আহমেদ’স ডায়েরি

লিখতে ভালো লাগে। তাই লিখি । তাই তো বলি কথা কলম দিয়ে, মনের ভাব দেখবো না হয় কেমন করে।

To be, or not to be,

That is the question?

✌Me!🐼Don't have ability To cherish a pet✌

🖤✌peace✌🖤

02/10/2024

চা - ৩
🪶- মো: ইয়াসিন আহমেদ

এখন আমার কাপে বরফ জমে শীতের চাদরে ,
তাই বসন্ত এলেই খুঁজব তোমায় চায়ের চুমুকে।
চা খেয়ে তৃপ্তি মিলে নাহ যদি না থাকো পাশে,
চায়ের রোগ ছাড়ছে নাহ যেনো শুকনো হৃদয়ে।

চায়ের নেশায় জীবন গেলো অর্থ বেহিসেবে,
তবুও হিসেব শেষে 'চা' চাই এই জীবনে।
সকাল সন্ধ্যা চা যেনো চাই রং মাখা জীবনে,
বেরঙা জীবনে এক কাপ চা যেনো রং মাখিবে।

বলেছ আসবে কাল বলবে কথা অনেক,
আমি ভেবেছি মালাই দিয়ে চা বানাবো বেশ।
বসন্ত এলো শীত গেলো পাইনি গ্রীষ্ম, বর্ষণে,
তবে কি তোমায় খুঁজে পাবোনা চায়ের চুমুকে!

নিমন্ত্রণ নিলে খাবে চা আসলে নাহ বিকেলে,
তবুও আমি আশায় থাকবো তোমার আগমনে।
তোমায় ছাড়া কেমন যেন জীবন শূন্য এই ভুবনে,
ঠিক চা ছাড়াও ভাবা যায় নাহ তৃপ্ততা দিন শেষে।

21/10/2023

জীবন পরীক্ষা
🪶- মো: ইয়াসিন আহমেদ

ঈশ্বর পরীক্ষা নিচ্ছে,
আমি পরীক্ষা দিচ্ছি।
উত্তীর্ণ আমি নাহী হচ্ছি,
ভাগ্য মোর নিভিয়ে জ্বলছি।

ব্যর্থ আমি জীবন পরীক্ষায়,
চাচ্ছি ভালো খোদার মহিমায়।
আমায় দিয়েছে রিযিক ঠিক,
ব্যর্থ নিতে জীবিকা বেঠিক।

আমার পরীক্ষা আমি দিচ্ছি,
অপর থেকে নাহী ভাগ চাচ্ছি।
পরীক্ষায় নথি আমার বিষণ্ণতার,
পার পাবো কি নাহ আছি আশায়।

চাইনা আমি অনেক বেশী,
রব যা দিবে তাতেই খুশি।
কিন্তু কাটছে নাহ বিষণ্ণতা,
আশা তাই মরণ অপেক্ষা।

আহমেদ’স ডায়েরি 🌿..................২১-১০-২০২৩..................

12/03/2023

I apologize
🪶- Md Yeseen Ahmed

I apologize,
I apologize for my faith.
I apologize,
I apologize for my struggles.
I apologize,
I apologize for my dreams.
I apologize,
I apologize for my planning.

I apologize,
Cause I get forlorn.
I apologize,
Cause I get pangs.
I apologize,
Cause I get to rip off.
I apologize,
Cause I get vitality and mislay.

So I apologize to myself,
Cause am depressed.

Ahmed's Diary 🌿

14/02/2023

" মাতৃভাষার প্রতিদানে ব্যর্থতা "
🪶- ইয়াসিন আহমেদ

শত শত রক্ত ফোঁটায় কেনা আমার বাংলা,
জানো কি হে প্রজন্ম!
জানো কি তোমরা?

সালাম, বরকত, রফিক, জব্বার এর বাংলা,
জানো কি হে প্রজন্ম!
জানো কি তোমরা?

শুদ্ধ ব্যকরণের স্বল্পতায় ভুগছে মোর বাংলা,
জানো কি হে প্রজন্ম!
জানো কি তোমরা?

আজ হচ্ছে অবহেলার শিকার এই বাংলা,
জানো কি হে প্রজন্ম!
জানো কি তোমরা?

কিসের মোর পণ কিসের মোর পাঠ বাংলা,
জানো কি হে প্রজন্ম!
জানো কি তোমরা?

