Rajib Dey Sarker
আমি ডাঃ রাজীব
একজন জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক আমার Youtube চ্যানেলে যুক্ত থাকুনঃ https://cutt.ly/EXQkQLJ
সহকর্মীদের সাথে একটি সেলফি...
সাথে আছেন আমাদের সার্জারী বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান স্যার অধ্যাপক ডাঃ এস এম কামরুল আক্তার সঞ্জু স্যার এবং ম্যাডাম।
আমার ২ জন অসাধারণ সহকর্মীর সাথে 😊
ডানে ডাঃ অমিত সেনগুপ্ত, মাঝখানে ডাঃ মুবিনা বিনতে মান্নান।
আমার প্রিয় একজন বিশেষজ্ঞ সার্জন ডাঃ সাদিক ভাই এর সাথে
[ছবি বামের টা আমি - মাস্ক থাকায় চিনিয়ে দিচ্ছি] 😊
নৌকার মাঝি হয়েছেন যারা সকলকে অভিনন্দন 👍
পড়ন্ত বিকেল।
আমি আমার বাসার রাস্তার চিরচেনা চায়ের দোকানে এসে দাঁড়ালাম। উদ্দেশ্য চা খাবো। রাস্তার চা বরাবরই আমার কাছে অমৃত।
যে দোকানী চা বানান তিনি আমাকে চেনেন। অদ্ভূত এক সম্পর্কে জড়িয়ে আছি দু'জন।
দুজনই দুজনের "মামা" হই। এই 'মামা' নগর সভ্যতার সৃজন।
যাই হোক, 'মামা' আমাকে চা দিলেন। আমি চুমুক দিচ্ছি আয়েশি ভঙ্গিতে।
হঠাৎ পাঞ্জাবি পড়া একজন লোক এগিয়ে এলেন। চায়ের দোকানের পাশেই তার সাদা রঙের হোন্ডা ভিজেল এসইউভি দাঁড়ানো।
উঠতে যাচ্ছিলেন তিনি। তার ফোনে ফোন এলো। সম্ভবতঃ কোন দাওয়াতে এসেছেন কিংবা কোন দাওয়াতে যাচ্ছেন। কারন তার পারফিউমের গন্ধে আমি আমার নাকের সামনে থাকা চায়ের গন্ধটাও ভালো মতো পাচ্ছি না।
ফোন বের করে বিরক্তি মুখে তিনি ফোন ধরলেন।
- জ্বী জ্বী স্লামালিকুম। আনোয়ার ভাই। কেমন আছেন?
(ওপার থেকে নিশ্চয়ই পালটা প্রশ্ন করেছে - আপনি কেমন আছেন)
তার উত্তর তিনি বলছেন,
"ভালো আর কই আছি আনোয়ার ভাই। শখের #হ্যারিয়ার টা গ্যারেজে। কী যেন হলো ইঞ্জিনে, ব্যস, আটাশ হাজার টাকার ধাক্কা। ছেলেটা বন্ধুদের নিয়ে #সুইডেন যাবে। টাকা ওড়াবে, সেই টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছি। ইটের ভাটার প্রজেক্টে আরো ৯৩ #লক্ষ টাকা দিতে হবে। কী যে টেনশন হয়!! এর মধ্যে আমার রুমের #এসি টা ডিস্টার্ব দিচ্ছে। ঘুমাচ্ছি অন্য ঘরে। ও ঘরে আবার #এলইডি নাই। আপনার ভাবী #জুয়েলারীর দোকান থেকে কী যেন দেখে এসেছে। কোটি নেমে যাবে মনে হচ্ছে। আর শীতকাল। এদিক সেদিক #পার্টি তো লেগেই আছে। ভালো থাকি কী করে বলুন তো? আচ্ছা শুনুন, ঐ পূর্বাচলের... ..." 🙄
আমি চা খেতে খেতে টিকেট ছাড়া একটা সিনেমা দেখ ফেললাম। 😁
আর এখানে দাঁড়ানো যাবে না। এরপর আমার মাথা ঝিম ঝিম করবে। আমি সেই স্তরে যেতে চাই না। ☺️
মানিব্যাগ থেকে মামাকে গুণে গুণে ৩ টা ২ টাকার নোট ( = ৬ টাকা) দিলাম।
মামা টাকাটা নিতে নিতে জিজ্ঞেস করলেন, "মামা আছেন ভালো?"
