
10/10/2023

নারিকেল তেলের নানাবিধ ব্যবহারের মধ্যে ত্বকের ব্যবহার অন্যতম। ত্বকে ময়েশ্চারাইজ করতে নারিকেল ব্যবহার করা হয়। লোশন ব্যবহার না করে ত্বকে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের জ্বালাপোড়া এবং রিংকেল দূর করে দেয়।

09/10/2023

কেন দৈনন্দিন খাদ্যতালিকায় এই বীজ রাখা জরুরি?

১) পামকিন সীড বা কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম আর জিঙ্ক যা অস্টিওপোরোসিসের মতো হাড়ের সমস্যা কমাতে সাহায্য করে।

২) উচ্চ ফাইবারযুক্ত এই খাবার হজমেও উন্নতি করতে পারে।

৩) পামকিন সীড বা কুমড়োর বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।

৪) টাইপ ২ ডায়াবেটিক রোগীদের রক্তে শর্করার মাত্রা হ্রাস করে।

৩) পামকিন সীড বা কুমড়োর বীজে রয়েছে ট্রিপ্টোফ্যান নামের অ্যামাইনো অ্যাসিড যা সুখানুভূতি সৃষ্টিকারী হরমোন ক্ষরণে সহায়তা করে এবং একই সঙ্গে মেলাটোনিন আর সেরোটোনিন নিঃসৃত হতে সহায়তা করে। যা অবসাদ কাটিয়ে শরীর, মন তরতাজা করে তুলতে সাহায্য করে। শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতেও এটি দারুণ উপকারী।

৪) এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, সালফার, জিংক, ভিটামিন এ, বি আর কে যা চুল উজ্জ্বল ও ঘন করে তুলতে সাহায্য করে। এতে আছে কিউকারবিটিন নামক অ্যামিনো অ্যাসিড যা চুল বাড়তে সাহায্য করে।

৫) পামকিন সীড বা কুমড়োর বীজ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। হৃদ্‌রোগের ঝুঁকিও হ্রাস করে।

৬) এতে রয়েছে সেরোটোনিন নামের রাসায়নিক উপাদান যা স্নায়ুতন্ত্রের চাপ কমিয়ে অনিদ্রার সমস্যা কাটাতে সাহায্য করে।

৭) এই বীজ ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতেও সাহায্য করে। ফলে ত্বক উজ্জ্বল দেখায়।

কী ভাবে খাবেন?

এই বীজ বেটে রান্নায় ব্যবহার করতে পারেন। স্যালাড কিংবা স্যুপেও এটি ব্যবহার করা যায়। এটি অল্প সেঁকে স্ন্যাকস হিসেবে খেলে সবচেয়ে বেশি সুফল পেতে পারেন। কাঁচা অবস্থায় ও খেতে পারেন।

08/10/2023

✅স্বাদে, ঘ্রাণে ও রঙে ক্যাশব্যাক গ্যারান্টি✅
👉পণ্য যাচাই করে নেওয়ার সুবিধা আছে এবং বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়।
👉 নিশ্চিন্তে অর্ডার করতে পারেন, ন্যায্য মূল্যে শ্রেষ্ঠ পণ্য পাবেন ইনশা-আল্লাহ!
👉 অগ্রীম আমাদের কোন পেমেন্ট করতে হয় না সম্পূর্ণ ক্যাশঅন ডেলিভারি।
👉 যেকোন প্রয়োজনে আমাদের পেজে মেসেজ করুন অথবা ফোন করুন 01712-668251

07/10/2023

✅স্বাদে, ঘ্রাণে ও রঙে ক্যাশব্যাক গ্যারান্টি✅
👉পণ্য যাচাই করে নেওয়ার সুবিধা আছে এবং বিক্রিত প্রডাক্ট ফেরত নেওয়া হয়।
👉 নিশ্চিন্তে অর্ডার করতে পারেন, ন্যায্য মূল্যে শ্রেষ্ঠ পণ্য পাবেন ইনশা-আল্লাহ!
👉 অগ্রীম আমাদের কোন পেমেন্ট করতে হয় না সম্পূর্ণ ক্যাশঅন ডেলিভারি।
👉 যেকোন প্রয়োজনে আমাদের পেজে মেসেজ করুন অথবা ফোন করুন 01712-668251

07/10/2023

আচার, ভর্তা ও রান্নায় সরিষার তেল থাকুক সবসময়।

05/10/2023

গোটা, বাটা, গুঁড়া—এ তিনভাবেই মসলা রান্নায় ব্যবহার হয়ে থাকে। এখন মানুষ বাজারে না গিয়ে অনলাইনভিত্তিক কেনাকাটায়ই বেশি আগ্রহী হচ্ছে। অনলাইনে মানুষ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র কিনে থাকেন। এখন আপনি আপনার নিত্য রান্নার অতি প্রয়োজনীয় মশলাটিও খুব সহজেই কিনে নিতে পারবেন অনলাইনে ঘরে বসেই।

04/10/2023

রান্নাঘরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী হল হলুদ। দীর্ঘদিন ধরে আমাদের রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হলুদ। এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না হলুদের রয়েছে দারুণ ওষধি গুণ, হলুদে থাকা কারকিউমিন লোহিত রক্তকণিকাকে রক্ষা করে। কাঁচা হলুদ আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায় ও সর্দিকাশি থেকে আরাম দেয়। এছাড়া হলুদে থাকা কারকিউমিন ইনফ্লুয়েঞ্জা, সর্দি -কাশি কমাতে সাহায্য করে। হলুদে থাকা কারকিউমিন অ্যান্টি-ডায়াবেটিক এজেন্ট হিসেবে কাজ করে ও রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।

