Dr. Ash*t Mazumder

মেডিসিন, ডায়াবেটিস, ফুটকেয়ার ও ফ্যামিলি ফিজিসিয়ান

29/04/2024

বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক টিপস্ পেতে পেইজে লাইক দিয়ে যুক্ত থাকুন।

29/04/2024
24/04/2024

লিভার সিরোসিস :-
*******************
বিখ্যাত আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়ম জেমস বলেছিলেন, " মানসিকতার পরিবর্তনের মাধ্যমে আপনি উন্নত জীবনযাপন করতে পারবেন"।

সৃষ্টিকর্তা মানুষের মধ্যে লিভার নামক এই গুরুত্বপূর্ণ অর্গানটিকে সেভাবেই তৈরী করেছেন। এটা মোটেও সাধারণ কথা নয়, এর মধ্যে পুরো সাইন্স লুকিয়ে আছে।

সত্যিটা যদি আমরা স্বীকার করি তাহলে বলবো বাস্তব জীবনে আমরা এই গুরুত্বপূর্ণ অর্গান লিভার এর মূল্যায়ন করিই না।

আর এর ফলে হচ্ছে -
* ফ্যাটি লিভার
* লিভার ফাইব্রোসিস
* লিভার সিরোসিস
* লিভার ক্যান্সার
এর মতো জীবনঘাতী রোগ।

১০০ র মধ্যে ৯৫ জন লোক প্রতিদিন এমন খাদ্য গ্রহণ করে যার কুফল শরীরের সব চেয়ে গুরুত্বপূর্ণ অর্গান লিভার এর উপর পড়ে।

পৃথিবীতে প্রতিনিয়ত লিভার ডিজিজ এর মামলা বাড়তেই আছে আর এর অন্যতম কারণ হচ্ছে "হেপাটাইটিস "।

সমস্যা হচ্ছে একবার "হেপাটাইটিস "এর কবলে পড়লে লম্বা সময় ধরে মেডিসিন খেতে হয়।

মেডিসিন খেয়ে "হেপাটাইটিস" তো নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু এর কুফল "লিভার সিরোসিস " পর্যন্ত নিয়ে যায়।
কিছু বছর পর সিরোসিস থেকে লিভার ক্যান্সারে পরিণত হয়ে যায়।

লিভারের স্বাস্থ্যকে হালকা ভাবে নেয়া ঠিক নয়। অথচ ফ্যাটি লিভারকে আমরা কতজন গুরুত্ব দেই??

পৃথিবীতে প্রতি ৩০ সেকেন্ডে একজন এর মৃত্যু হচ্ছে "হেপাটাইটিস" এর কারণে।

অতএব দেরি মোটেই নয়, দেরি করার ফল স্বরূপ এমন পর্যায়ের সৃষ্টি হবে যে সেখান থেকে ফিরে আসা অসম্ভব হয়ে যাবে।

*** কিছু মহামূল্যবান পদ্ধতি আছে যেগুলো একটা নির্দিষ্ট সময় ধরে খেলে লিভার সিরোসিস পর্যন্ত নির্মূল হয়ে যাবে।
লিভার "ট্রান্সপ্লান্ট" এর প্রয়োজন হবে না।

*** অনেকেই দেখে থাকবেন, না দেখলে পরীক্ষা করে নিবেন "টিকটিকির" লেজ ভেঙে দিলে তা অল্প দিনেই পুনরায় গজিয়ে যায়।

আমাদের স্কিনও নিজেকে Regenerate করতে পারে।
তেমন চুলও এমন উদাহরণ হতে পারে।

ঠিক তেমনি আমাদের মূল্যবান অর্গান লিভার, নিজেকে Regenerate করতে সক্ষম।
লিভারের Quarter অংশ অবশিষ্ট থাকলেও লিভার নিজেকে Regrow করতে সক্ষম।

তাই যে অঙ্গ (লিভার) নিজেকেই Regrow করতে পারে তার কারণে এতো মানুষের প্রাণ কেন যাবে??