আমি সময় না নিয়েই উত্তর দিলাম, "দারুন #ভালো আছি আনোয়ার সাহেব"
===================
#অনুগল্পঃ "দারুন ভালো আছি"
===================
[২০১৭ সালে লেখা]
‘স্পাইনাল অ্যানেসথেশিয়া’ কিভাবে ও কখন দেয়া হয়?
রোগীদের এই জিজ্ঞাসার উত্তর দেবার চেষ্টা করেছি।
স্পাইনাল অ্যানেসথেশিয়া। কিভাবে ও কখন দেওয়া হয়? Spinal Anesthesia। When & How??? Dr. Rajib Dey Sarker 🧡 স্পাইনাল অ্যানেসথেশিয়া 🧡রোগীরা অপারেশনে আগে এই অ্যানেসথেশিয়া বিষয়ে আমার কাছে প্রায়ই জানতে চান। যে কোনো সার্জ...
প্রায় ৫ বছর আগে তোলা একটি ছবি। ♦
আমাদের শিক্ষাব্যবস্থা আসলেই অসফল / বিফল / অসুস্থ ! 😥
যে সমাজের একজন অভিভাবক মনে করেন "বয়সের তালে তালে" বয়ঃসন্ধির বিষয়গুলো একটা ছেলে বা একটা মেয়ে নিজেই শিখে ফেলতে পারে, সেই সমাজে ভয়াবহ দুর্যোগ আসছে বা আমরা সেই দুর্যোগের ভেতরেই আছি। দুর্যোগের সেই প্রজন্ম অবশ্যই অন্ধ হয়ে বেড়ে উঠছে।
ভিডিওতে দেখলাম, বক্তব্য দিতে গিয়ে একজন অভিভাবক প্রশ্ন করেছেন 'মাসিকের গল্প', 'বয়ঃসন্ধিকালে কি কি পরিবর্তন হয় তার গল্প' এগুলো কেন স্বাস্থ্য সুরক্ষা বইয়ে থাকবে? তিনি আরো প্রশ্ন করেছেন "এগুলো কি জানার দরকার আছে?" আচ্ছা আমাদের পরিবার গুলোতে ঠিক কতো সাল থেকে এসব নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে, কেউ আমাকে জানাতে পারেন?
তিনি আরো বলেছেন "এসো বন্ধু হই - এই চ্যাপটার কেন লাগবে? খালি প্রেম করার জন্য স্কুলে যাই নাকি আমরা?" সেদিন হলরুমে ভর্তি আরো অনেক অভিভাবক বেশ জোরে জরে তালি দিয়ে ভদ্রমহিলাকে উৎসাহ দিচ্ছিলো। আমার ভয়টা ওখানেই।
শিক্ষিত একদল অভিভাবক কি অবলীলায় এক গুচ্ছ মনগড়া অবৈজ্ঞানিক ও প্রচণ্ড ক্ষতিকর কথাকে বাহবা দিয়ে গেলো। এখানেই আমাদের শিক্ষা ব্যবস্থার দৈন্যতা/বিফলতা! আমাদের শিক্ষা ব্যবস্থা এমন 'কতিপয়' অভিভাবক তৈরী করেছে যারা সমাজের প্রয়োজন এবং বিজ্ঞানকে অস্বীকার করতে শুরু করেছেন। শিক্ষা তাদের সার্টিফিকেট পর্যন্ত এসেছে, অন্তর পর্যন্ত আসতে পারেনি।
ভাইরাল অভিভাবক মহোদয় সুচতুরভাবে বাস্তবতাকে এড়িয়ে গেছেন। গান শেখা/আর্ট শেখা/এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিজ শেখার জন্য তার ভাষ্যমতে এগুলোর জন্য অন্যান্য প্রতিষ্ঠান আছে। কিন্তু আন্টি, সেসব প্রতিষ্ঠানে পড়ানো/শেখানোর মতো অর্থনৈতিক অবস্থা না হয় আপনার আছে, সব পরিবারের কি আছে?