27/09/2023

মশলা হিসেবে জিরা একটা সুপরিচিত। রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে জিরা ব্যবহার করা হয়ে থাকে। সুগন্ধি এই মশলাটি আমাদের নানা অসুখ-বিসুখ থেকে দূরে থাকতে সাহায্য করে।

চলুন জেনে নেই জিরার উপকারিতা সম্পর্কে-

জিরাতে রয়েছে প্রচুর পরিমানে আয়রন। আয়রন শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে, শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি মাধ্যমে সেলুলার স্তরে অক্সিজেনের পরিমান বৃদ্ধি করে।

জিরা পাচনতন্ত্রের জন্য খুবি উপকারী। বদহজম, ডায়রিয়া, পেট ফাঁপা প্রভৃতি রোগ উপসমে জিরার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জিরা বমি বমি ভাব দূর করে। জিরা পাকস্থলির এসিড উৎপাদন করে খাদ্য থেকে সর্বোচ্চ পুষ্টি লাভে সহায়তা করে।গবেষণায় পাওয়া গেছে জিরাতে আছে শক্তিশালী ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য। একটি সমীক্ষায় দেখা গেছে এটা পেট ও লিভার ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক প্রভাব রাখতে পারে।
জিরাতে বিদ্যমান এন্টি-ফ্রির্যা ডিকেলস উপাদান ক্যান্সারের বিস্তার রোধ করে।লাল লাল ফুসকুড়ি, ব্রণ ইত্যাদি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়ার জন্য হয়। বিপাক ক্রিয়ার মাধ্যমে শরীর থেকে দূষিত পদার্থগুলো বের হয়ে গেলে ত্বকের উপর এর প্রভাব কমে আসে।
জিরা পাচনতন্ত্রের যত্ন নেয়ার মাধ্যমে ত্বকের সুরক্ষাও দিয়ে থাকে।জিরা শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে। কিডনি ও লিভারের কার্যকারিতা বাড়িয়ে দিয়ে বিপাক ক্রিয়ার উন্নতি ঘটায়। এতে শরীর থেকে দূষিত পদার্থগুলো বের হয়ে যেতে পারে। ফলে বিভিন্ন রোগের সংক্রমন থেকে শরীর পায় সুরক্ষা।এছাড়াও দুর্বল স্মৃতি, পোকামাকড়ের কামড় ও কাঁটা ফোটা বেদনার চিকিত্সায় জিরা উপকারী।
তাই যত তাড়াতাড়ি পারেন আপনার প্রতিদিনের খাদ্যে কিছু জিরা যোগ করুন।

26/09/2023

মরিচের গুঁড়া আমাদের দৈনন্দিন জীবনে একটি নিত্যপ্রয়োজনীয় উপাদান। এটি মসলা হিসাবে বিভিন্ন রান্নায় ব্যবহৃত হয়, যা খাবারের স্বাদ এবং আকর্ষণ বাড়ায়।

মরিচের পুষ্টিগুণ:

লাল মরিচ মশলা হিসেবে কাজ করে এবং খাবারের স্বাদ বাড়ায়। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এর কিছু ঔষধি গুণও রয়েছে। এতে অনেক ধরনের রাসায়নিক যৌগ বিদ্যমান, যা শরীরের বিভিন্ন ব্যাধি দূর করতে সহায়ক। মরিচ তামা, ম্যাগনেসিয়াম, অ্যারিল, ম্যাংগানিজ এবং পটাসিয়ামের মতো খনিজগুলির একটি ভাল উৎস। এছাড়াও, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কেও এতে পাওয়া যায়।

26/09/2023

প্রতিদিনের রান্নায় হলুদ একটি প্রধান মশলা। হলুদ ছাড়া রান্না যেন কল্পনাই করা যায় না।
তবে হলুদ শুধু মশলা হিসেবেই ব্যাবহার হয় না ।
এর রয়েছে প্রাকৃতিকভাবে কিছু ঔষধি গুণ।
চলুন জেনে নেই হলুদের কিছু গুণের কথা,

হলুদ শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে।

হলুদ পেট পরিষ্কার ও হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

হলুদে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান আমাদের হাড় ও হাড়ের কোষকে সচল রাখতে সাহায্য করে।

হলুদে অ্যান্টি-অক্সিডেন্ট বিদ্যমান যা আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

উপরোক্ত উপকার সমূহ পেতে হলে অবশ্যই আপনার হলুদের গুঁড়া হতে হবে সেরা মানের ও ভেজাল মুক্ত।

আমাদের হলুদে গুঁড়ার বৈশিষ্ট হলো আমরা নিজেরাই হলুদ ভাঙ্গিয়ে সর্বোচ্চ মান নিশ্চিত করে আপনার কাছে পৌঁছে দিচ্ছি।।

এর ফলে মানবদেহের জন্য উপকারী গুণাগুণ বজায় থাকে ইনশাআল্লাহ।

রহমানি শপের আহবান "ভেজাল মুক্ত গুড়া মশলার সমাধান"

আপনার প্রয়োজনীয় সকল প্রকার গুঁড়া মশলা সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন।

আমাদের আউটলেটের ঠিকানা
টুটপাড়া জোড়াকল বাজার, খুলনা সদর, খুলনা।
অথবা
ফোন করুন 01712-668251
ক্রয়কৃত পণ্য পছন্দ না হলে ক্যাশব্যাক গ্যারান্টি তো থাকছেই।

