Web-BD

We provide free paid classes in Digital Marketing and Web Design.

08/04/2023

Digital marketing or digital marketing is a form of advertising that allows you to promote brands and products through digital channels, such as SEO, Virtual Assistant, MailChimp, Men chart setup, Facebook Post Share, page Making, Product Listing, E-commerce Website Maintains, E-commerce Product Posting, Website Making, Website analytics, Customer targeting, Data Entry & Web research, Classified Ads Posting, Facebook Promotion, Bookmarking, Facebook Business page Create, Link Building, Google Top Ranking, Leads Generation, Photo Editing, Video Editing, Animation, HTML, WordPress Design & Development, etc. The Internet also affects the way customers browse to buy their products and services. This is the best platform for Marketing Your Product worldwide. If you want to grow your business, you can contact a Digital Marketer.

To attend the class visit : https://www.youtube.com/-bd/playlists

▶Facebook Marketing Full Course(playlists):
https://www.youtube.com/watch?v=GL1el9uY1Yk&list=PL83_olehhyJt6hX9PwcI5IGHI297Bh6Wv

▶Instagram Marketing Full Course(playlists):
https://www.youtube.com/watch?v=eTE1vfW3iqY&list=PL83_olehhyJv-IrgZVHuBW3ZLAaRuNXiC&index=1

▶Twitter Marketing Full Course(playlists):
https://www.youtube.com/watch?v=maq2mTbzrb8&list=PL83_olehhyJsBGjpDmimiL3mFmfd_l46M&index=1

▶Linkedin Marketing Full Course(playlists):
https://www.youtube.com/watch?v=93-r0aUZzvg&list=PL83_olehhyJuJQcFm0wJ43dvRfd7FHo6v&index=1

▶Fiverr Marketing Full Course(playlists):
https://www.youtube.com/watch?v=Ns0gOAhknZE&list=PL83_olehhyJtotBe5hqENahVCH4NMGUT_&index=1&t=9s

▶Email Marketing Full Course(playlists):
https://www.youtube.com/watch?v=8dvpB5KU6KE&list=PL83_olehhyJsq2Xbrkg4IiFR8dLhKSIP4&index=1

▶Web Design Masterclass Full Course(playlists):
https://www.youtube.com/watch?v=8fBk5iCjkBc&list=PL83_olehhyJsTPS8a6yiuUHP4U_hvY_c3&index=1

22/07/2022
22/07/2022

জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত রয়েছে, যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তর কল্পনাও করেনি। (বুখারী ৩২৪৪)

02/05/2022

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

16/04/2022

#যাকাত_প্রজেক্ট ও #দান_প্রজেক্ট
হাদিসে বলা হয়েছে রামাদান মাসে প্রতিটি নেক কাজ অন্যান্য সময়ের চেয়ে কমপক্ষে ৭০ গুণ বেশি সওয়াবের।
#দান করা হচ্ছে তেমনই একটি নেক কাজ, যা আমাদেরকে ইহকালে প্রাচুর্যে বাইরে অধিকারী করে এবং পরকালে যার প্রাপ্তি হয় বহু বহুগুণ। #অর্থাৎ_রমজান_মাসের_১০০_টাকা_দান_অন্য সময়ের ৭ হাজার টাকা দানের সমান।

✅ #পৃথিবীর সব ধর্মেই ইহলোকিক ও পারলৌকিক পরিত্রাণের জন্য নিজ উপার্জন থেকে নিঃশর্ত দানের তাগিদ দেওয়া হয়েছে।
পবিত্র কোরআনে সুরা বাকারার (২৬১) নাম্বার আয়াতে বলা হয়েছে,
‘ #সাদকা এমন একটি #শস্যবীজ, যাতে উৎপন্ন হয় সাতটি শিষ আর প্রতিটি শিষে থাকে শত শস্যদানা। আল্লাহ্ যাকে ইচ্ছা তাকে বহুগুণ প্রবৃদ্ধি দান করেন।’

