মনোবিজ্ঞানী

যেকোনো পরামর্শের জন্য রাত ৯ থেকে ১১টার মধ্যে মেসেজ দিন।পোস্ট কপি করলে দয়া করে ক্রেডিট দিবেন। ধন্যবাদ

19/11/2023

তোমার পছন্দের মানুষটাকে অন্য একজনের সাথে দেখলে, কথা বললে বা ছবি আপলোড দিলে তোমার কষ্ট হবেই, খারাপ লাগবেই। জেলাসি ফিল হবেই। হতেই পারে কোনোদিনও তার সামনে গিয়ে দাঁড়ানো হয়নি, কোনোদিন সেভাবে কথা বলোনি, তাও হবে।

আমাদের সাব-কনশাস মাইন্ড বারবার সেটা মনে করবে আর কষ্ট দিবে। আর সেই খারাপ লাগাটা কাউকে বোঝাতে যাওয়াটাই বো'কামি। ওগুলো নিজের মধ্যেই রেখে দিতে হয়। যে তোমার সে কখনোই তোমাকে কষ্ট দিবে না। সুতরাং যে এভাবে কষ্ট দেয় তার থেকে আস্তে আস্তে দূরে সরে আসার চেষ্টা করো তবেই ভালো থাকতে পারবে 😊💖

সাইন্টিস্ট মাহফুজজ🌺

19/11/2023

পান্তা ভাত খাওয়ার জন্য গরীব হতে হয় না। সকাল বেলা পান্তা ভাত খেলে শরীর হালকা এবং কাজে বেশি শক্তি পাওয়া যায়, কারণ এটি ফারমেন্টেড বা গাঁ'জানো খাবার৷

মানবদেহের জন্য উপকারী বহু ব্যাকটেরিয়া পান্তা ভাতের মধ্যে বেড়ে উঠে। পেটের পীড়া ভালো হয়,কোষ্ঠবদ্ধতা দূর হয় এবং শরীরে সজীবতা বিরাজ করে এবং শরীরে তাপের ভারসাম্য বজায় থাকে।💖

18/11/2023

হাতের লেখা বাজে হওয়া নিয়ে অনেক সময়
অপ'মানের শিকার হতে হয়? কিন্তু গবেষণা বলে যাদের হাতের লেখা বাজে, তারা তুলনামূলকভাবে বেশি বুদ্ধিমান। তাদের মাইন্ড এত দ্রুত কাজ করে যে, তারা হাতের লেখা সুন্দর হচ্ছে না এটা খেয়ালই থাকে না।😃

18/11/2023

এটা কেমন জানি অদ্ভুত একটা সাইকোলজি,
মানুষ একটা সময় পর পুনরায় নতুন করে প্রেমে পড়তে ও নতুন করে ভালোবাসাতে পারে অর্থাৎ অতীতকে ভুলে যাওয়ার যোগ্যতাও রাখে🙂💔

17/11/2023

তোমার থেকেও তোমার সৃষ্টিকর্তা তোমাকে বেশি ভালোবাসেন। তিনি জানেন কোনটা তোমার জন্য কল্যাণকর কোনটি অকল্যাণকর।মাঝে মাঝে এমন মনে হতে পারে যে,কোনো কিছুর প্রতি তুমি ভীষণভাবে আকৃষ্ট, সেটা তুমি মনে প্রাণে চাও।তোমার মনে হয় ঐ জিনিসটা পেয়ে গেলে তুমি হ্যাপি থাকবে।

কিন্তু তুমি ভবিষ্যৎ জানো না বরং তোমার সৃষ্টিকর্তা জানেন। তিনি জানেন ঐ বস্তুটা তোমার জন্য অকল্যাণকর। তাই জীবন থেকে বহু কাঙ্ক্ষিত কিছু হারিয়ে গেলে আফসোস করো না।
Say Alhamdulillah and pray to Allah for your well-being 🖤

জুম্মা মোবারক 🫂💖

16/11/2023

কাউকে জবাব দেবার আগে ১ মিনিট সময় নাও।দেখবে হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না।

আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেয়ার চেয়ে জবাব না দেয়াটা অনেক বেশী শক্তিশালী। 🌸💖

16/11/2023

আমরা প্রতিনিয়ত অন্যকে কিভাবে মুগ্ধ করা যায় সেটা নিয়ে ব্যস্ত থাকি, কিন্ত সেই ব্যক্তিটি যখন আমাদের সাথে বেঈ'মানী করে তখন আমরা অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ি।

আমরা অন্যকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে নিজেকে কিভাবে মুগ্ধ করা যায় সেটাই ভুলে যাই। এজন্য মূলত আমরা হতাশায় ভোগী। অন্যের চিন্তা বাদ দিয়ে আমরা যখন নিজের ভালো লাগার কাজ গুলো করে নিজেকে মুগ্ধ করবো তখনই কাংখিত ভালোলাগা টুকু পাবো আর ভালো থাকতে পারবো 🌸💖

15/11/2023

কাউকে 'ভালো লাগার' পর সেটা তাকে জানানো টা মোটেও 'ছ্যাঁচড়ামি'র কিছু না! আপনার ভালো লাগতেই পারে।যাকে ভালো লাগে,তার জন্য ও খুশির ব্যাপার যে 'কেউ একজন তাকে অনেএএএএক পছন্দ করে!

প্রেম,ভালোবাসা পরের ব্যাপার! আগে তাকে অন্তত জানিয়ে দিন 'আপনি তাকে পছন্দ করেন!না জানালেই প্রেম কখনো হবেনা! আবার কিছু কিছু পছন্দ' প্রেম করার জন্য না! জাস্ট পছন্দ ই! পছন্দ করলে সেটা নিজের কাছে রাখতে নাই! বলে দিন! যা হবার হবে! কাছে রেখেও তো কোন 'লাভনাই কয়দিন ই না বাচ'বেন!🌸💖

14/11/2023

ক্যারিয়ার গড়ার বয়সে কখনোই চেহারার দিকে তাকাতে নেই। ভালো ক্যারিয়ার হলে চেহারা Automatically ভালো হয়ে যাবে। কিন্তু ভালো ক্যারিয়ার না হলে, অনেক ভালো চেহারাও বিবর্ণ ও ন'ষ্ট হয়ে যায়.!

আবার ভালো চেহারার সবসময় দাম নাও থাকতে পারে; কিন্তু ভালো ক্যারিয়ারের সবসময় ও সর্বকালে-ই দাম বিদ্যমান..!🌸💖

সাইন্টিস্ট মাহফুজজ🌺

14/11/2023

মেয়েরা শারীরিক প্রতা'রণা ক্ষমা করে দিতে পারে কিন্তু আবেগ (ইমোশন) নিয়ে প্রতা'রণা ক্ষমা করে না। আর ছেলেরা আবেগ নিয়ে প্রতারণা ক্ষমা করলেও শারীরিক প্রতা'রণা ক্ষমা করে না। 🙂

13/11/2023

ফোনে কোনও নোটিফিকেশন এল কিনা, তা সব সময় চেক করাকে বলে জিরো-ইনবক্স সিনড্রোম।

এই ফোবিয়া তে আক্রান্ত ব্যাক্তিরা বারবার ফোন চেক করতে থাকে। এরা অন্য লোকের মনযোগ চায় সব সময়। এর থেকেই এই ধরনের ফোবিয়ার জন্ম হয়। তোমাদের বন্ধুবান্ধব কেউ আছে নাকি এমন 😐

13/11/2023

নিজ ধর্ম গ্রন্থ ভোরবেলা অধ্যায়ন করলে
তা আমাদের মনকে প্রশান্ত, স্বাভাবিক এবং
চিন্তা মুক্ত করে।

ধর্মগ্রন্থ অধ্যায়ন করার মাধ্যমে আমারা হয়ে উঠি সারাদিনের জন্য প্রফুল্ল ও আত্মবিশ্বাসী 😊💖