25/09/2023

আপনি যখন রান্নার প্রতি আগ্রহী হন তখন বিভিন্ন ধরনের মসলা চেনার ও জানার প্রয়োজন হয়। প্রতিটি মসলার গুণগত মান যদি সঠিক না হয় তবে সেই রান্নায় স্বাদ এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট হয়। সাথে সাথে দিনের পর দিন ভেজাল মসলা খাওয়ার কারণে শরীরে সৃষ্টি হয় নানা ধরনের অসুখ বিসুখ শরণাপন্ন হতে হয় চিকিৎসকের নিকট।

নিজ পরিবার সহ আপনাদের সকলের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই আমরা তৈরি করেছি সেরা মানের মসলা। সেরা মান এজন্য বলছি এতে কোন প্রকার কৃত্রিম রং, পদার্থ বা অন্য কোন উপাদান মিশ্রিত নেই।

আপনারা যারা খুব একটা বেশি মসলা চেনেন না তারা একবারের জন্য হলেও আমাদের মসলা যাচাই করে দেখুন আশা করি পরবর্তী সময়ে আমাদের সাথেই থেকে যাবেন।

আমাদের প্রতিটি পণ্যের বিক্রয় পরবর্তী সকল সেবা তো থাকছেই। রিটার্ন, রিপ্লেস অথবা রিফান্ড আপনার যেটা সুবিধা।

অর্ডার করতে 01712668251 কল করুন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করুন।
অথবা সরাসরি ভিজিট করুন আমাদের আউটলেট
টুটপাড়া জোড়াকল বাজার, খুলনা।

24/09/2023

ভুল করে ভেজাল মসলা কিনে নিজের ক্ষতি ডেকে আনছেন না তো?
✅️আমরা আপনাকে দিচ্ছি স্বাদে, ঘ্রানে ও রং এর প্রাকৃতিক পণ্যের গ্যারান্টি।
আমাদের প্রোডাক্ট অর্ডার করতে অগ্রিম এক টাকাও লাগবেনা।
পণ্য হাতে পেয়ে দেখে শুনে চেক করে নেওয়ার সুযোগ।
পণ্য ব্যবহারের পর মনমতো না হলে ক্যাশব্যাক গ্যারান্টি তো থাকছেই।

24/09/2023

কাঠের ঘানিতে ভাংগা কোল্ড প্রেস নারিকেল তেল তৈরির প্রস্তুতি চলছে।

23/09/2023

👉 গুঁড়া মসলা সমাচার

✅মসলা শুধুমাত্র খাবারের স্ব‌‌াদ যোগ করার জন্য নয়, আমাদের জীবনের উপরও গভীর প্রভাব বিস্তার করে।

✅যদি আমরা পবিত্র এবং বিশুদ্ধভাবে পুষ্টিকর খাবার তৈরী করতে চাই তাহলে মসলা অবিচ্ছিন্নকরণ এটির অংশ।

✅মসলায় স্বাদ যুক্ত করার সাথে সাথে এটি খাবারের ঘরোয়া সংকর্ষণ এবং বাড়তি গুণগতমান যোগ করে।কেবল উৎকৃষ্ট মানের মসলা উপাদান মিশ্রণ আদর্শ একটি খাবার প্রস্তুত করে।

👉 অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করতে পারবেন। পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। গুনগত মানে সন্তুষ্টি না হলে ক্যাশব্যাক গ্যারান্টি।

☎️ অর্ডার করতে ফোন করুন এই নাম্বারে 01712-668251
অথবা
🧰 আমাদের পেজে ম্যাসেজ করুন।
অথবা
সরাসরি আউটলেট
টুটপাড়া জোড়াকল বাজার, খুলনা সদর, খুলনা।

#মসলা #মাংসেরমসলা #মরিচ #হলুদ #জিরা #ধনিয়া #শাহীমসলা #রান্না #মশলা

23/09/2023

আয়রন সমৃদ্ধ খাবার হিসেবে ঘি এর উপকারিতা।
ঘিতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, জিঙ্ক এবং আয়রন যা যেকোনো ঋতুতে স্বাস্থ্যকর হাড়, ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এটি রক্তশূন্যতার মতো রোগ থেকেও রক্ষা করে। তাই ঋতু যাই হোক না কেন প্রতিদিন ঘি খাওয়া উচিত। ঘি শুধু আপনার স্বাস্থ্যের উন্নতিই করে না খাবারের স্বাদও বাড়ায়।

22/09/2023

প্রিমিয়াম কোয়ালিটির হানি নাটস।

13/09/2023

"স্বাস্থ্য সকল সুখের মূল
অশ্বগন্ধার গুড়া খেতে হয় না যেন ভুল

অশবগন্ধার নাম আমরা সবাই কমবেশি জানি। এটি অত্যন্ত প্রাচীন ঔষুধি উদ্ভিদ। এটি প্রাচীন চিকিৎসায় বহুল ব্যবহৃত হয়ে আসছে।

অশ্বগন্ধা নামটি মুলত এসেছে এই গাছের মুল বা শিকর থেকে। এর শিকর থেকে অশ্ব বা ঘোড়ার মত গন্ধ হয় । তাই ঘোড়ার সাথে মিল রেখে এর নাম হয় অশ্বগন্ধা ।