আমাদের অধিকাংশ মেয়েরা তাদের ছোটবেলায় পরিবারের খুব কাছে কিছু মানুষ দিয়েই যৌন নির্যাতন বা যৌন হয়রানির শিকার হয়। আজ যদি স্কুলে বসে সেই ছোট্ট মেয়েটা Good touch - Bad touch এর বিষয়টা শিখতো, তাহলে মোটেই ঐ মেয়েগুলো কপালে সেই দুর্বসহ দুর্দিনের শৈশব/কৈশোর আসতো না।
আমি জানি না, স্বাস্থ্য শিক্ষার বিষয়টা পরিবার থেকে এতো ভালো মতো সবাই শিখে-পড়ে আসলে করোনার সময় সিম্পল 'মাস্ক পরাতে' সরকারকে এতো বেগ পেতে হলো কেন? রাস্তায় রাস্তায় লোকজনকে মাস্ক পরার জন্য কেনই-বা পুলিশ দিয়ে কঠিন অ্যাকশনে যেতে হলো কেন? ভ্যাকসিন নিতে গিয়ে ধর্মান্ধদের সাথে এতো ঝামেলা পোহাতে হলো কেন? ভ্যাকসিন নিলে ছেলেরা মেয়ে হয়ে যায় না, এই শিক্ষা তারা পরিবার থেকে পেলো না কেন?
এই সব বাদ দিলাম।
প্রথম পিরিয়ড হলে কি কি করণীয় সেসব বিষয় আমাদের কিশোরীরা পরিবারের থেকে বেশি শোনে ইন্টারনেট বা বান্ধবীদের কাছ থেকে। বিভিন্ন ওয়েবসাইটের FAQ বা স্বাস্থ্য পেইজের কমেন্ট সেকশন ঘুরে আসুন, পরিবার কি শিখিয়েছে/ কতোটুকু শিখিয়েছে সব জানা যাবে!
আর শেষ কথা,
পরিবার যদি সব 'শেখার' উৎস হতো এই দেশের মানুষ ঘুষ 'খায়' কেন, ঘুষ 'দেয়' কেন, নীতিহীন হয় কেন, রাস্তায় বিপদে পরলে কেউ এগিয়ে আসে না কেন, অনলাইনে গালি দেয় কেন, অনলাইনে গালি দিয়ে নিজের প্রোফাইলে ধর্মীয় পোস্ট শেয়ার দেয় কেন? ভিকটিম ব্লেমিং করে কেন?
মনে রাখবেন,
আপনি বা আপনার ভিডিও ভাইরাল হয়েছে,
তার মানে এই নয় যে
আপনি যা বলেছেন তা সঠিক! 😕
দারাজের ৫০ কোটি টাকা মূল্যের ১১.১১ ক্যাম্পেইন | Daraz 11.11 Campaign 2023 |
কে কে কনসার্টে গিয়েছিলেন?
কেমন হলো কনসার্ট?