#অর্থ্যাৎ আন্তরিক দান হচ্ছে সব কল্যাণের নিশ্চয়তা।
প্রাচুর্যের অন্যতম প্রধান সূত্র হল এটি। পবিত্র কোরানে সুরা বাকারায় বিশ্বাসীদের পরিচয় প্রসঙ্গে বলা হয়েছে,
‘ #যে_রিজিক তারা পেয়েছে তা থেকে তারা দান করে।’

🚫 #আমরা দান করা বলতে বুঝি স্কুল করা, মাদ্রাসা করা, রাস্তা বানিয়ে দেওয়া ইত্যাদি। অনেক সময়ই দেখা যায়, জীবনে বড় কিছু করার স্বপ্নই শুধু দেখা হয়, বাস্তবে আর করা হয় না। আমরা মনে করি, যখন ধনী হব তখন দান করব। অথচ আল-কোরানে আল্লাহ্ সুস্পষ্টভাবে বলেছেন,
‘যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে প্রকাশ্যে বা গোপনে দান করে তাদের জন্য পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না’ (২ : ২৭৪)।

🚫 এখানে কিন্তু বলা হয়নি, বেশি উপার্জন থেকে। বরং যার যতটুকু উপার্জন, সেখান থেকে দান করতে বলা হয়েছে। এবং নবীজী (সা.) বলেছেন,
‘ #তোমার_কাছে_থাকা_একটি_খেজুরের_একাংশ_হলেও_দান_কর।’



#জাযাকাল্লাহু_খাইর_ফিদ_দুনিয়া_ওয়াল_আখিরাত"

13/04/2022

হে নফস!
তুমি ধৈর্য ধর, সবর কর, অপেক্ষা কর।

অচিরেই তোমার প্রতিপালক তোমাকে (এমন কিছু) দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হবে। (সূরা দুহা:৫)

কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোন হিসাব ছাড়াই। (সূরা যুমার:১০)
নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই হবে। আল্লাহর হিসাবে কোনো ভুল হবে না, আল্লাহ তিল পরিমাণ যুলম করবেন না। মানুষ ভুলে গেলেও আল্লাহ তা'য়ালা কোনো কিছুই ভুলে যান না।

আপনার রব কোনো কিছুই ভুলেন না। (সূরা মারইয়াম:৬৪)
হে নফস!
তুমি সবর কর, চেষ্টা কর, দুয়া কর।

নিশ্চয়ই আল্লাহ তার বান্দার অতি নিকটবর্তী। (সূরা বাকারাহ:১৮৬)

বান্দা যখনই আল্লাহর কাছে দুয়া করে, আল্লাহ বান্দার দুয়া কবুল করেন। (সূরা মু'মিন/গাফির:৬০)
হে আমাদের রব! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণ দান করুন এবং আগুনের আযাব হতে আমাদের রক্ষা করুন। (সূরা বাকারাহ:২০০)

হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকান্ড সঠিক করে দিন। (সূরা কাহফ:১০)

হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার মুখাপেক্ষী। (সূরা কাসাস:২৪)

হে আমার রব! আমি অসহায় দূর্বল অক্ষম; অতএব আপনি আমার পক্ষ হতে প্রতিশোধ নিন। (আল কামার:১০)

হে আল্লাহ! আমাদের জন্য আপনি যা ফয়সালা করেছেন সেগুলোর সুন্দর সমাপ্তি দিন। (মুসনাদে আহমাদ: ৪/১৮১)

09/04/2022

💢মহিলাদের তারাবিহ জামাত প্রসঙ্গ💢

তারাবীহর জামাতের জন্য মহিলাদেরকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করা শরীয়তের দৃষ্টিতে একেবারে অপছন্দনীয়। ফরয নামাযের জামাতের বিশেষ গুরুত্ব থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নিজ ঘরের অভ্যন্তরে নামায আদায় করাকে অধিক উত্তম ও সওয়াবের কাজ বলেছেন। হাদীসে এসেছে, হযরত উম্মে হুমাইদ রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার সাথে নামায পড়তে পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি, তুমি আমার সাথে নামায পড়তে পছন্দ কর। কিন্তু তোমার জন্য গৃহাভ্যন্তরে নামায পড়া বাহিরের কামরায় নামায পড়ার চেয়ে উত্তম। আর নামায পড়া বাড়ির চৌহদ্দির ভেতরে নামায পড়ার চেয়ে উত্তম। আর বাড়ীর নামায পড়া মহল্লার মসজিদে নামায পড়ার চেয়ে উত্তম। -মুসনাদে আহমাদ, হাদীস ২৭০৯০