11/11/2023

মেয়েরা যেমন রোমান্টিক, ঠিক তেমন রোমান্টিক ছেলে পছন্দ করে! তাদের সঙ্গী যদি আনরোমান্টিক টাইপের হয় তাহলে তারা কথার মাধ্যমে বা অন্যভাবে হলেও তাকে রোমান্টিক করে তুলতে চায়! 🫣

ছেলেরা রোমান্টিক হও বুজছো!🫵

10/11/2023

যখন খুব বেশি রাগান্বিত ও মানসিক চাপের ফলে যন্ত্রণা অনুভব করবে তখন ডার্ক চকলেট খাবে।

কারণ এতে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যা আমাদের দেহে ফিনাইলিথিলামিন নামক একধরনের কেমিক্যাল বন্ডিং তৈরি করে যা আমাদের রাগ ও স্ট্রেসের (মানসিক চাপ) এর মাত্রা অনেক অংশে কমিয়ে দেয়।😉💖

09/11/2023

তুমি যখন তোমার খুব পছন্দের কালারের জামা পড়বে তখন স্বাভাবিকের তুলনায় তুমি ১০ গুন বেশি আত্ম-বিশ্বাসী হয়ে উঠবে এবং আগের থেকে দ্বিগুণ বেশি আকর্ষণীয় লাগবে 🌸💖

08/11/2023

আপনি কি মোবাইল ফোন কাছে না থাকলে অস্বস্তি অনুভব করেন? মোবাইল থেকে দূরে থাকায় মনে ভয়ের উদয় হয়? তাহলে আপনাকে অভিনন্দন! আপনি একধরনের ভীতিকর রোগ (Nomophobia) রোগে আক্রান্ত রোগী। যেটায় প্রায় 54% মনুষ-ই আক্রান্ত হয়ে আছে & ক্রমাগত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

অবাক হবেন এই জেনে, এই রোগে পুরুষদের তুলনায় নারীরাই বেশি আক্রান্ত! তবুও দিন শেষে আম্মুর হাত থেকে মার খেতে হয় ছেলেদের কেই🤧😾

07/11/2023

মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগে ছেলেদের কাছে আশ্রয় নিয়ে থাকে। এই নিরাপত্তা মানসিকভাবে কাজ করে। কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই যে ছেলেরা একেবারেই নিরাপত্তাহীনতায় ভোগে না।

নিজেদের একটু অসহায়ভাবে ছেলেরাও খুঁজে পায়। আর তখনই ছেলেরা মেয়েদের কাছে মানসিক আশ্রয় খুঁজে থাকে আর সেটা না পেলে অন্য দ্রব্যের আশ্রয় নেয়।🤐🙂

06/11/2023

মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় গিফট পেলে, সেটা শাড়ি, চুড়ি, বই যেকোনো কিছুই হউক!

তাই তোমার বেস্টফ্রেন্ড বা প্রিয়সীর যদি মোড খারাপ থাকে, তাহলে গিফট দিতে পারো৷ বড় কোনো কারণ যদি না থাকে রাগ করার তাহলে ১০০% তার রাগ ভেঙে যাবে😉💖

05/11/2023

দিনের থেকে রাতে বেশি ডিপ্রেশন অনুভূত হয় কেন?!

দিনের বেলা মানুষ নানা ধরনের কাজে ব্যস্ত থাকে, তখন ডিপ্রেশন অনুভব না হওয়াই স্বাভাবিক৷ রাতে বেশিরভাগ সময়ই মানুষ একা থাকে, তখন নানা ধরনের চিন্তায় ডিপ্রেশন অনুভব করাটাই স্বাভাবিক৷ তাছাড়া অনেকেই রাতে মোবাইল, ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে৷

মোবাইল ফোনের নীল আলো মেলাটোনিন হরমোন উৎপাদন দমিয়ে রাখে। এই হরমোন মানুষের ঘুমের চক্রকে নিয়ন্ত্রণ করে। রাতে মোবাইল, ল্যাপটপ ব্যবহার করলে সার্কাডিয়ান রিদমে ব্যাঘাত ঘটে, এর ফলে মুড ডিজঅর্ডার হতে পারে।💔😿