*** লিভার সিরোসিস থেকে বের হওয়া সম্ভব, প্রয়োজন লিভার ডিটক্স করা, লিভার এ প্রয়োজনীয় নিউট্রিশন এর যোগান দেয়া।

যারা এমন সমস্যার মধ্যে দিন পার করছেন তাঁদের কাছে অনুরোধ আমার লিখাটি ভালোভাবে পড়ুন, বুঝুন, বিশ্বাসযোগ্য মনে হলে যোগাযোগ করুন।

*** চাইলে রক্ষা হতে পারে আপনার প্রাণ।

DR. ASH*T MAZUMDER
MORNING: MALIBAGH MEDINOVA
EVENING: GREEN ROAD, DHAKA
MOBILE: 01712894832

07/04/2024

স্ট্রংলি ফলো করতে হবে, জানতে হবে, বুঝতে হবে

স্বাস্থ্য সচেতনতার প্রাথমিক ধাপঃ সুস্থ থাকতে আগেই এমবিবিএস ডাক্তার দেখিয়ে শরীরের যত্ন নিন। রোগের কথা আগাম জেনে নিন এবং জটিলতা পরিহার করুন।

ওজন নিয়ন্ত্রণ
প্রেসার মাপা
ডায়াবেটিস মাপা
রক্তে চর্বি মাপা
থাইরয়েড পরীক্ষা
পায়ের যত্ন
চোখের যত্ন
হার্টের যত্ন
কিডনী পরীক্ষা
লিভার পরীক্ষা
ব্রেইন কেয়ার
ক্যান্সার কেয়ার
প্রি-প্রেগন্যান্সী কেয়ার
অন্যান্য প্রাসঙ্গিক বিষয়

শরীর অসুস্থ হবার আগেই এমবিবিএস ডাক্তার দেখিয়ে নিয়মিত চেক আপ ও আনুষঙ্গিক কেয়ার নিলে বেশিরভাগ ক্ষেত্রেই অধিকাংশ রোগ প্রতিরোধ করা সম্ভবএবং বর্তমানে সঠিক কেয়ার নিয়ে বেশিরভাগ রোগই চিকিৎসাযোগ্য।

শারীরিক অবস্থা আগেভাগেই জেনে নিতে সরাসরি যোগাযোগ করুন
ডা. অসিত মজুমদার
সিরিয়াল ০১৭১২৮৯৪৮৩২

সকালবেলা মালিবাগ, বিকেলে পান্থপথ, গ্রীনরোড, ঢাকা

ভালো লাগলে লাক, কমেন্ট শেয়ার দিন এবং স্বাস্থ্য সচেতনতায় মোটিভেশান দিন।

03/04/2024

নিশ্চিত সুস্থতায় ঈদ হোক আনন্দের

সাশ্রয়ী খরচে বিশ্বমানের চিকিৎসা গ্রহণের সুযোগ পেতে এখনি কল করুন:

হটলাইন:
+8801712894832
WhatsApp: 8801712894832

সকালবেলা মালিবাগ
বিকেলবেলা পান্থপথ
ঢাকা ০১৭১২৮৯৪৮৩২

ডা. অসিত মজুমদার
এমবিবিএস (ঢাকা); সিসিডি( বারডেম); এফসিপিএস (কোর্স)
স্টেনো এডভান্সড কোর্স ইন ডায়াবেটিস (ডেনমার্ক)
পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ইন ডায়াবেটিস, আমেরিকান ডায়াবেটিস এসোসিয়েশন

পরিচালক (স্বাস্থ্য) ও সিনিয়র হেলথ কনসালট্যান্ট, এস ডব্লিউ ফাউন্ডেশন, ঢাকা

সেবাসমূহ:মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড ও ফুটকেয়ার

মেডিসিন চিকিৎসা ব্যবস্থা, লাইফস্টাইল মডিফিকেশন, এবং স্বতন্ত্র রোগ নির্ণয় করে ডায়েট চার্ট প্রদানের সুবিধা।

যেখানে গতানুগতিক চিকিৎসার পাশাপাশি দেহ কোষের সুস্থতা নিশ্চিত করে বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ যেমনঃ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভার ও কিডনি সমস্যা, কোলেস্টেরল, রক্তনালির সমস্যা, আই.বি.এস., হরমোন অসামঞ্জস্যতা, থাইরয়েড সমস্যা, অনিদ্রা, জয়েন্ট পেইন ও PCOS এর মত জটিল রোগের চিকিৎসা প্রদান করা হয়।