এছাড়া সাহাবায়ে কেরামের অনেকেই ফরয নামাযের জামাতে মহিলাদের অংশগ্রহণ করতে নিরুৎসাহিত করেছেন। ফরয নামাযের জামাতে মহিলাদেরকে এত নিরুৎসাহিত করা হলে তারাবীহর ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কেমন হবে তা সহজেই অনুমান করা যায়।

সুতরাং বিভিন্ন বাসা থেকে কোনো বাড়িতে বা মসজিদে মহিলাদের তারাবীহ জামাতের জন্য একত্রিত হওয়া কিছুতেই উচিত নয়। মহিলাদের জন্য নিজ নিজ ঘরে একাকী তারাবী পড়াই উত্তম।

প্রকাশ থাকে যে, আপনার বোন এবং আপনার অন্য কোনো মাহরাম আত্মীয় সেখানে থাকলে তারা চাইলে ঘরোয়াভাবে আপনার পিছনে তারাবীহ পড়তে পারবে। কিন্তু কোনো ভিন্ন মহিলাকে বাহির থেকে আসতে দেয়া ঠিক হবে না।

-সুনানে আবু দাউদ, হাদীস ৫৭১; বাদায়েউস সনায়ে ১/৬১৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৮৯; আদ্দুররুল মুখতার ১/৫৬৬-৫৬৭

04/03/2022

রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এর ভাষণ,,,


আমি ইউক্রেনের জনসাধারণের কান্না দেখে মোটেও বিচলিত নই। কারণ আমি ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ান বৃদ্ধ নারী শিশুদের বিবস্ত্র কান্না দেখে দেখেই বড় হয়েছি। ধিক্কার জানাই ইউরোপ তথা পশ্চিমা বিশ্বকে, তখন কোথায় ছিলো তাদের মানবিক নিষেধাজ্ঞা।

_______পুতিন

Putin's speech :

I am not at all disturbed by the cries of the people of Ukraine …… Because I grew up watching the naked crying of old women and children in Palestine, Iraq, Afghanistan, Syria, Libya. Condemn Europe and the Western world, where their humanitarian sanctions were then.

Putin

Collected

03/03/2022

সূরা ইয়াসিন ( ফজরের পর)!!

রাতে ঘুমানোর আগে পড়লে সগিরা গুনাহ মাফ হয়ে যায়।
__[তিরমিযী- ২৮৮৭, সহীহ ইবনে হিব্বান - ২৫৭৪]
🔘 সূরা ওয়াক্বিয়া ( মাগরিবের পর)
রিযিকের পেরেশানি দূর হয়ে যায়। অভাব থাকেনা।
______[ বাইহাকী - ২৪৯৭]
🔘 সূরা মূলক ( এশার পর অথবা রাতে ঘুমানোর আগে)
কবরের আ-যা-ব থেকে বাচা যাবে। পাঠকারীর জন্যে সুপারিশ করতে থাকবে যতক্ষণ তাকে মাফ না করা হয়।
______[তিরমিযী - ২৮৯০]
🔘 সূরা বাকারা ( যে কোন সময়)
যে ঘরে পাঠ করা হয় সেখানে শয়তান থাকেনা।
__[তাফসির ইবনে কাসির ১ম খন্ড / পৃ : ১২৩-১২৪]
🔘 সূরা ইখলাস , ফালাক্ব, নাস (প্রতি ফরয সলাতের পর একবার করে।আর ফজর আর মাগরিবের পর ৩ বার করে পড়া। রাতে ঘুমানোরর আগে পড়ে শরীর মাসেহ করা।)
শয়তান, জাদু টুনার প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।
____[তাফসিরে তাওযিহুল কোরআন ৩য় খণ্ড / ৭৬০ পৃ, আবু দাঊদ ২/৮৬, নং ১৫২৩; তিরমিযী, নং ২৯০৩; নাসাঈ ৩/৬৮, নং ১৩৩৫]
🔘আয়তুল কুরসি (প্রতি ফরজ সলাতের পর একবার। রাতে ঘুমানোর আগে।)
যে পড়ে তার আর জান্নাতের মাঝে শুধু মৃত্যু বাধা থাকে।
____[তাবরানী কাবীর - ৭৪০৮]
🔘 সূরা কাহাফ পারলে সবটা পড়া। আর নাহলে ১ম ১০ আয়াত ও শেষের ১০ আয়াত।
( বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে একবার পড়া।)
দা-জ্জা-লের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায়।
___[তাফসিরে তাওযিহুল কোরআন ২য় খন্ড / ২৫০ পৃ, মুসলিম হাদীস নং ৮০৯; তাফসীরে
ইবনে কাসীর-৩/৭৯]
🔘 সূরা হাশরের শেষ তিন আয়াত। ( ফজর আর মাগরিবের পর)
৭০ হাজার ফেরেশতা রহমত পাঠাতে থাকে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত। আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত। সে দিন মারা
গেলে শ-হী-দি মর্যাদা পাবে।
_______ তিরমিযী - ২৯২২]