04/11/2023

রাত ১১ টা থেকে ২ টা পর্যন্ত সময়ের ঘুমকে ডেল্টা স্লিপ বলে। এই ঘুম যদি কেউ না পায় তাহলে বাকি ২৪ ঘন্টায় ২০ ঘন্টা ঘুমালেও ঘুমের আসল তৃপ্তি পাওয়া যায় না।

আর ডেল্টা স্লিপ না পাওয়ার ফলে ব্রেনের কার্যক্ষমতা কমে যাওয়া শুরু করে। পড়তে, খেতে এবং যেকোনো কাজ করতে আলসেমি অনূভুত হয়।🥲

04/11/2023

🌟🌟প্রাত্যাহিক জীবনে আমরা অনেকেই উচ্চমাত্রার ডোপামিনে আসক্ত। কেউ সোশ্যাল মিডিয়া (ফেসবুক, ইউটিউব, টিকটক, ইন্সটাগ্রাম) তে আসক্ত, কেউ বা মুভি/সিরিজে আসক্ত, কেউ ভিডিও গেইমে আসক্ত, কেউ সিগারেটে, কেউ জাংকফুড/ফাস্টফুডে আবার কেউ বা প'র্ণ অথবা হস্তমৈ'থুনে। এসব আসক্তির কারণে ব্রেইনের রিওয়ার্ড সারকিট/ডোপামিন রিসেপ্টর তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় যার ফলে দৈনন্দিন প্রোডাক্টিভ/ক্রিয়েটিভ কাজে মোটিভেশনের অভাব হয় যা আমাদের জীবনের উন্নতির পথে বড় এক বাধা। এসব আসক্তি থেকে বের হওয়ার জন্য অনেকেই নিয়মিত ডোপামিন ডিটক্স এর সাহায্য নেয়। অল্প কথায় বলতে- ডোপামিন হরমোন রিলিজ করে এমন সব কাজ থেকে বিরত থাকা হলো ডোপামিন ডিটক্স।

🌟🌟আজকের এই দুনিয়ায় আমাদেরকে বিক্ষপ্ত করার উপাদান এত বিস্তৃত যে আমাদের ফোকাস করার বা লক্ষ্যে মনস্থির করার ক্ষমতা অনেক দুষ্প্রাপ্য বস্তু হয়ে গিয়েছে । মনের অজান্তেই আমরা প্রভাবিত হচ্ছি অথবা অস্থির হয়ে পড়ছি । আমাদের গোল বা লক্ষ্য অর্জনের জন্য যখন আমাদের মূল কাজে ফোকাস হবার দরকার তখন আমরা প্রায়ই দেখতে পাই অপ্রয়োজনীয় অন্য কাজ করার ইচ্ছা আমাদেরকে পেয়ে বসে ।

🌟🌟প্রতিদিন এই একই ধারা চলতে থাকার কারনে আমাদের জন্য যা সবচেয়ে বড় লক্ষ্য বা আজীবন দেখে আসা স্বপ্ন ছিল সেটি হাত ফসকে যেতে থাকে। ফলশ্রুতিতে আমাদের ভেতরে জন্ম নেয় হতাশা , নিরাশা , উদাসীনতা , হিংসা এমনকি রাগের ।

🌟🌟ডোপামিন ডিটক্স এই বইটি আপনাকে নিজের প্রতি কন্ট্রোল করা শিখাবে, আসক্তির প্রতি লড়াই করতে শিখাবে, নতুন জিনিসের প্রতি ভাবতে শিখাবে, আপনাকে করে তুলবে আত্মউন্নয়ন মূলক। তবে শুধু বইটা কিনে পড়লেই হবে না এটার প্রত্যেকটা লাইন আপনাকে মেনে চলতে হবে তবেই কিছুটা ইম্প্রুভমেন্ট দেখা যাবে৷