এছাড়াও রয়েছে হাঁটু ব্যথা ও ফ্রোজেন শোলডার, পুরুষের যৌন সমস্যার পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন আধুনিক চিকিৎসা ব্যবস্থা।

ডা. অসিত মজুমদার এর দীর্ঘস্থায়ী রোগ চিকিৎসার বিভিন্ন অফার পেতে আজই যোগাযোগ করুনঃ +8801712894832
হোয়াটস অ্যাপ : +8801712894832

আপনার সুস্থতাই আমাদের লক্ষ্য l

02/04/2024

আমি কি বুঝাইতে ব্যর্থ? আমি থাকতে আপনার স্ট্রোক হল কেন? নিয়ম মানতে আপনাকে বাধ্য করতে পারিনি কেন?

21/03/2024

তোমরাই পারবে। আমাদের পারার দরকার নাই। আমরা শুধু মানুষের বকাটুকু প্রাপ্য।

গত ৩ মার্চ ঢাকা ক্লাবে গাইনোকোলজিক্যাল অনকোলজি বিষয়ক এক সেমিনারে অংশগ্রহণ করে জুবাইদা চুরি করেন ডা. ফারহানা হকের মোবাইল, ব্যাগ ও গহনা। ডা. ফারহানা হক গাইনোকোলজিক্যাল অনকোলজী বিভাগের চিকিৎসক। চুরির জিনিসপত্র বিক্রি করে দিলেও তার হোয়াটসঅ্যাপ নম্বরটি নিজের মোবাইলে হস্তান্তর করে নেন জুবাইদা। সেই থেকে ডা. ফারহানা সেজে ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছিলেন বিভিন্ন রোগীদের এবং হাতিয়ে নিচ্ছিলেন মোটা অংকের টাকা।

21/03/2024

রাজধানীতে আমাকে বিশেষ অতিথি হিসেবে সম্মানিত করায় উদ্যোক্তা কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা।

গত ১৭ই মার্চ ২০২৪ রোজ রবিবার রাজধানী ঢাকার নিউ ইস্কাটনে স্বাস্থ্য বিষয়ক নতুন কোম্পানি বিজনেস লাইফ ওয়ার্ল্ড এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি ডা. অসিত মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম।।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ও সেমিনারে স্পেশাল চিপ গেস্ট ও স্পেশাল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ড. শিবেন্দ্র কর্মকার (স্পেশালাইজড এন্ড পিএইচডি ন্যাচারোপ্যাথিক মেডিসিন, আমেরিকা) । উল্লেখ্য ড. শিবেন্দ্র কর্মকারের লেখা আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ , গবেষক, প্রফেশনাল স্বাস্থ্য সচেতনতা ট্রেইনার, সোশ্যাল মোটিভেটর, লেখক, সংগঠক ও সমাজকর্মী ডা. অসিত মজুমদার। চেয়ারম্যান, বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার, ঢাকা এবং চেয়ারম্যান, বাংলাদেশ স্বাস্থ্য সচেতনতা ফোরাম, ঢাকা। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী এবং বিভিন্ন পর্যায়ের বিজনেস পার্টনার ও সম্মানীত সুধীজন।

14/03/2024

সবার জন্য স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরী।

ভাবা যায়, তার মত তারকা বাড়িতে নরমাল ডেলিভারি করতে গিয়ে মারা গেল!
নরমাল ডেলিভারি হাসপাতালেই হওয়া উচিত।

13/03/2024

বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক টিপস্ পেতে পেইজে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যুক্ত থাকুন।

13/03/2024

স্বাস্থ্য সচেতন হতে চান? তথ্য পাচ্ছেন না? স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত কোন তথ্য জানতে চাইলে নীচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।

কেন স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত তথ্য জানতে হবে?