অশ্বগন্ধার ভেজস উপাদান :
প্রাচীনকাল থেকেই অশ্বগন্ধা ভেষজ ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর ভেষজ উপাদান গুলোর মধ্যে অন্যতম হলো অ্যালকোলয়েড, স্ট্রের‍য়ডাল, ট্যানিন্স,স্যাপোনিন্স ইত্যাদি উপাদান।
এ সকল উপাদান ক্যান্সার ও বিভিন্ন বার্ধক্য জনিত রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে।

অশ্বগন্ধার উপকারিতা :
১. অনিদ্রা ও মানসিক চাপ নিয়ন্ত্রণ :
অশ্বগন্ধা মানুষের ক্লান্তি দূর করে, অনিদ্রা দূর করতে সাহায্য করে । ফলে মানসিক চাপ কমে যায়। মানুষের স্মৃতিশক্তি বাড়াতে অশ্বগন্ধা বেশ কার্যকর।

২. ক্যান্সার প্রতিরোধে :
আয়ুর্বেদ শাস্ত্র মতে, অশ্বগন্ধা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে । কেমোথেরাপি রোগীদের শারীরিক অবস্থার উন্নতি করতে অশ্বগন্ধা বিশেষ কার্যকর।

৩. ডায়াবেটিক নিয়ন্ত্রণে :
অশ্বগন্ধার মূল ও পাতার রসে থাকে এন্টি - ডায়াবেটিক উপাদান যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাহায্য করে।

৪. চুল ও ত্বকের যত্নে :
চুল ও ত্বকের যত্নে অশ্বগন্ধা বিশেষ উপকারী। অশ্বগন্ধার মূল চুল পড়া কমাতে চুলকে মজবুত করে থাকে।

অশ্বগন্ধা খাওয়ার নিয়ম :
পৃথিবীর অন্যতম সেরা ভেষজ হিসেবে স্বীকৃত অশ্বগন্ধা খাওয়ার উপকারিতা অনেক। কিন্তু কিভাবে এই অশ্বগন্ধা খেতে হয় তা অনেকেই জানেন না।

কিভাবে খেতে হয় এই অশ্বগন্ধা?

অশ্বগন্ধার গুড়া হালকা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খেতে হয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ৫ গ্রাম পাউডার দুধের সাথে মিশিয়ে পান করুন। স্বাদ বাড়াতে এর সাথে মধু মিশিয়ে খেতে পারেন।

অশ্বগন্ধার পাউডার আমরা পরিমিত পরিমাণে সেবন করতে পারি। যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে।
অশ্বগন্ধার পাউডার পেতে আমাদের রহমানি শপে ভিজিট করুন।

07/09/2023

শরীরের জন্য মসলা কতটা উপকারী??

মানুষের খাদ্যতালিকায় মসলার ব্যবহার শুরু হয়েছে প্রায় চার হাজার বছর আগে
মসলা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, মসলার রয়েছে অনেক স্বাস্থ্যগত উপকারিতা। পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, এলাচি, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, মেথি, কালিজিরা, শর্ষে, হিং, সাদা তিল—এ রকম প্রতিটি মসলা ঠিক ওষুধের মতোই কাজ করে।
এক সময় এই সকল মসলা ব্যবহার করা হতো রং এবং ঔষধ হিসেবে।

মসলার ঔষধি গুণ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দেহের সব কোষকে সুরক্ষা দেয়। যেকোনো রোগের সংক্রমণ কমাতে সাহায্য করে।

আয়ুর্বেদ শাস্ত্রে হলুদের রাজত্ব এখনও বিরাজমান।
হলুদের ঔষধি গুণের কারণে হলুদকে বর্তমানে খাদ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরা হয়।

এ ছাড়া রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ ও ওজন নিয়ন্ত্রণে মসলার ভূমিকা উল্লেখযোগ্য।

বর্তমানে অসাধু ব্যাবসায়ীরা বিভিন্ন গুড়া মসলা যেমন, হলুদ, মরিচ, জিরা ও ধনিয়া ইত্যাদিতে কাপড়ের রঙ, কাঠ, ধানের তুস, সিসা বা লেড, ইটের গুড়া ইত্যাদি ব্যবহার করছে।

এই বিষাক্ত পদার্থগুলো কিডনি, লিভারের বিভিন্ন রোগসহ সব ধরনের ক্যানসারের ঝুঁকি অনেক বাড়ায়। তাই বাজার থেকে কেনা গুঁড়া মসলার পরিবর্তে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি রহমানি শপ এর গুড়া মসলা ব্যবহার করুন।

05/09/2023

"শরীরে ক্যালসিয়ামের ঘাটতি??
সমাধান দিবে খাঁটি ঘি "

শরীরে ক্যালসিয়াম এর ঘাটতির কারনে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় ডাক্তারের পরামর্শে অনেক ঔষধ খাওয়ার পরেও উপকার হয় না।
এক্ষেত্রে শরীরের মাঝেই গড়ে তুলতে হয় প্রতিরোধ। প্রাকৃতিক ভাবেও ক্যালসিয়াম ঘাটতি পূরণ করা সম্ভব।

প্রাচীনকাল থেকেই আয়ূর্বেদ শাস্ত্রে, শরীরের এসব ব্যাথা কমাতে ঘি ব্যবহার বহু পুরাতন।
ঘি এর বিভিন্ন উপকারিতা সম্পর্কে বলা আছে বিভিন্ন আয়ূর্বেদ শাস্ত্রে।
আধুনিক বিজ্ঞান ও আজকাল অর্গানিক বা প্রাকৃতিক প্রতিরোধ বা সমধানকে সাপোর্ট করে।