সাইন্টিস্ট মাহফুজজ✍️

03/11/2023

আধুনিকতার ছোয়া পেয়ে অনেকে মেয়েই ভেবে থাকে ছোট ছোট ওয়েস্টার্ন টাইপ কাপড় পড়লে, ছেলেরা ইমপ্রেস হয়ে যাবে।

কিন্তু বিশ্বাস করো আর নাই করো, ছেলেরা আজও সেই শাড়ী তথা সামাজিক রুচিসম্মত পোশাক পড়ে থাকা মেয়েদের-ই বেশি পছন্দ করে।🌸💖

02/11/2023

একটা মানুষের কাছে সব সময় তার পছন্দের মানুষ হয়ে থাকতে পারবেন না, এটাই বাস্তব, সময়ের সাথে সাথে মানুষ বদলায়, মানুষের ভালো লাগা বদলায়, চিন্তা বদলায়, পছন্দের‌ মানুষ‌ও বদলায়.!

যখন দেখবেন সে আপনার কথা বিন্দুমাত্র শুনে চলে না, রেস্পেক্ট করে না সেখানেই সব শেষ, এরপরে কিছু নেই৷ এটাই হিউম্যান সাইকোলজি 🖤

01/11/2023

একটি মেয়ে অনেক সুন্দরী এবং অনেকেই তাকে পছন্দ করে আবার অনেকে তো ওয়ান সাইড ভালোবাসে। অনেকের প্রপোজাল সে মানা করে দিছে! এদের মধ্যে এমন কেউ কেউ খুব ধনী, হ্যান্ডসাম, স্মার্ট, পাওয়ারফুলও ছিলো তবুও মানা করে দিছে!

আবার কোনো মধ্যবিত্ত শ্রেণির, তেমন হ্যান্ডসামও না, স্মার্টনেসও কম, আর ব্যক্তিবর্গ নেই বললেই চলে এমন এক ছেলেকে সে পছন্দ করে & ভালোবেসে ফেলে। খেলা টাই তো এখানে। কারো উপর একবার মায়া চলে আসলে আর ঐসব খেয়াল রাখার সময় নাই কে ধনী, কে পাওয়ারফুল।

এই ভালোবাসাটা একদম খাটি। আর সেই ছেলে অনেক লাকি যে এমন কোনো মেয়ের চোখে ধরা পড়ে যায়। আসলে তারা ব্যক্তিত্ব, আচার-আচরণ, ব্যবহার, মাধুর্যযুক্ত কথা-বার্তা ইত্যাদি দেখে ছেলেটির মায়ায় আটকে যায়। তবে ভালোবাসার দিক দিয়ে শতকরায় দাগ টানলে মাত্র ১% (বর্তমানে) ছেলের ভাগ্য হয় এমন কোনো মেয়ের ভালোবাসা পাওয়ার। অর্থাৎ মাত্র ১% মেয়ে এই ক্যাটাগরির হয়।🙂💖

31/10/2023

যখন আপনি বিপদের সময় কোনো বিপরীত লিঙ্গের মানুষকে আপনার পাশে পাবেন,তখন সম্ভাবনা আছে যে, আপনি তার প্রেমে পড়ে যেতে পারেন! অথবা সাময়িক ভাবে তার প্রেমেও পড়ে যাবেন।

এরকমটি হওয়ার কারণ হল কঠিন পরিস্থিতিতে কাউকে কাছে পেয়ে আপনার মস্তিষ্ক নিজেকে সুরক্ষিত মনে করেএবং সেই মানুষটির প্রতি আকৃষ্ট হয়।💖🌸

30/10/2023

নেদারল্যান্ডস এর বিজ্ঞানীদের করা একটি
গবেষনা মতে, যখন কেউ ১০ সেকেন্ড যাবত লিপ কিস করে তখন তাদের মাঝে কমপক্ষে ৮০ থেকে ১ বিলিয়ন ব্যাকটেরিয়া আদান প্রদান হয় 😷

সো,যারা কিস করেছো ডিটারজেন্ট দিয়ে মুখ ধুয়ে নিও আর যারা করোনাই করবে ভাবছো তারা সাবধান হয়ে যাও🫦🙂

29/10/2023

বেশিরভাগ মানুষেরই একটা কল্পনার জগত থাকে।

তারা কোন শহরে থাকবে কেমন পরিবেশে থাকবে, কি খাবে, কাদের সাথে সময় কাটাবে এমনকি তাদের ক্রাশ কেমন হবে সেটাও তারা কল্পনা করে রাখে!