১) কখন এমবিবিএস ডাক্তারকে দেখাতে হবে?
২) কোন্ রোগে কোন্ ডাক্তারকে দেখাবেন?
৩) আগেভাগেই কেন এমবিবিএস ডাক্তারকে দেখাবেন?
৪) দেরীতে এমবিবিএস ডাক্তার দেখালে কী কী ক্ষতির সম্মুখীন হতে হয়?
৫) নিজে নিজে ডাক্তারী করলে কী ধরনের ক্ষতি হয়ে থাকে?
৬) ঔষধের দোকানদারের কাছ থেকে ঔষধ কিনে খাইলে কী কী ক্ষতি হয়ে থাকে?
৭) এমবিবিএস ডাক্তার না দেখিয়ে ঔষধ কিনে খাইলে কী কী ক্ষতি হয়ে থাকে?
৮) কিভাবে স্বাস্থ্য সচেতন হলে হাসপাতালে ভর্তি কমানো সম্ভব?
৯) কিভাবে স্বাস্থ্য সচেতন হলে যথাসম্ভব অকাল মৃত্যু কমানো সম্ভব?
১০) কখন পরীক্ষা নিরীক্ষা করাবেন? কোন্ অবস্থায় কী কী পরীক্ষা করাবেন? কেন পরীক্ষা করাবেন? ইত্যাদি নানাবিধ তথ্য।
১১) ভাববেন না আপনি সব জানেন। মনে রাখবেন আপনার জানা আর বিশেষজ্ঞের জানা একরকম নয়। নিশ্চিত থাকুন বিশেষজ্ঞের পরামর্শে চলবেন আপনার ভালো হবেই।

এছাড়াও বিভিন্ন রোগ সম্পর্কে আপনার প্রয়োজনীয় নানাবিধ সব তথ্য। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে জেনে যাবেন স্বাস্থ্য সম্পর্কিত সব তথ্য।

আপনার প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ এ ম্যাসেজ দিন।
০১৭১২৮৯৪৮৩২

04/03/2024

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কালজয়ী চলচ্চিত্র 'ছুটির ঘণ্টা'

সত্তর দশকের শেষভাগে নারায়ণগঞ্জে স্কুল ছুটির আগে শৌচাগারে আটকা পড়ে এক ছাত্রের মৃত্যুর ঘটনা পরিচালক আজিজুর রহমানের হৃদয়ে দাগ কেটেছিল; সেই ঘটনা অবলম্বনে তাঁর নির্মিত চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’ মুক্তির পর কাঁদিয়েছিল বহু মানুষকে।

এই ব্যবসা সফল বাংলা সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে স্কুলছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন সুমন সাহা। তিনি নটর ডেম কলেজের ১৯৮৫ ব্যাচের ছাত্র।

#বাংলা_সিনেমা

04/03/2024

ক্যান্সার! একটি ভয়ঙ্কর শব্দ। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ১ কোটি ২ লাখ মানুষ এই ভয়াবহ রোগে আক্রান্ত হন। এর মধ্যে মৃত্যুবরণ করেন প্রায় ৭৮ লাখ মানুষ।

২০১০ সালের এক সমীক্ষা অনুযায়ী বছরে প্রতি ৫ জন বাংলাদেশি মহিলার মধ্যে একজন ক্যান্সারে মৃত্যুবরণ করেন।
সাধারণ হিসেবে আমাদের দেশে প্রতি ২৫ জন ব্যক্তির মধ্যে একজন কোন না কোন ধরণের ক্যান্সারে আক্রান্ত হন। মহিলাদের মাঝে জরায়ুর মুখ এবং স্তর ক্যান্সার বেশি হয়ে থাকে। অপরদিকে পুরুষেরা ফুসফুস ও প্রস্টেট ক্যান্সারে বেশী আক্রান্ত হয়ে থাকে। তবে কোলন ক্যান্সার এবং পিত্তথলির ক্যান্সারও কম নয়। "গবেষকরা বলছেন, ক্যান্সারজনিত প্রায় অর্ধেকের মতো মৃত্যুর ঝুঁকিই প্রতিরোধযোগ্য।"

ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে প্রতিরোধ করা সম্ভব এবং চিকিৎসায় সুস্থ হওয়াও সম্ভব। আমাদের সকলের জানা উচিত সব ধরনের ক্যান্সারই নিরাময়ের উপযোগী। তাই ক্যান্সার প্রভিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন।

নীচে কিছু প্রতিরোধযোগ্য ক্যান্সারের নাম দেয়া হল। সামাজিকভাবে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।
১) স্তন
২) সারভাইক্যাল
৩) কোলন
৪) লিভার
৫)ফুসফুস
৬) মুখগহবর
৭) প্রোস্টেট
৮) ত্বক
৯)টেস্টিকুলার
১০) ভাইরাসজনিত ক্যান্সার