ঘি এর পুষ্টিগুণ অনেক। এছাড়াও মাল্টি-ভিটামিন এ ভরপুর এই ঘি এর ২ টেবিল চামচে আছে ২৭০ কিলো ক্যালোরি, প্রায় ১৮ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট এবং প্রায় ৭০ গ্রাম গুড কোলেস্টেরল।
বিভিন্ন গবেষণায় দেখা যায়, খাঁটি ঘি খেলে শরিরে ক্যালসিয়ামের ঘাটতি খুব দ্রুত পূরণ হয়। ঘি তে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি,যা শরীরের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ঘি তে অবস্থিত ওমেগা-থ্রি ফ্যাটি এসিড শরীরের সব ধরনের বয়সের জন্য বিশেষ উপযোগী।

বর্তমানে বিভিন্ন ডাক্তার ও পুষ্টিবিদ প্রতিদিনের খাবারে ১-২ টেবিল চামচ ঘি খাওয়ার কথা বলে থাকেন।

খাঁটি ঘি এর জন্য রহমানি শপে আসুন। ভিসিট করুন আমাদের আউটলেট।
টুটপাড়া জোড়াকল বাজার, খুলনা সদর, খুলনা।
অথবা কল করুনঃ 01712-668251

03/09/2023

ধনিয়ার গুঁড়া

ধনিয়ার গুড়া আমাদের দেশের রান্নার অতি গুরুত্বপূর্ণ একটি মসলা। এমনি কিছু কিছু খাবার ধনিয়ার গুঁড়া ছাড়া একদম অসম্পূর্ণ থেকে যায়। বহুকাল আগে থেকেই এটি মসলা ও পথ্য হিসেবে ব্যবহার হয়ে আসছে।

ধনিয়ার গুঁড়া সাধারণত রান্নার পাশাপাশি পানির সাথে গুলিয়ে পান করা হয়। এতে পেটের অতিরিক্ত গ্যাস দূর হয় এবং এটি হজমে বেশ উপকারী।

পুষ্টিগুণঃ

১। ধনিয়ার গুঁড়া হজমের চিকিৎসায় ব্যবহার হয়।
২। জ্বর উপসমে এটি পানিয়ে মিশিয়ে খেতে দ্রুত জর উপশম হয়।
৩। এটি শরীর থেকে বিভিন্ন ক্ষতিকর ক্যামিকেল দূর করে ।
৪। অনাকাঙ্ক্ষিত চর্বি কমাতেও এতি সাহায্য করে।
৫। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে।

আমাদের ধনিয়ার গুঁড়া কেন কিনবেন?

আমাদের ধনিয়া
সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে তৈরী
ক্যামিকেল ও ধুলোবালি মুক্ত
সঠিক পরিমাপের নিশ্চয়তা

আমাদের ধনিয়া গুঁড়া নিতে আমাদের পেজে ইনবক্স করুন অথবা কল করুনঃ 01712-668251
আমাদের আউটলেট-টুটপাড়া জোড়াকল বাজার, খুলনা সদর, খুলনা।

27/08/2023

"দুলাল চন্দ্র ভাড়ের তালমিসরি "

তাল মিসরি পেটের নানাবিধ সমস্যা থেকে শুরু করে রক্ত শূন্যতার চিকিৎসায় ব্যবহার করা হয়। পেটের নানা সমস্যায় এটি বহুল ব্যবহৃত।

তাল মিসরি কিভাবে তৈরী হয়?
তাল মিসরি মূলত তালের রসকে বিশেষভাবে জাল দিয়ে তাল মিসরি প্রস্তুত করা হয়। এটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় এটি চিনির মত ক্ষতিকর নয়।
তালমিসরিতে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস। থাকে ভিটামিন বি১, বি২, বি৩, বি৬ ও বি১২।
কিভাবে খাবেন?
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আদা, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, মধু, লেবু পানি খাওয়ার পাশাপাশি প্রতিদিন তালমিছরিও খেতে হবে। যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাদের জন্যেও খুবই ভালো তালমিছরি।
তালমিছরি পানিতে গুলে হালকা গরম করে খেলে কাশি হয় এবং গলায় জমে থাকা কফ, শ্লেষ্মা দূর হয়। কাশি বেশি হলে এক টুকরো তালমিছরি মুখে রাখলে অথবা তুলসী পাতার রসের সঙ্গে তালমিছরি গুলে খেলে কাশি কমে যাবে।

26/08/2023

"তিলের তেল কি ও এর উপকারিতা "

একধরনের ভেজিটেবল তেল হল তিলের তেল বা সিসেল অয়েল (Sesame oil) এবং এটি খুব পুষ্টিকর কেননা, এতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল উপাদান। এর মধ্যে রয়েছে ভিটামিন -ই, বি কমপ্লেক্স ও ভিটামিন - ডি। এছাড়াও এই তেলে আছে কপার, জিংক, ফসফরাসহ নানা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। তিলের তেলে রয়েছে অল্প কিছু পরিমাণের ফ্যাটি অ্যাসিড।

এই তেলের পুষ্টি উপাদানের জন্য এটিকে রান্নায় ও ত্বকের পরিচর্যা উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয় । তবে এডিবল অয়েল যেটা খাওয়ার জন্য এবং নন এডিবল যা স্কিন কেয়ারে ব্যবহার হয়। দুটি তেলই কিন্তু সম্পূর্ণ ভিন্ন।
তাই খাওয়ার জন্য বা রূপচর্চার জন্য যেটা ব্যবহার করবেন তা অবশ্যই দেখে কিনবেন।

স্বাস্থ্য রক্ষায় তিলের তেল :