🔰
ফার্মেসী মালিকদের এই কুকর্মের দায় বছরের পর বছর ধরে চিকিৎসকদের বহন করতে হয়েছে, হচ্ছে।
ধন্যবাদ ভোক্তা অধিকার অধিদপ্তর 🙏❤️
সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের জন্য 😁
বুদ্ধি! বাঙ্গালীর বুদ্ধি! 😁
লেজার দিয়ে অপারেশন করা যায় কি? কোন কোন রোগের অপারেশনে লেজার ব্যবহার করা যায়।
লেজার সার্জারী নিয়ে রোগীদের মধ্যে কৌতুহল অনেক অনেক বেশী। চেম্বারে বা ইনবক্সে অনেকেই এই বিষয়ে জানতে চান। তাদের জন্যই ২ মিনিটের ছোট্ট এই ভিডিও।
অনেকেই প্রশ্ন করেন, মলদ্বারের বিভিন্ন কমন রোগ, যেমনঃ পাইলস, ফিশার, ফিস্টুলা রোগের অপারেশন লেজার দিয়ে করা যাবে কী না? মাত্র ২ মিনিটের ভিডিও দেখলেই সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
- ডাঃ রাজীব দে সরকার
জেনারেল সার্জারী বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কপিক সার্জন
Youtube এ দেখুন আরো বিস্তারিতঃ https://t.ly/_X9eW
অথবা ঘুরে আসুন এই রকম আরো অনেক রোগ সম্পর্কিত প্রশ্ন-উত্তর ভিডিও দেখতে। ক্লিক করুন এখানেঃ https://t.ly/EyWSg
ভালো থাকুন।
#লেজার
অনেক রোগীর ফোন পেয়ে খারাপ লাগছে। 😥
অপারেশন হয়ে গেছে এমন অনেক রোগীও ফলোয়াপের জন্য আসতে পারছেন না। নতুন অনেক রোগী অর্ধেক রাস্তা এসেও আজ ফিরে গেছেন এবং ফোনে আমার চেম্বারের লোকজনের কাছে দুঃখ প্রকাশ করেছেন। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও কিছুটা আতঙ্ক কাজ করছে অনেকের মধ্যেই।
করোনা কালীন সময়ের মতো হয়তো আবার অনলাইন ভিত্তিক চিকিৎসা চালু করতে হবে। বিষয়টি নিয়ে ভাবছি। হয়তো একটি WhatsApp নম্বরের মাধ্যমে উদ্ভূত এই পরিস্থিতিতে আপনাদের পাশে থাকবো।
আপনাদের মতামত জানাতে পারেন।
সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।
International College of Surgeons (Chicago, USA) এর Bangladesh Section এর অনুষ্ঠানে।
ব্যস্ততার ফাঁকেও আজ গিয়েছিলাম এই সিনেমাটি দেখতে। “মুজিব - একটি জাতির রূপকার” নিঃসন্দেহে দেখার মতো একটি সিনেমা।
সিনেমার বহু অংশে আমি উপস্থিত অনেক দর্শককেই কাঁদতে দেখেছি বা চোখ মুছতে দেখেছি। সিনেমাটা যখন শেষ হলো, হলের অনেক দর্শক স্তব্ধ হয়ে বসেছিলেন। কেউ উঠে দাঁড়াচ্ছিলেন না। নির্মাতা শ্যাম বেনেগালকে ধন্যবাদ এই অসাধারণ নিস্তব্ধতা উপহার দেবার জন্য।
আরেফীন শুভ ছাড়াও এই সিনেমায় আরো বহু বিজ্ঞ অভিনেতা অভিনয় করেছেন এবং প্রায় সবাই যার যার চরিত্রে অদম্য ছিলেন।
আমি সবাইকে অনুরোধ করবো আপনারা পরিবার নিয়ে এই সিনেমাটি দেখে আসুন।
😊 হাসি দিয়ে শুরু হোক দিন!
হার্নিয়া রোগ নিয়ে নানা বিভ্রান্তি আছে।
কেউ মনে করেন, এটা শুধু পুরুষদের হয়।
আবার কারও ধারণা, ওষুধেই সেরে যায় এ রোগ।
এসব ভুল ধারণার কারণে অনেক রোগী সময়মতো চিকিৎসকের কাছে যান না। এক পর্যায়ে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। তাই হার্নিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
হার্নিয়া হলে অপারেশনই কি একমাত্র সমাধান? | The Business Standard হার্নিয়া রোগ নিয়ে নানা বিভ্রান্তি আছে। কেউ মনে করেন, এটা শুধু পুরুষদের হয়। আবার কারও ধারণা, ওষুধেই সেরে যায় এ রোগ। ....