ডা. অসিত মজুমদার
চেয়ারম্যান, বাংলাদেশ ডায়াবেটিক কেয়ার, ঢাকা

চেম্বারঃ
সকালবেলা পূর্ব ঢাকা
৭:৩০ হতে ১১:৩০
মালিবাগ মেডিনোভা
লিফটের ৩, কক্ষ নং - ১
রবিবার বন্ধ

বিকেলবেলা পশ্চিম ঢাকা
ফার্মগেট,পান্থপথ, ঢাকা
সোমবার বন্ধ

সিরিয়াল ০১৭১২৮৯৪৮৩২

04/03/2024

ভাবা যায়?! উনি বিখ্যাত লালসালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ!!

সারা জীবন সৈয়দ ওয়ালীউল্লাহ সাহেবের খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়িগোফ!! খাদি পান্জাবি পরা কি চেহারা মনে মনে ভাবলাম!! আর আজ কি দেখলাম!! আমি ভেবেই পাচ্ছি না এই সাহেব টাইপ মানুষ কিভাবে অজ গাঁয়ের এত গভীর চরিত্রগুলো লেখায় তুলে আনতে পারলেন??!!!

সৈয়দ ওয়ালীউল্লাহ,চল্লিশ দশকের লেখক। লালসালু,বহিপীর, চাঁদের অমাবস্যা,কাঁদো নদী কাঁদো এর জনক। ওয়ালীউল্লাহকে আপনি এমনিতে না চিনলেও পাঠ্যপুস্তকে লালসালুর নাম শোনেননি এমন হবে না।

কি অসম্ভব রকম স্মার্ট ছিলেন এই মানুষটি দেখুন একটু। ওনার বেশীরভাগ উপন্যাস গ্রাম্য পটভূমিতে না হয় মনস্তাত্ত্বিক। বিয়েও করেছিলেন একজন বিদেশিনীকে। সৃষ্টিকর্ম নিয়েই যার একগাদা কথা বলা যায়, সৃষ্টিকর্ম বাদেও সেই যুগে এমন হ্যান্ডসাম,স্মার্ট আর স্বাধীনচেতা মন মানসিকতার লেখক কল্পনা করা যায়?

সংগৃহীত

02/03/2024

স্বাস্থ্য সচেতনতায় সরাসরি প্রশিক্ষণ, শিক্ষণ ও গবেষণাকল্পে কাজ করতে যাচ্ছে

ডা. অসিত মজুমদার স্বাস্থ্য সচেতনতা ইনস্টিটিউট

স্বল্পমেয়াদী প্রশিক্ষণ - ৩ মাস, যোগ্যতা স্বশিক্ষিত
সার্টিফিকেট কোর্স - ৬ মাস, যোগ্যতা দশম শ্রেণী পাস
শর্ট ডিপ্লোমা কোর্স - ১২ মাস , যোগ্যতা এসএসসি পাস
ডিপ্লোমা কোর্স - ৩৬ মাস, যোগ্যতা বিজ্ঞানে এসএসসি পাস
গ্র্যাজুয়েট কোর্স - ৪৮ মাস, যোগ্যতা বিজ্ঞানে এইচএসসি পাস

চাহিদা ও ব্যাপ্তী অনুযায়ী ধাপে ধাপে কোর্সগুলো সমন্বয় করা হবে। এসি সম্বলিত অত্যাধুনিক ক্লাসরুম।

ধানমন্ডি ক্যাম্পাস
২০৭/এ সোবহানবাগ, ধানমন্ডি ২৭, ঢাকা - ১২০৫

মগবাজার/ইস্কাটন ক্যাম্পাস
১৫, নিউ ইস্কাটন রোড, ৬ষ্ঠ তলা, (কুইন গার্ডেন হোমস), মগবাজার, রমনা, ঢাকা - ১২১৭

শীঘ্রই শুরু হতে যাচ্ছে
মালিবাগ ক্যাম্পাস

22/02/2024

আসুন লিভারকে সুস্থ রাখি।

05/02/2024

কলকাতার ইস্ট বেঙ্গলের ইতিহাসে প্রথম বিদেশী নারী ফুটবলার হিসেবে অভিষিক্ত হলো বাংলাদেশের সানজিদা।

অভিনন্দন সানজিদা! অভিনন্দন বাংলাদেশ!