রান্নায় নিয়মিত তিলের তেল ব্যবহার করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
আর্থাইটিসের ব্যথায় এই তেল মালিশ ও খাবারে যোগ করলে বিশেষ উপকার পাওয়া যায়।
নিয়মিত রান্নায় এই তেল ব্যবহারে রক্তের গ্লুকোজ ও ইনসুলিন এর মাত্রা ঠিক থাকে। ফলে ডায়াবেটিক রোগীরা এই তেল তাদের রান্নায় যুক্ত করতে পারেন।
ডায়েটে এই তেলের ব্যবহার স্ট্রেস ও উচ্চ রক্তচাপ কমায়।

ত্বক ও চুলের যত্নে তিলের তেল :
মাথার স্ক্যাল্পে এই তিলের তেল ব্যবহারে অকালে চুল পাকা বন্ধ হয় এবং চুল হয় ঘন কালো।
তিলের তেলের অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের কারণে এটি ত্বকের দাগ বা যাদের প্যাচি স্কিনের সমস্যা আছে সেটা দূর করে।
মশ্চারাইজার হিসাবে এই তেল অসাধারণ। শুষ্ক ত্বকের জন্য এই তেল ব্যবহারে বিশেষভাবে উপকার পাবেন।

খাবার কিংবা ত্বকের যত্নে যেভাবেই তিলের তেল ব্যবহার করুন না কেন, আসল তিলের তেলটি খুঁজে পাওয়াটাই সার্থকতা।

ভেজালমুক্ত আসল তিলের তেলের জন্য যোগাযোগ করুন আমাদের রহমানি শপে।
আমাদের আউটলেট- টুটপাড়া জোড়াকল বাজার, খুলনা সদর, খুলনা।
01712-668251

24/08/2023

"সরিষার তেল বাড়ায়,
হজম শক্তি "

আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলাতে যেয়ে আমরা পেটের নানাবিধ পীড়ায় ভুগছি। কর্ম-ব্যস্ততার চাপে খাবারের রুটিন মেনে চলাও সম্ভব হয় না। ফলে আমাদের শরীরে বাসা বাধে নানা ব্যাধি।

ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার গ্রহনের ফলে আমাদের মধ্যে অনেকেই হজম জনিত বিভিন্ন সমস্যায় ভুগেন।

শরীরের হজম জনিত সমস্যা কমাতে এবং হজম শক্তি বৃদ্ধি করতে আমাদের বিভিন্ন ধরনের ঔষধ সেবন করতে হয়।

আমরা যদি আমাদের রান্নার তেল টা পরিবর্তন করি তবে আমরা পেটের প্রদাহ বা হজম-জনিত সকল সমস্যার সমাধান অনেক কমিয়ে আনতে পারি।

আমরা যদি প্রতিদিনের রান্নায় সরিষার তেল ব্যাবহার করি তাহলে পেটের পীড়া থেকে চিরমুক্তি পেতে পারি।

সরিষার তেলের পুষ্টি উপাদান পেটের পাচক রসকে উদ্দীপিত করতে বিশেষ ভুমিকা পালন করে ফলে খাবার দ্রুত এবং খুব ভালো হজম হয়। এতে ক্ষুধা বাড়ে এবং হজম শক্তি বৃদ্ধি পায়। এটি শরীরের মেটাবোলিজম বৃদ্ধিতে বিশেষ ভুমিকা রাখে।

তবে এই ভেজালের ভীরে খাঁটি সরিষার তেল পাওয়া মুশকিল। আর ভেজার মিশ্রিত সরিষার তেল খেলে হতে পারে ক্যান্সারসহ নানা জটিল রোগ।

"রহমানি শপ" আপনাকে ভেজালমুক্ত সরিষার তেল প্রদানের নিশ্চয়তা দিচ্ছে।

খাঁটি সরিষার তেলের জন্য কল করুনঃ 01712-668251

অথবা সরাসরি চলে আসুন আমাদের আউটলেট টুটপাড়া জোড়াকল বাজার খুলনা।

23/08/2023

মধু কখন খাবেন?
আয়ূর্বেদ শাস্ত্রে মধুর ব্যবহার বহু পুরাতন হলেও বর্তমানেও এর ব্যবহার অনেক। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী করতে প্রাকৃতিক মধুর কোন জুরি নেই। তবে কোন সময়টায় আমাদের মধু খাওয়া উচিত সে সম্পর্কে অনেকেই জানেন না।

মধু পানের সর্বোত্তম সময় হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে। রাতে মধু পানের উপকারিতা এক কথায় বলে শেষ করা যাবে না।

ইউরোপীয় গবেষকরা মনে করেন,রাতে এক গ্লাস গরম দুধের সাথে মুখে পান করে রাতে ঘুম ভালো হয়।

আরেক দিকে চাইনিজ চিকিৎসকগণও রাতে একটি নির্দিষ্ট পরিমান মধু পানের পরামর্শ দেন।

রাতে আমরা ঘুমিয়ে থাকি তখনও আমাদের লিভার ঠিকই তার কাজ সম্পাদন করতে থাকে। তাই রাতে আমরা যখন মধু পান করি তখন সেটি লিভার কে গ্লাইকোজেন তৈরীতে সহায়তা করে। গ্লাইকোজেন তৈরীর জন্য মধু মস্তিষ্কে ইনসুলিন ব্যবহার বাড়িয়ে আবার ট্রিপটোফ্যান নিঃসরণ করে থাকে।

এই ট্রিপটোফ্যান মেলাটোনিনে রুপান্তরিত হয়। আর মেলাটোনিন কে আমরা "সুস্থতার হরমন" বলে থাকি।