25/02/2022

রাতে কারনে অকারনে ঘুম ভাঙ্গে...??

তাহলে আমরা চাইলে নেকি অর্জন করতে পারি।
রাত্রে ঘুম ভেঙ্গে গেলে এই যিকির করলে যা প্রার্থনা করবেন তাই কবুল হবে ইনশা আল্লাহ!

«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَريكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ للَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ» «رَبِّ اغْفرْ لِي».
(লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহূ লা- শারীকালাহূ, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর। সুবহা-নাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়া লা ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়া লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হিল ‘আলিয়্যিল ‘আযীম, রাব্বিগফির লী)।

অর্থ- “একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। হে রব্ব ! আমাকে ক্ষমা করুন”।

উবাদা ইবনু সামিত (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছে‘ন, “যদি কারো রাত্রে ঘুম ভেঙ্গে যায় অতঃপর সে উপরের যিকিরের বাক্যগুলো পাঠ করে এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দু‘আ করে বা কিছু চায় তবে তার দু‘আ কবুল করা হবে। আর যদি সে এরপর উঠে ওযু করে (তাহাজ্জুদের) সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে।”
{সহীহ বুখারী, ১/৩৮৭, নং ১১০৩।}

25/02/2022

" ধৈর্যশীলদের কে প্রতিদান দেয়া হবে হিসাব ছাড়া "
(সুরা আয যুমার - ১০)

07/02/2022

আপনার স্ত্রী অপনার:

১. জোড়া (রুম ২১)
২. গায়ের পোষাক (বাকারা ১৮৭)
৩. কল্যাণের উৎস (নিসা ১৯)
৪. প্রশান্তি (রুম ২১)
৫. সর্বোত্তম ভালোবাসা ( বুখারী ৩৬৬২)
৬. পাঁজরের বাঁকা হাড্ডি (বুখারী ও মুসলিম)
৭. সর্বোত্তম সম্পদ (আল হাদিস)
৮. চারিত্রিক সার্টিফিকেট (রিয়াদুস সালেহীন)


আল্লাহ তাআলা কোরআনুল করিমে বলেন, ‘তারা তোমাদের আবরণ এবং তোমরা তাদের আবরণ।’
(সুরা: ২ বাকারা, আয়াত: ১৮৭)।

‘আর তোমরা স্ত্রীদের সাথে বসবাস করো সদাচারের সাথে। আর যদি তোমরা কোনো কারণে তাদের অপছন্দ করো, তাহলে হয়তো তোমরা এমন একটি বস্তুকে অপছন্দ করলে, যাতে আল্লাহ তায়ালা প্রভুত কল্যাণ রেখেছেন। (সূরা নিসা : ১৯)

আল্লাহ তাআলা বলেন, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে অন্যতম হলো তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জন্য সঙ্গী জোড়া সৃষ্টি করেছেন এবং যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করো এবং তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য।’ (সুরা: ৩০ রুম, আয়াত: ২১)