আমার মেডিকেল কলেজের এক অনুজের সাথে তোলা ছবিটা আপলোড দিলাম। 📸
মেডিকেল কলেজের সিনিয়র-জুনিয়র এই সম্পর্ক গুলো অনন্য এক বন্ধন ও ভরসার প্রতীক। সেই জুনিয়র যখন তারই কোন আপন জনের চিকিৎসার জন্য একই মেডিকেল কলেজের অগ্রজর উপর আস্থা রাখেন, সেই মুহুর্তটি প্রচন্ড গর্বের। আস্থার এই বন্ধন মেডিকেল কলেজের নামকে আরো আলোকিত করে।🏮
ছবির দুজন মানুষের মেডিকেল বিদ্যাপীঠ অভিন্নঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (BSMMC) [পূর্বনামঃ ফরিদপুর মেডিকেল কলেজ]
মেডিসিন এর কিংবদন্তী চিকিৎসক এবং প্রচন্ড দূরদৃষ্টিসম্পন্ন একজন জ্ঞানী মানুষ, অজস্র মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এর শিক্ষক/মেন্টর অধ্যাপক ডাঃ রেদোয়ান স্যার আজ চলে গেলেন।
বাংলাদেশ একজন সত্যিকারের গবেষক এবং একজন নমস্য মেডিসিন বিশেষজ্ঞকে হারালো। এই ক্ষতি অপূরণীয়।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে উনি যতোদিন ছিলেন, সাপ্তাহিক সেমিনারে ওনার বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। আমি সার্জারী বিষয়ের মানুষ হয়েও অনেক কিছুই শিখেছি স্যারের কাছ থেকে।
কিছুদিন আগে হাসপাতালে এসেছিলেন একটি কাজে। তখন বেশ কিছুটা সময় স্যারের সাথে ছিলাম। এই ছবিটি তখন তোলা।
BISHWORANG এর পাঞ্জাবিতে আমি 🙏
আগামী বুধবার ২৫ অক্টোবর ২০২৩ আমার চেম্বার ‘বন্ধ’ থাকবে।
🙏
একজন চিকিৎসক হয়েও রোগীর লোকের প্রতারণার খপ্পড়ে পরেছিলাম প্রায়।
বাকিটা শুনুন ভিডিওতে...
একই সাথে প্রায়ই ঘটতে থাকা এ ধরনের প্রতারণা রুখতে আমার ৩ টি পরামর্শ শোনার অনুরোধ জানালাম।
ইউটিউবেও পাবেন বিস্তারিতঃ https://t.ly/GM1r1
"Durga Puja", the grand celebration dedicated to Goddess Durga, holds a profound significance in the cultural tapestry of Bengali society.
This iconic festival, rooted in ancient mythology and rich heritage, epitomizes the victory of good over evil. Maa Durga, the divine mother, symbolizes strength, courage, and righteousness, making her worship an integral part of Bengali tradition and heritage.
Historical Origins:
- In Hindu mythology, the story of Goddess Durga's birth and her victory over the demon king Mahishasura is narrated in the Devi Mahatmya, a sacred text that is part of the Markandeya Purana. According to this mythological account, the gods faced immense torment from the powerful demon king Mahishasura, who was wreaking havoc in the heavens.
- Mahishasura was no ordinary demon; he had received a boon from Lord Brahma, which made him nearly invincible. The boon granted him the power that he could only be defeated by a female, thinking that such a possibility was remote.
- Seeing the dire situation, the gods decided to combine their energies and create a divine being to combat Mahishasura. From the collective energy of Brahma, Vishnu, Shiva, and other gods, a supremely powerful and radiant goddess emerged. This goddess was Durga, a manifestation of the divine feminine energy, also known as Shakti. She was adorned with multiple arms, each carrying various weapons bestowed upon her by different gods, symbolizing their individual powers.
- Empowered by the gods and riding a lion, which represented her valor and strength, Goddess Durga engaged in a fierce battle against Mahishasura, who, in his arrogance, underestimated her because of her female form. The battle between Durga and Mahishasura raged on for nine days and nights, during which the goddess displayed her unparalleled strength, courage, and determination.
- In the climactic moment of the battle, on the tenth day, known as Vijayadashami or Dussehra, Durga finally defeated Mahishasura. Using her divine weapons and her immense power, she slayed the demon king, thus ending his tyranny and restoring peace and balance in the universe.