সুতরাং বোঝাই যাচ্ছে রাতে মধু পান আমাদের জন্য কতটা জরুরী।

সকল ধরনের মধু র জন্য রহমানি শপে যোগাযোগ করুন: 01712-668251
অথবা সরাসরি ভিজিট করুন আমাদের আউটলেট।

22/08/2023

বরকত পূর্ণ "তালবীনা"

তালবীনা কি?
তালবীনা হচ্চে যবের ছাতুর সাথে দুধ ও মধু দিয়ে তৈরী খাবার। চাইলে এর সাথে বিভিন্ন ড্রাই ফ্রুটস যেমন খেজুর, বাদাম ইত্যাদি মিশিয়ে খেতে পারেন।

নবী করিম (সা:) এরশাদ করেন, "তালবীনা রুগ্ন ব্যাক্তির হৃদয়ে প্রশান্তি আনে এবং শোক-দুঃখ কিছুটা দূর করে।

তালবীনার পুষ্টি উপাদান:
যেহেতু এর মূল উপাদান যব বা বার্লি তাই আমরা বলতে পারি এতে আছে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার বা খাদ্য আশ। এছাড়াও তালবিনাতে আছে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম,ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ,ফসফরাস,জিংক,পটাশিয়াম ক্রোমিয়াম ও এন্টি অক্সিডেন্ট।

তালবিনা খাওয়ার উপকারিতা :
🌼 তালবিনা হার্টের অসুখে প্রতিষেধক হিসেবে কাজ করে। এটি রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
🌼 এর দ্রবণীয় খাদ্য আঁশ ও ম্যাগনেসিয়াম রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যায়।
🌼 এতে বিদ্যমান খাদ্য আশের কারণে কোলন ক্যান্সার প্রতিরোধ করে।
🌼 পেটের জ্বালাপোড়া দূর করে
🌼 হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে
🌼 এটি এন্টি এজিং হরমোন তৈরিতে সাহায্য করে
এছাড়াও শিশুদের জন্য প্রয়োজনীয় আশ ও খনিজ উপাদান বিদ্যমান যা একটি শিশুর বিশেষ ভূমিকা রাখে ।
তালবীনা একটি অত্যন্ত উপকারী খাদ্য।

উপকারী পথ্য তালবীনা তৈরির জন্য রহমানি শপের জবের ছাতু ও মধু ব্যবহার করুন।

বিশুদ্ধ মধু ও জবের ছাতু অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন অথবা কল করুন: 01712-668251

আমাদের আউটলেট -টুটপাড়া জোড়াকল বাজার, খুলনা সদর, খুলনা।

21/08/2023

"রহমানি শপের সরিষার তেলে
গৃহিনীর মন টানে"

একসময়, ভারতীয়রা রান্নায় সরিষার তেল ব্যবহার করতো। এখনো কিছু কিছু পরিবারের রান্না হয় সরিষার তেলে। এবং এখন অনেক পরিবার বাজারের পাম তেল এর পরিবর্তে সরিষার তেল ব্যবহার করতে শুরু করেছে। কারন সরিষার তেল যেমন আপনার রান্নার স্বাদ বাড়াবে তেমনি এই তেল পরিমানে খুব কম লাগে।

রহমানি শপের সরিষার তেল কেন ব্যবহার করবেন?

সরিষার তেলে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যা বাজারের অন্যান্য তেলে আপনি পাবেন না। যেমন

১. শতভাগ বিশুদ্ধ
২. নিজস্ব তত্ত্বাবধানে তৈরি
৩. স্বাস্থ্যসম্মত
৪. গুণগতমানের নিশ্চয়তা
৫. সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত
৬. প্রাকৃতিক উপাদানের ভরপুর
৭. নবজাতকের শরীরের ব্যবহারে উপযোগী।

রান্নার জন্য খাটি সরিষার তেল আছে তো?
যদি না থাকে তবে এখনই চলে আসুন রহমানি শপের আউটলেট টুটপাড়া জোড়াকল বাজারে অথবা হটলাইন 01712-668251 এ কল করে আপনার অর্ডার প্লেস করুন।
অথবা আমাদেরকে ইনবক্স করুন।

20/08/2023

হানি নাটস
এর মিষ্টিতে
নাস্তা হোক পুষ্টিতে

পুষ্টিকর নাস্তার একমাত্র উৎস
খেতে চায় বাচ্চা থেকে বুড়ো

হানি নাটস একটি অন্যতম সুপার ফুড। মধুর অসাধারন উপকারিতার সাথে যোগ হয়েছে নানা রকম পুষ্টিতে ভরপুর বাদাম এবং সাথে যোগ হয়েছে বিভিন্ন ধরনের সুপার সিড বা বীজ।

স্বাদে অতুলনীয় এই মধুময় বাদাম বা হানি নাটস আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বাচ্চা বুড়ো সবার জন্য অনেক উপকারী।

আমাদের মধুময় বাদাম বা হানি নাট এ আপনি যা পাবেন.
মধু
কাঠ বাদাম
আখরোট
কাজু বাদাম
থাই বাদাম
গোল্ডেন কিসমিস
তিল
সূর্যমুখীর বীজ
মিষ্টি কুমড়ার বীজ

আমাদের হানি নাটের প্রতিটি উপাদান শরীরের জন্য উপকারী।
এর প্রতিটি উপাদান মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি ও শারীরিক শক্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে।
এটি দাঁতের গোড়া শক্ত করে এবং ইমিউনিটি সিস্টেম উন্নত করে।
এই হানি নাট শরীরের আয়রনের অভাব দূর করার পাশাপাশি শরীরের রক্তস্বল্পতা দূর করে।

প্রিমিয়াম কোয়ালিটির কাঁচামাল দিয়ে নিজস্ব তৈরি করা হানি নাটস বা মধুময় বাদাম ক্রয় করতে সরাসরি চলে আসুন আমাদের আউটলেট টুটপাড়া জোড়াকল বাজার খুলনা অথবা ইনবক্সে যোগাযোগ করুন।
01712-668251

Want your business to be the top-listed Food & Beverage Service in Khulna?
Click here to claim your Sponsored Listing.