আল্লাহর রাসূল সা: ইরশাদ করেন, ‘কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে অপছন্দ না করে।’

(সহিহ মুসলিম: হাদিস-১৪৬৯, সুনানে ইবনে মাজা : হাদিস-১৯৭৯)

রাসূল সা: যখন ঘরে যেতেন, স্ত্রীদের সাথে ঘরের কাজে শরিক হতেন। তাদের সাথে সদাচার করতেন। স্ত্রীদের সাথে খোশগল্প করতেন। তাদের সাথে হাসিমুখে কথা বলতেন। রাসূল সা: কখনো কোনো স্ত্রীকে প্রহার করেননি। তিনি যখন তাহাজ্জুদের সময় উঠতেন, তখন খুব আস্তে দরজা খুলতেন, যাতে ঘরের লোকদের ঘুমে ব্যাঘাত না হয়। তিনি ইরশাদ করেন, ‘তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো।’
(তিরমিজি : হাদিস-১১৬৩)

রাসূল সা: তার স্ত্রীর সাথে খেলাধুলা করতেন। হাদিস শরিফে আছে, ‘রাসূল সা: হজরত আয়েশা রা:-এর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন’। আয়েশাকে নিয়ে মসজিদে তিনি আবিসিনিয়দের খেলা দেখিয়েছেন। তিনি বলেছেন, ‘সে ব্যক্তি পূর্ণ মুমিন যার চরিত্র সুন্দর, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম।’
(রিয়াদুস সালিহীন ১/১৯৭)

হজরত আয়েশা (রা) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (স) বলেছেন, তাদের ওই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে। স্ত্রীর প্রতি ব্যবহারে তোমাদের মধ্যে আমি উত্তম। যখন তোমার সঙ্গীর মৃত্যু হয়, তাকে ত্যাগ কর। (তিরমিজী)

হজরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেছেন, কোনো বিশ্বাসী স্বামী কোনো বিশ্বাসিনী স্ত্রীকে ঘৃণা করবে না। তার একটি দোষ পেলে, অন্য গুণের কারণে তাকে ভালোবাসবে। (মুসলিম)

হজরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (স) বলেছেন, বিশ্বাসীদের মধ্যে পূর্ণাঙ্গ বিশ্বাসের অধিকারী এ ব্যক্তি যার স্বভাব-চরিত্র তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম। তোমাদের মধ্যে সে উত্তম যে তার স্ত্রীর প্রতি ব্যবহারে উত্তম। (মিশকাত)

আম্‌র ইব্‌নু ‘আস (রা.) বর্ণনা করেছেন তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, মানুষের মধ্যে কে আপনার নিকট সবচেয়ে প্রিয়? তিনি বললেন, ‘আয়িশাহ্! আমি বললাম, পুরুষদের মধ্যে কে? তিনি বললেন, তাঁর পিতা (আবূ বাক্‌র)। আমি জিজ্ঞেস করলাম, অতঃপর কোন লোকটি? তিনি বললেন, ‘উমার ইব্‌নু খাত্তাব অতঃপর আরো কয়েকজনের নাম করলেন।
(সহিহ বুখারী-৩৬৬২)

আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমরা স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও। কারণ নারীকে পাঁজরের (বাঁকা) হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়ের সবচেয়ে বেশী বাঁকা হল তার উপরের অংশ। যদি তুমি এটাকে সোজা করতে চাও, তাহলে ভেঙ্গে ফেলবে। আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তো বাঁকাই থাকবে। তাই তোমরা নারীদের জন্য মঙ্গলকামী হও।’’ (বুখারী ও মুসলিম)

বুখারী ও মুসলিমের অন্য এক বর্ণনায় আছে, ‘‘মহিলা পাঁজরের হাড়ের মত। যদি তুমি তাকে সোজা করতে চাও, তবে তুমি তা ভেঙ্গে ফেলবে। আর যদি তুমি তার দ্বারা উপকৃত হতে চাও, তাহলে তার এ বাঁকা অবস্থাতেই হতে হবে।’’