কংগ্রেচুলেশন তোমরা সবাই Maladaptive Daydreaming এ আক্রান্ত 🙂

28/10/2023

গবেষণা বলছে অধিকাংশ মেয়েরা তাদের বান্ধবীদের সফলতায় হিংসা করলেও.

ছেলেরা তাদের বন্ধুর সাফল্যে খুশি হয় এবং গর্ববোধ করে। কিন্তু তারপরও কিছু সংখ্যক মেয়ে আছে যারা এই নিয়মের বাইরে গিয়ে তাদের বান্ধবীদের সাফল্যে আরও খুশি হয়, এসব মেয়েদের মনমানসিকতা অনেক ভালো আর লক্ষী টাইপের।🌸💖

27/10/2023

জীবনের সবচেয়ে আনন্দময় অনুভূতি গুলোকে যদি তালিকাবদ্ধ করা হয় তাহলে প্রথম সারিতেই "সত্যিকারের প্রথম ভালোবাসার অনুভূতি" গুলো জায়গা করে নিবে!

আমরা যখন মন থেকে কাউকে সত্যিকারের ভালোবাসি তখন আমরা সবচেয়ে বেশি আনন্দ অনুভব করি। কেননা তখন আমাদের মস্তিষ্ক থেকে এম্পডিয়া ও ডোপামিন নামক দুটি হরমোন রিলিজ হয় I যা আমাদের মস্তিষ্কের প্রায় সর্বাঙ্গে প্রবাহিত হয় এবং যার ফলে আমরা অনেকটাই বেশি তৃপ্তি অনুভব করি। 💖🌸

26/10/2023

অনেকে ভাবে ছেলেরা রোমান্স করতে পারেনা কিন্তু ছেলেরা রোমান্স অনেক পছন্দ করে যদিও তারা তা প্রকাশ করতে ভয় পায়।

ছেলেরা খুব রোম্যান্টিক হয়ে থাকে। কিন্তু তা সবসময় সঠিক ভাবে উপস্থাপন এবং প্রকাশ করতে পারে না। কারণ তারা দ্বিধায় থাকে ‘যদি অতিরিক্ত হয়ে যায়, কিংবা সে যদি কিছু ভুল করে ফেলে, অথবা তাকে নিয়ে যদি তার সঙ্গী পড়ে মজা করে এই ভয়ে অর্ধেক ছেলেরা আনরোমান্টিক ট্যাগ পায় তার প্রিয়সীর কাছ থেকে🤒🥲

25/10/2023

শুধুমাত্র শারীরিক আকর্ষণ ছেলেদের মনে ভালোবাসার সৃষ্টি করে না!

অনেকেই মনে করে ছেলেরা শুধুমাত্র মেয়েদের শারীরিক বিষয়ে আকর্ষণ বোধ করলেই তাকে ভালোবেসে ফেলে। বিষয়টি সম্পূর্ণ ভুল, কারণ সাধারণত এবং স্বাভাবিক এবং ডিসেন্ট ছেলেরা কখনোই ভালোবাসার জন্য শুধুমাত্র শারীরিক আকর্ষণকে প্রাধান্য দেয় না। ছেলেরা মূলত মেয়েদের হাসি, কথা বলার স্টাইল, কেয়ারিং দৃষ্টিভঙ্গি ইত্যাদির প্রতি বেশি আকর্ষিত হয়৷💖🌸

সাইন্টিস্ট মাহফুজজ🌺

24/10/2023

আজকে বাংলাদেশ জিতলে...