ঘরে থাকুন, সুস্থ থাকুন

আলহামদুলিল্লাহ নিত্যপ্রয়োজনীয় মুদি মালামালসহ আনুসঙ্গিক পণ্য নিয়ে রহমানি ষ্টোর টিম আপনার সেবায় প্রস্তত। আমাদের সংগ্রহে থাকা পণ্যর মধ্যে থেকে আপনার প্রয়োজনীয় পণ্য পাইকারি দামে পেতে আজই যোগাযোগ করুন।

Videos (show all)

আলহামদুলিল্লাহ।
খেজুরের গুড় সমাচারধারাবাহিক পর্ব ২ভেজালমুক্ত গুড় কিভাবে চিনব?অনেকেই জানতে চেয়েছেন ভেজালমুক্ত খেজুরের গুড় চিনব কিভাবেনিম...
কাঠের ঘানিতে ভাংগা কোল্ড প্রেস নারিকেল তেল তৈরির প্রস্তুতি চলছে।
প্রিমিয়াম কোয়ালিটির হানি নাটস।
#কাঠের_ঘানিতে_ভাংগা_সরিষার_তেল#সরিষার_তেল এদেশের ঐতিহ্য ও গ্রাম-বাংলার মানুষের সাথে বহুকাল ধরেই মিশে আছে। কিছু দিন পূর্ব...
অফার! অফার! অফার!পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কাঠের ঘানিতে ভাংগা সরিষার তেলের বিশেষ অফার!পণ্যের সোর্সিং যখন নিজের হয় তখন ...
অফার! অফার! অফার!কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল কিনুন সাথে রহমানি শপের নিজস্ব ভাংগানো মসলার গুঁড়া বুঝে নিন।প্যাকেজ - ১২ ল...
আলহামদুলিল্লাহ রহমানি শপের টিম এখন আমবাগান পরিদর্শনে।
আমের বাগান পরিদর্শনে রহমানি শপের টিম এখন সাতক্ষীরায়।

Telephone

Address


Zorakol Bazar, Tutpara Main Road
Khulna
9100

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Other Specialist Food Shops in Khulna (show all)
SAAD SAAD
Sonadanga Main Road, খুলনা
Khulna

Good Food

Fresh Food service Fresh Food service
Kulati, Dumuria, Khulna
Khulna, 9250

Fresh food service food that everyone should eat or drink.

Wafa Organic Food Wafa Organic Food
৭নং মিয়াপাড়া, PTI More
Khulna, 9100

দেশি-বিদেশি অর্গানিক ফুড, হেলথ ফুড, আমদানিকৃত ফুড, ভেষজ ঔষধি পন্য হেয়ার এন্ড স্কিন কেয়ার।

চুইঝাল BD- Khulna চুইঝাল BD- Khulna
8/ka , Jashore Road , Khulna Sadar
Khulna, 1200

পাইকারি মূল্যে ১০০% খাঁটি দেশি চুইঝাল

Ahel Food Service Ahel Food Service
14/1 A N Das Lane Pti Mor
Khulna, 9100

we want to insure safe food for the learge people of our country. Its very dificult to insure safe food for our growing population,but we always trying to provide authentic product...

Castle Mart-Online Bazar Castle Mart-Online Bazar
G-8, KDA Avenue
Khulna, 9100

Castle Mart-Online is an e commerce based online grocery store for Khulna City and nearby areas. We

Wafa food/ওয়াফা ফুড Wafa food/ওয়াফা ফুড
৭, মিয়াপাড়া মেইন রোড, পিটিআই মসজিদের দক্ষিণ পাশে খুলনা।
Khulna, 9100

দেশি-বিদেশি অর্গানিক ফুড,হেলদি লাইফ স্টাইল ফুড, ভেষজ ঔষধি পন্য হেয়ার এন্ড স্কিন কেয়ার।

Ismail Organic Food/ইসমাইল অর্গানিক ফুড Ismail Organic Food/ইসমাইল অর্গানিক ফুড
৭, মিয়াপাড়া মেইনরোড, পিটিআই মসজিদের দক্ষিণ পাশে খুলনা।
Khulna, 9201

দেশি-বিদেশি অর্গানিক ফুড,সকল প্রকার ঔষধি পণ্য ও হেলদি লাইফ স্টাইল এর প্রডাক্ট পাওয়া যাবে ইন শা আল্।

Farm Beee Farm Beee
1 No Hazi Ismail Road, Khulna
Khulna, 9100

Welcome to Our Official page Farm Beee. For The Very First Time in a Unique Style in KHULNA

Inspyre Inspyre
Daulatpur
Khulna

“Want to make the customers satisfied by our beautiful & Comfortable dress”

আহার আহার
Ahar
Khulna

joniboss2020@gmail. com

GroceryBazar GroceryBazar
7 Sonadanga
Khulna, 9000

Grow with nature, pure.