Want your practice to be the top-listed Clinic in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

পেটে গ্যাস মানেই সব সময় গ্যাস্ট্রিক নয়। জটিল কিছুও হতে পারে।
#ডায়াবেটিস#ফুটকেয়ার#উচ্চরক্তচাপ #খাদ্য_সচেতনতা#ব্রেইন_স্ট্রোক#হার্টএ্যাটাক#ডা_অসিত_মজুমদার
#ডায়াবেটিস#ফুটকেয়ার#উচ্চরক্তচাপ #খাদ্য_সচেতনতা#ব্রেইন_স্ট্রোক#হার্টএ্যাটাক#ডা_অসিত_মজুমদার
লেখালেখি ও স্বাস্থ্যসেবায় বিভিন্ন  পুরস্কারপ্রাপ্ত ডা. অসিত মজুমদারের লেখা বই অর্ডার করতে এখনই কল করুন +8801712894832 (হ...
স্বাস্থ্য সচেতনতা কেন দরকার?
পায়ের যত্ন কেন জরুরী?
সুস্থতা আনে বেশী আয়, বেশী আয়ু।
"অসুস্থ হবার পরে নয়, অসুস্থ যাতে না হতে হয় সেজন্য আগেই চিকিৎসককে দেখান"।
"অসুস্থ হবার পরে নয়, অসুস্থ যাতে না হতে হয় সেজন্য আগেই চিকিৎসককে দেখান"।

Category

Telephone

Address


Panthapath
Dhaka

Other Doctors in Dhaka (show all)
Dr Mostaque H Sattar Pino Dr Mostaque H Sattar Pino
House 2 Road 17 Block C Banani, Kakoli, Behind UAE Market
Dhaka, 1213

Implant, Cosmetic Dentistry and orthodontics

Rajib Dey Sarker Rajib Dey Sarker
Shaheed Suhrawardy Medical College Hospital
Dhaka, 1207

আমি ডাঃ রাজীব একজন জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক

Kaif Kaif
Dhaka, 1216

Bachelor of Ayurvedic Medicine and Surgery

ডাঃ মোঃ ওমর ফারুক ডাঃ মোঃ ওমর ফারুক
Resident Physician Dhaka Medical College And Hospital Dhaka. Chandpur Chember-Rimtouch Diagnostic And Consultation Centre, Mission Road, Chandpur
Dhaka, 1000

এমবিবিএস(আইএসএমসি) পিজিটি(মেডিসিন) এমডি গ্যাস্ট্রোএন্টেরোলজি কোর্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

Dr Sabbir Hasan Dr Sabbir Hasan
Uttara
Dhaka, 1230

Hi, I'm a doctor and entrepreneur working to improve public understanding of medical science.

Dr.Sumaiya Siddika Dr.Sumaiya Siddika
শনির আখড়া, জিয়া স্মরণী রোড, পলাশপুড় ( ছাপড়া মসজিদের পাশে ) কদমতলী, ঢাকা।
Dhaka, 1362

�Dr. Mishu Official Page. � DHMS (Dhaka) �BHMC (Dhaka) �MCH(Dhaka shisu hospital) �Homeo Co

Dr. Rumana Khan Dr. Rumana Khan
Uttora
Dhaka

Dr Farhana Mobin Dr Farhana Mobin
Dhaka

I am a physician, writer & a social activist. Media is my passion.

Dr.AK Biplob Dr.AK Biplob
Dhaka, 1205

Dr. Sakhawat Hossain Dr. Sakhawat Hossain
Dhaka

Dr. MOHAMMAD SAKHAWAT HOSSAIN MBBS (DU); CCD (BIRDEM) ICPPN (Singapore); PGPN (Boston) ENS (Germany)

Doctor Live-ডাক্টার দেখান Doctor Live-ডাক্টার দেখান
House-19, Road-10B, Sector-11, Uttara
Dhaka, 1230

এখানে রোগীরা বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে Imo মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্টার দেখাতে পারবেন।

HomeoHeals HomeoHeals
Dhaka, 1345

Treat the patient, not the disease