মুসলিমের এক বর্ণনায় আছে, ‘‘মহিলাকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। সে কখনই একভাবে তোমার জন্য সোজা থাকবে না। এতএব তুমি যদি তার থেকে উপকৃত হতে চাও, তাহলে তার এ বাঁকা অবস্থাতেই হতে হবে। আর যদি তুমি তা সোজা করতে চাও, তাহলে তা ভেঙ্গে ফেলবে। আর তাকে ভেঙ্গে ফেলা হল তালাক দেওয়া।’’ (বুখারী ও মুসলিম)

(সহীহুল বুখারী ৩৩৩১, ৫১৮৪, ৫১৮৬, ৬০১৮, ৬১৩৬, ৬১৩৮, ৬৪৭৫, মুসলিম ৪৭, ১৪৬৮, তিরমিযী ১১৮৮)

©

29/01/2022

৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ
যা আপনার জীবনকে বদলে দেবে-
১। তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ
ক ) ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত,
খ ) আছর থেকে মাগরিব এবং
গ ) মাগরিব থেকে এশা পর্যন্ত।
২। দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, যেমন:- যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে।
৩। এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে ।
৪। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন।
৫। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন।
৬। হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন।
৭। জুতা পরিধানের পূর্বে দেখে নিন।
৮। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।
৯। টয়লেটে থুথু ফেলবেন না।
১০। কয়লা দিয়ে দাঁত মাজবেন না।
১১। প্যান্ট, ট্রাউজার, পা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন।
১২। ফুঁক দিয়ে খাবার_ঠাণ্ডা করবেন না।
প্রয়োজনে বাতাস করতে পারেন।
১৩। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না।
১৫। ইকামাত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না ।
১৬। টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।
১৭। বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। ভালো কিছুও নয়। ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে!
১৮। বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না।
১৯। চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না ।
২০। হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন না ।
২১। বন্ধুদের সন্দেহ করবেন না।
২২। কখনো মিথ্যা বলবেন না । ঠাট্টা করেও নয়।
২৩। নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না ।
২৪। স্পষ্ট করে কথা বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে।
২৫। একা ভ্রমণ করবেন না। দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন।
২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন, তবে সিদ্ধান্ত হবে আপনার!
২৭। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না।
২৮। খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। যা পেয়েছেন তাতেই আল্লাহ্ পাকের শুকরিয়া আদায় করুন।
২৯। অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে।
৩০। ভিক্ষুকদের পরিহাস করবেন না ।
৩১। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন ।
৩২। ভালো কিছুতে সহযোগিতা করুন।
৩৩। দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন।
৩৪। নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন।
৩৫। যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালো আচরণ করুন।
৩৬। যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।
আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন।
৩৭। বেশি ঘুমাবেন না , এতে স্মৃতিশক্তি লোপ পাবে।
৩৮। নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্ পাকের কাছে অনুতপ্ত হোন। আস্তাগফিরুল্লাহ পড়ুন!
৩৯। অন্ধকারে কিছু খাবেন না।
৪০। মুখ ভর্তি করে খাবেন না। বাচ্চাদেরকেও মুখ ভর্তি করে খেতে দিবেন না।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এই উপদেশমূলক বাণীগুলো মেনে চলার তাওফীক দান করুক। (আমীন)

Photos from আদর্শ জীবন বিধান's post 21/01/2022

___বিড়াল হাদিসে বর্ননাকৃত একমাত্র সুষ্পষ্ট প্রাণী যাকে বেঁধে রেখে কষ্ট দিয়ে মারার জন্য বনী ইসরায়েলের এক নারীর কবরে জাহান্নামের শাস্তি নেমে আসে__
(সহি বুখারী: ৩৪৮২)

বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না, এমন কি পা লাগিয়ে আদুর ও করবেন না । 🥰💞

মনে রাখবেন বিড়াল একমাত্র মাংসা-সী প্রাণী যাকে-
আমাদের নবী হযরত মুহাম্মাদ (সাঃ) ভালোবেসে তার গায়ে হাত বুলিয়েছিলেন, কোলে বসিয়েছেন।
___বিড়াল সেই প্রাণী যে পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায় ।
___বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে দাঁড়ায়, তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না ।
___বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেয়া হয় ।