- The story of Goddess Durga's birth and her victory over Mahishasura symbolizes the triumph of good over evil, righteousness over tyranny, and the power of the divine feminine. Durga Puja, the festival celebrating her victory, is a commemoration of this significant event and is observed with great devotion and enthusiasm by Hindus around the world
Durga Puja in Bengal:
The celebration of Durga Puja in Bengal has a unique cultural fervor. The preparation for this festival begins months in advance, with artisans crafting intricate idols of Goddess Durga and her companions. Pandals, elaborately decorated temporary structures, are erected across the city, showcasing innovative themes and artistic creativity. The entire city comes alive with colorful lights, traditional music, and the aroma of delicious Bengali cuisine.
Heritage and Tradition:
Durga Puja is more than just a religious festival; it is a celebration of heritage and tradition. The puja rituals, including chanting of hymns, offering prayers, and elaborate aarti, are performed with great devotion. Families come together, adorned in traditional attire, to participate in these rituals, fostering a sense of unity and togetherness.
Social Significance:
Beyond its religious and cultural significance, Durga Puja plays a pivotal role in the social fabric of Bengali society. It promotes community bonding, as people from all walks of life come together to celebrate the festival. It transcends barriers of class, caste, and religion, promoting a spirit of inclusivity and harmony.
Economic Impact:
Durga Puja has a significant economic impact, driving various industries such as handicrafts, textiles, and tourism. Artisans and craftsmen find employment in creating elaborate idols and pandal decorations. Moreover, the influx of tourists during this period boosts the local economy, making it a crucial event for the region’s financial prosperity.
Conclusion:
Durga Puja, the worship of Maa Durga, embodies the essence of strength, devotion, and victory. Its celebration in Bengali society is a testament to the rich cultural heritage and traditions passed down through generations. Beyond the religious rituals, Durga Puja fosters unity, inclusivity, and economic growth. As this magnificent festival continues to be celebrated with fervor and zeal, it not only honors the goddess but also preserves the legacy and heritage of the Bengali culture for generations to come.
[Written by - Dr. Rajib Dey Sarker]
মলদ্বারের সমস্যায় আমাদের রোগীরা কি করেন?
আমি গত ১১ বছরে মলদ্বারের বিভিন্ন সমস্যায় আক্রান্ত যতো রোগী দেখেছি, তাদের অধিকাংশই মলদ্বারের বিভিন্ন সমস্যায় সবার আগে 'চিকিৎসক' এর কাছে আসেন নি। বরং তারা আমার বলে অন্য ৪টি অপশন এর কাছে গেছেন। পরবর্তীতে রোগ যখন জটিল অবস্থায় চলে গেছে বা রোগীর ভোগান্তি সাময়িক কমে গেলেও যখন তা আবার বেড়েছে, তখন তারা চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন।
এভাবেই মলদ্বারের বিভিন্ন রোগ বা উপসর্গে সব থেকে বেশি অপচিকিৎসার নজির আমি আমার অভিজ্ঞতায় দেখেছি। অথচ মলদ্বারের অধিকাংশ রোগে প্রথম অবস্থায় চিকিৎসকের কাছে এলে 'সার্জারি' কে এড়ানো যায় এবং সামান্য কিছু ঔষধ খেয়ে ও কিছু উপদেশ মেনে চলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া যায়।
এখন আপনি আপনার জন্য বা আপনার প্রিয় জনের জন্য কোন অপশন বেছে নেবেন, সেটা সম্পূর্ণ আপনার হাতে।
- ডাঃ রাজীব দে সরকার
জেনারেল সার্জারী বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
**al **albleeding **alcancer
Youtube Link: https://youtu.be/jMBSQF0W9rc
Inguinal Hernia অপারেশনের জন্য এই ধরণের Mesh আমরা ব্যবহার করি।
Mesh টি Covidien কোম্পানির এবং Prolene দিয়ে তৈরী। এই মেশটি macroporous অর্থাৎ জালটির গ্যাপগুলো বেশ প্রশস্ত।
আজ বাংলাদেশ বেতারের স্টুডিওতে। 🎙️
কথা বলেছি ডেঙ্গু রোগের সাম্প্রতিক পরিস্থিতি ও করণীয় বিষয়ে।
"When the pancreas, an immensely important and sensitive organ of our body, gets an inflammation in its parenchyma (functional tissues), we term it 'pancreatitis'. But the scenario is much graver than depicted in the definition.
