Hamdard Dhaka Uddan, Dhaka Branch
• হামদর্দের যেকোন প্রোডাক্ট হোম ডেলি?
হামদর্দের সঙ্গে ইনসাফ বারাকাহ হসপিটালের ‘মেডিকেল সার্ভিস এগ্রিমেন্ট’ সম্পন্ন
------------------------------------------------------
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের সঙ্গে ইনসাফ বারাকাহ হসপিটালের ‘মেডিকেল সার্ভিস এগ্রিমেন্ট’ সম্পন্ন হয়েছে । আজ রাজধানীর বাংলামটরে হামদর্দ বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ ও বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ।
হামদর্দ বাংলাদেশের পক্ষে হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এবং ইনসাফ বারাকাহ হসপিটালের পক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় হামর্দের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন রাসেল, সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক বিপণন হাকীম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, কোম্পানি সেক্রেটারী ও পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন (অঃ দাঃ) আব্দুল মজিদ, উপ পরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল এ্যান্ড প্রটোকল ও এস্টেট (অঃ দাঃ) মিজানুর রহমান, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ (অঃ দাঃ) আবু ইউছুফ আবদুল হক উপস্থিত ছিলেন।
বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এম রহুল আমিন, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো: আলতাফ হোসেন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মহা: হাফিজুর রহমান, এসিস্ট্যান্ট মানেজার এইচ এম দুলাল, আব্দুল কুদ্দুস, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর নজরুল ইসলাম শাওন চৌধুরী, সাদ আব্দুল্লাহ প্রমুখ।
উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, হামদর্দ পরিবারের চিকিৎসায় ইনসাফ বারাকাহ হসপিটাল শতভাগ আন্তরিক সেবা প্রদান করবে। পাশাপাশি হামদর্দের গুণগত মানসম্পন্ন ওষুধসমূহ ইনসাফ বারাকাহ হসপিটালের সেবা গ্রহণকারীদেরও চাহিদা পূরণ করবে।
এইচএসসিতে অসাধারণ রেকর্ড করলো হামদর্দ পাবলিক কলেজ
----------------------------------------------------------------------
ঢাকার শ্রেষ্ঠতম কলেজগুলোর মধ্যে ইতিহাস সৃষ্টি করলো কিংবদন্তি উদ্যোক্তা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত হামদর্দ পাবলিক কলেজ ।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল-২০২৪ এ হামদর্দ পাবলিক কলেজের মোট ৪০২ জন শিক্ষার্থীর (বিজ্ঞান: ৩৭৮ জন, ব্যবসায় শিক্ষা: ২৪ জন) মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১১ জন অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তির হার শতকরা ৫২.৪৮%। পাশের হার: ৯৯.৭৫%, অকৃতকার্য ১ জন।
ফলাফল ঘোষণার পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামসহ শিক্ষকরা ছুটে আসেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র কাছে। এ সময় প্রতিষ্ঠাতা মহোদয় শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তৈরি হয় এক অন্যরকম আনন্দঘন পরিবেশের।
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, শিক্ষকদের নিরলস পরিশ্রম-নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের নিরন্তর প্রচেষ্টায় আজ হামদর্দ পাবলিক কলেজ সমগ্র বাংলাদেশে অসাধারণ চমক দেখিয়েছে। ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত রেখে সৎ ও যোগ্য মানুষ তৈরির প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোমালিয়া’র দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আসিফ এস মিজান, হামদর্দের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।
শিক্ষা ও স্বাস্থ্য সেবার বাতিঘর, হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়ার সহধর্মিণী এবং রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুনের পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত হামদর্দের অসাধারণ একটি তথ্য চিত্র দেখুন।
লিংক প্রথম কমেন্টে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Telephone
Website
Address
32 Hazi Dil Mohammad Avenue Main Road, Dhaka Uddan, Mohammadpur
Dhaka
House 2 Road 17 Block C Banani, Kakoli, Behind UAE Market
Dhaka, 1213
Implant, Cosmetic Dentistry and orthodontics
Shaheed Suhrawardy Medical College Hospital
Dhaka, 1207
আমি ডাঃ রাজীব একজন জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক
Resident Physician Dhaka Medical College And Hospital Dhaka. Chandpur Chember-Rimtouch Diagnostic And Consultation Centre, Mission Road, Chandpur
Dhaka, 1000
এমবিবিএস(আইএসএমসি) পিজিটি(মেডিসিন) এমডি গ্যাস্ট্রোএন্টেরোলজি কোর্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
Uttara
Dhaka, 1230
Hi, I'm a doctor and entrepreneur working to improve public understanding of medical science.
শনির আখড়া, জিয়া স্মরণী রোড, পলাশপুড় ( ছাপড়া মসজিদের পাশে ) কদমতলী, ঢাকা।
Dhaka, 1362
�Dr. Mishu Official Page. � DHMS (Dhaka) �BHMC (Dhaka) �MCH(Dhaka shisu hospital) �Homeo Co
Dhaka
Dr. MOHAMMAD SAKHAWAT HOSSAIN MBBS (DU); CCD (BIRDEM) ICPPN (Singapore); PGPN (Boston) ENS (Germany)
House-19, Road-10B, Sector-11, Uttara
Dhaka, 1230
এখানে রোগীরা বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে Imo মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্টার দেখাতে পারবেন।