ছবি আপলোড দিবো 😌

24/10/2023

শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা আল্লাহ তোমাকে দেয়নি, ভাবতে পারো!সেই জিনিস কতটা ক্ষতিকর ছিলো তোমার জন্য!

"নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী!"
আলহামদুলিল্লাহ।💖🌸

23/10/2023

আমরা অনেকেই ভালোবাসা আর ভালোলাগার পার্থক্য বুঝিনা! যার ফলে আমাদের অনেক সময় আবেগাপ্লুত হয়ে বিপদে পড়তে হয়।

ভালো লাগা হচ্ছে একে অপররে প্রতি ক্ষনিকের জন্য আবেগ। আর ভালোবাসা হচ্ছে দুটি জিনিসের মধ্যে আধ্যাত্মিক একটা মিল। একে অপরের প্রতি দায়িত্ব ও কর্তব্যকে দুইগুন করা। তবে এটা ঠিক ভালো লাগা থেকে ভালোবাসা হয়.

একটি ফুলকে যদি আপনার ভাললাগে, তাহলে আপনি সেটিকে তুলে নিজের চুলে বাধবেন, বাড়ি সাজাতে অথবা প্রেমিক/প্রেমিকা কে দেবেন। কিন্তু আপনি যদি ফুলটিকে ভালোবাসেন, তাহলে গাছটিতে পানি দেবেন এবং সবসময় সেটার সৌন্দর্য উপভোগ করতে চাইবেন। এটাই পার্থক্য ভালোবাসা ও ভালোলাগার মধ্যে 💖🌸

22/10/2023

যেকোনো সম্পর্কের মধ্যে মাঝে মাঝে একটু ঝগড়া ঝামেলা হওয়া ভালো।

কারণ তোমার সম্পর্কে কার মনে কি পুরনো অভিযোগ আছে তা জানতে পারবে এবং সব অভিমান এক সাথেই মিটে যাবে 😉💖

21/10/2023

সাইকোলজিক্যালি ছেলেরা আত্মসম্মানকে ভালোবাসার চাইতেও বেশি প্রাধান্য দিয়ে থাকে।ভালোবাসার মূল্য ছেলেদের কাছে রয়েছে কিন্তু তারা ভালোবাসার চাইতেও বেশি প্রাধান্য দেয় আত্মসম্মানকে।

ছেলেরা সবসময়েই নিজের প্রিয়সীর কাছ থেকে সম্মান আশা করে। ছেলেদের মাপকাঠিতে সম্মান ভালোবাসার চাইতেও উপরে থাকে। একারণে অনেক সময় ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়, কিন্তু তবুও ছেলেরা আত্মসম্মান নিয়ে কঠোর🌸💖

সাইন্টিস্ট মাহফুজজ🌺

20/10/2023

দুনিয়ার সবাই বেটার অপশন খুঁজে। এইটাই থিউরি। ধরো তোমার সাথে গল্প করে কেউ মজা পায়। হঠাৎ দেখবে সে আর তোমাকে নক দিচ্ছে না। তার মানে সে তোমার চেয়ে বেটার কাউকে পেয়ে গেছে। যে তোমার থেকেও কোয়ালিটিফুল কোম্পানি দিতে পারে।

তোমার সৌন্দর্য দেখে কেউ প্রেমে পড়ছে। হঠাৎ যদি দেখো সে তোমাকে ইগনোর করতেছে, তারমানে সে তোমার চেয়েও সুন্দর কাউকে পেয়ে গেছে।

এইটাই রিয়েলিটি। এবং এইটাই একমাত্র থিউরি। এর বাইরে গিয়ে সমস্ত নিয়ম ভেঙে কেউ যদি তোমার মাঝে আটকে যায় এইটাকে ডিফাইন করার মত থিউরি বিজ্ঞান এখনও আবিস্কার করতে পারেনাই। হয়তো সেটার নাম-ই ভালোবাসা 🌸💖

19/10/2023

যে সকল ব্যক্তিরা বেশি ইমোশনাল হয় তারা তাদের স্বপ্নের পেছনে তত বেশি ছুটে বা ছুটতে পছন্দ করে অর্থ্যাৎ তারা তাদের স্বপ্নের সাথে Emotionally Attached হয়ে যায় এবং তাদের স্বপ্ন তারাতারি পূরণও হওয়ার সম্ভাবনা থাকে.