___বিড়াল সবসময় নাপাক হতে দূরে থাকে, পবিত্র স্হানে থাকতে পছন্দ করে ।
___বিড়াল মানুষের মধ্যে থাকা খারাপ দৃষ্টি গুলো সারা-রাত্র চোষে ধংশ করে দেয় ।

___বিড়াল সেই প্রাণী যার মূখ লাগানো "এটো খাদ্য" আম্মা-জান আয়েশা মুখে নিয়েছেন❣️
___বিড়াল সেই প্রাণী যার জিহবা চাটা পানিতে আল্লাহর হাবীব অযু করেছেন । ❣️
___বিড়াল সেই প্রাণী যার পরিচয়ে পরিচিত হয়েছেন প্রিয় সাহাবী ও সর্বাধিক হাদীস বর্নাকারী আবু হুরায়রাহ (রা:) । 💕

(তারা অপবিত্র নয়, তারা তোমাদের আশেপাশে বিচরণকারীনি - তিরমিজি)

বাড়িতে বিড়াল রাখুন, কেননা "আল্লাহর রাসূল" বলেন বিড়ালের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়েছেন যা দিয়ে তাঁরা খারাপ জ্বীন-শয়তানের সাথে মোকাবেলা করতে পারে । ♥

বাড়িতে বিড়াল থাকলে বিশাক্ত কোনো , সাপ, গুইসাপ, ইঁদুর, ইত্যাদি বাড়িতে ঠুকে থাকতে পারে না___
বাড়িতে সবাই বিড়াল রাখুন তাতে সন্তানের উপরে খারাপ দৃষ্টি ও রোগ থেকে অনেক মুক্তি পাবেন

"ইনশা-আল্লাহ" ❤️

Want your school to be the top-listed School/college in Mirpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Class: 01 || Facebook Marketing Bangla Tutorial 2023 || ফেইসবুক মার্কেটিং বাংলায়
Eid al-Adha

Website

Address


Mirpur
1216

Other Mirpur schools & colleges (show all)
Bangladesh Navy School & College, Dhaka Bangladesh Navy School & College, Dhaka
Mirpur-14, Dhaka
Mirpur, 1206

Bangladesh Navy School & College, Dhaka is one of the most renowned educational institutions in Bangladesh. Tel: +88 02 8711445, +88 02 8713019

BCIC College BCIC College
BCIC College, Zoo Road
Mirpur, 1216

BCIC College is an educational institution Dhaka, Bangladesh.It is an institution operated by Bangla

Job Preparation 24 Job Preparation 24
Mirpur

অংকের ভয়, করব জয় 💪 অংক শেখো স্বপ্ন দেখো।

Children Ministry Program Children Ministry Program
149, Shah Ali Bagh, Mirpur/1
Mirpur, 1216

Dhaka SDA Church Children Ministry Children Sabbath School Programs.

Rhymes of Kitchen Rhymes of Kitchen
Mirpur

Bakery and Cooking School

Abdullah Al Muhith Abdullah Al Muhith
Mirpur

English শিখার জন্য প্রয়োজন ১.নিজের ইচ্ছা ২.সহজ কৌশল

Ques HUB Ques HUB
Mirpur, 1216

QuesHUB is an online Educational Platform in Bangladesh developed by QuesHUB LLC.

Kingshuk School Kingshuk School
377 Monipur
Mirpur, 1216

This is an official page of Kingshuk Participatory School and College

Active Academic Care Active Academic Care
Mirpur

An Efficient Educational Institution

Yasin's Chemistry Lab Yasin's Chemistry Lab
Main Road
Mirpur

সহজ করে সহজ বুঝি

Mirpur Cantonment Public Quiz Club - MCPQC Mirpur Cantonment Public Quiz Club - MCPQC
Mirpur Cantonment Public School &College , Mirpur Cantonment/Dhaka
Mirpur, 1216

Official Page of MCPQC (MIRPUR CANTONMENT PUBLIC QUIZ CLUB)

Language Point Language Point
Mirpur Dhaka , House 253/1 Road 15
Mirpur, 1216

For IELTS/ Spoken/Phonetics/Writing Candid Sir 01721624511