Are we headed for a silent Pancreatitis epidemic? Bangladesh has been a fertile land for pancreatitis and the prevalence has reached incredible heights quite silently. In Shaheed Suhrawardy MCH, Dhaka, on an average, one to two cases are admitted daily
কোন কোন রোগীকে ল্যাপারোস্কপি না করে ওপেন প্রসিডিউর করেও হার্নিয়া অপারেশন করতে হয়। সেক্ষেত্রে আমি অনেক সময় এই ইথিকন mesh টি ব্যবহার করি। এই mesh এর মাপ ৩ ইঞ্চি x ৬ ইঞ্চি এবং এটি একটি প্রোলিন (সফট) মেশ।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ দিয়ে ছবি গুলো বানানো হয়েছে। তাই আপলোড দেবার লোভ সামলাতে পারলাম না।
এটা বিজ্ঞাপনধর্মী পোস্ট নয়।
Hernia Repair এর জন্য অনেক গুলো ব্র্যান্ড এর Mesh আমি ব্যবহার করেছি। অধিকাংশ সিনিয়র সার্জন এই ২ টি মেশ বেশি ব্যবহার করেন।
Covidien ব্র্যান্ডটি মূলতাঃ ফ্রান্স এর আর Ethicon ব্র্যান্ডটি USA এর।
রোগীরা তাদের হার্নিয়া সার্জারি করার সময় এই কোন ধরণের মেশ ব্যবহার করা হবে জানতে চান। তাই সবার জানার জন্য এই পোস্টটি করা। আপনারা Google এ সার্চ দিয়েও আরো বিস্তারিত জানতে পারবেন।
সাথে এটাও বলে রাখি মেশ এর দাম নির্ভর করে এর সাইজ, উপাদানগত পার্থক্য আর মেশ এর প্রকৃতির উপর। বাজারে বহু ব্র্যান্ডের বহু ধরণের mesh আছে এবং এটাও বলা প্রয়োজন সব মেশ সকল হার্নিয়াতে ব্যবহার করা যায় না।
অক্টোবর মাস হলো Breast Cancer Awareness মন্থ
সে উপলক্ষ্যে বিশেষ বিশেষ আয়োজনের একটিতে আমার ইউনিটের চিকিৎসকদের সাথে একটি ছবি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Telephone
Address
Shaheed Suhrawardy Medical College Hospital
Dhaka
1207
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Friday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
House 2 Road 17 Block C Banani, Kakoli, Behind UAE Market
Dhaka, 1213
Implant, Cosmetic Dentistry and orthodontics
Resident Physician Dhaka Medical College And Hospital Dhaka. Chandpur Chember-Rimtouch Diagnostic And Consultation Centre, Mission Road, Chandpur
Dhaka, 1000
এমবিবিএস(আইএসএমসি) পিজিটি(মেডিসিন) এমডি গ্যাস্ট্রোএন্টেরোলজি কোর্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
Uttara
Dhaka, 1230
Hi, I'm a doctor and entrepreneur working to improve public understanding of medical science.
শনির আখড়া, জিয়া স্মরণী রোড, পলাশপুড় ( ছাপড়া মসজিদের পাশে ) কদমতলী, ঢাকা।
Dhaka, 1362
�Dr. Mishu Official Page. � DHMS (Dhaka) �BHMC (Dhaka) �MCH(Dhaka shisu hospital) �Homeo Co
Dhaka
Dr. MOHAMMAD SAKHAWAT HOSSAIN MBBS (DU); CCD (BIRDEM) ICPPN (Singapore); PGPN (Boston) ENS (Germany)
House-19, Road-10B, Sector-11, Uttara
Dhaka, 1230
এখানে রোগীরা বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে Imo মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্টার দেখাতে পারবেন।