তাই তোমার প্রেমিক/প্রেমিকা ছে'কা দিয়ে গেলে আবেগী পোস্ট না দিয়ে তোমার আবেগ কে শক্তিতে পরিণত করো।🌸💖

18/10/2023

প্রতি ৫ জন মেয়ের মধ্যে ২ জন মেয়ে Anuptaphobia এর স্বীকার হয়ে থাকে। অর্থাৎ এই জিনিসের ভয় "যে তার হয়তো কোনো দিন বিয়ে হবে না, আর হলেও হয়তো তার ভুল মানুষের সাথে বিয়ে হবে"

আর তাদের ভিতর এমন Phobia থাকার কারণ হলো ছোটবেলার তারা এমন কোন কাপলকে দেখেছে যারা কিনা সবসময় ঝগড়া করে এবং তাদের মাঝে বিভেদ লেগে থাকে!💔

17/10/2023

একটি গবেষণায় দেখা যায়, ছেলেরা অন্যান্য রূপবতী মেয়ে যেমন: সুন্দর, ফর্সা, লম্বা, চিকন, গালে টোল ইত্যাদি রূপসম্পুর্ণ মেয়েদের চেয়েও লম্বা চুলওয়ালী মেয়েদের দিকে বেশি আকর্ষিত হয়।

সাইকোলজিস্টদের মতে, ছেলেদের চোখে লম্বা চুলওয়ালী মেয়েদের অন্যদের তুলনায় অনেক বেশি মায়াবী লাগে 😌💖

Want your public figure to be the top-listed Public Figure in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

😥😥
😇😇

Category

Telephone

Address

Narayanganj
1400

Other Writers in Narayanganj (show all)
LOST STORY LOST STORY
Narayanganj, 1400

@loststory.97

Simanta Prodhan Simanta Prodhan
Shayesta Khan Road
Narayanganj, 1400

I am a very ordinary person. I like to write. If you don't have the patience to read my writing,

Jaan Chummma dibaa Jaan Chummma dibaa
Sanarpar
Narayanganj

গল্প পরতে ভালোবাসলে পেজটি ফলো করুন।🖤

Last Expect Last Expect
ঢাকা, বাংলাদেশ
Narayanganj

Love Is Not Mean For Everyone

Emotion Emotion
Narayanganj

সব কিছুরই দাম বাড়ে শুধু তোমার কাছে আমার দাম ছাড়া!�

هذه هي النفسHadhih-hi-alnafs هذه هي النفسHadhih-hi-alnafs
Narayanganj

هذه هي النفس hadhih hi alnafs Purification of the soul আত্মার পরিশ?

Tarana Afrin Tarana Afrin
Narayanganj

Biplob Hossain munna Biplob Hossain munna
Dhaka Highway
Narayanganj

নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করো

𝑒𝑚𝑜𝑡𝑖𝑜𝑛シ︎ -আবেগ 𝑒𝑚𝑜𝑡𝑖𝑜𝑛シ︎ -আবেগ
Narayanganj

ছোট লেখায় হাজারো অনুভূতি।।

Nasima Akter Nasima Akter
Narayanganj

Life is a beautiful place, here we live to over come, when we lose something that time we earn learn

Md Siam Md Siam
তুমি
Narayanganj, HHDDCF

❤️❤️❤️❤️❤️

S.S  Zoon S.S Zoon
Narayanganj

গল্প পড়তে ভালোবাসি, যারা গল্প পড়তে ভালোবাসেন আমার পেজে লাইক ফলে দিয়ে রাখবেন ❤️❤️❤️❤️❤️