বলি বিদেশি ভাষায় কিসের আবার বাংলা,
জানো কি হে প্রজন্ম!
জানো কি তোমরা?

তবে কেনো তারা জীবন বাজিতে গড়েছিল বাংলা,
জানো কি হে প্রজন্ম!
জানো কি তোমরা?

প্রতিদানে ব্যর্থ কেনো আমরা কেনো বঞ্চিত আমার বাংলা,
জানো কি হে প্রজন্ম!
জানো কি তোমরা?

কৃতজ্ঞতা: সকল ভাষা শহীদের প্রতি রইলো ভালোবাসা ও অজস্র শ্রদ্ধা।
যারা এনে দিয়েছেন আমাদের এই ভাষা বাংলা।

তাই তো প্রিয় কবি "অতুল প্রসাদ সেন" বলে গিয়েছেন:

"মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।

মাগো তোমার কোলে, তোমার বোলে
কতই শান্তি ভালোবাসা।
আ-মরি বাংলা ভাষা
মোদের গরব, মোদের আশা
আ-মরি বাংলা ভাষা।"

🖤🖤🖤

31/12/2022

মানবের মনুষ্যত্ব
🪶- মো: ইয়াসিন আহমেদ

আমার অভাব! স্বভাব এ নষ্ট নয়,
কিন্তু আমি মানুষ!
আমারে স্বভাবে অভাব নষ্ট কয়।

আমার চরিত্র ফুলের মতো! পশু নয়,
কিন্তু আমি মানুষ!
আমারে পশুর সমতুল্য জানোয়ার কয়।

আমার অবস্থা অভাবি! লোভী নয়,
কিন্তু আমি মানুষ!
আমারে অতি লোভে সর্বস্ব নস্ট কয়।

আমার পাপ! কুকর্মে পাপী নয়,
কিন্তু আমি মানুষ!
আমারে সর্ব পাপে পথ ভ্রষ্টা কয়।

আমার বিদ্যা! নির্বোধে ভয়ংকরী নয়,
কিন্তু আমি মানুষ!
আমারে ঈষৎ জ্ঞানে ভয়ংকারী কয়।

আহমেদ’স ডায়েরি 🌿

09/11/2022

অম্বর যদি চায় মনের মধুপ অন্বেষা,
মন কি পারবে আকাশের সুহৃদ চূর্ণিতা।
মেঘ যেন এক নিয়তির হর্ষ অভ্যর্থনায়,
নভ আজ মনে গর্জিত মেঘের কৃতজ্ঞতায়।

মন যে আজ ভালো নেই,
দীপ্তি শর্বর সমাচার,
আকাশের মন মেঘেই থাকবে,
এটাই যেনো তার অহংকার।

🪶- মো: ইয়াসিন আহমেদ

আহমেদ’স ডায়েরি 🌿

08/11/2022

যতই বলো মনো সুখ বেজায় আরাম,
সুখ যে শুধু মুখোশের বহিরে প্রগাঢ়।
দ্যুলক এর কান্না মনের রসদ এষণা,
যদিও মন কালো মেঘের নিলয় কিনারা।

🪶- মো: ইয়াসিন আহমেদ

আহমেদ’স ডায়েরি 🌿

07/11/2022

বিষন্নতা বিষণ্ণতা নিয়েছে যে পিছ মরা,
অকাল প্রয়াত কাটিতে ব্যাকুল মন খানা।
মন বুঝেনা এ যে এক নিয়তির খেলা,
বিষন্নতা কাটিলে সবই যেন জগৎ ছাড়া।

🪶- মো: ইয়াসিন আহমেদ

আহমেদ’স ডায়েরি 🌿

06/11/2022

আমার চরিত্র ফুলের মতো! পশু নয়,
কিন্তু আমি মানুষ!
আমারে পশুর সমতুল্য জানোয়ার কয়।
🪶- মোঃ ইয়াসিন আহমেদ

আহমেদ’স ডায়েরি 🌿এ

06/11/2022
05/11/2022

মন
🪶- মো: ইয়াসিন আহমেদ

ব্যর্থ আমি ব্যর্থ জীবন,
ব্যর্থ মন !
ব্যর্থ আমার মন বাসন।

ক্ষুন্ন আমি ক্ষুন্ন জীবন ,
ক্ষুন্ন মন !
ক্ষুন্ন আমার মন আসন ।

ঈষৎ আমি ঈষৎ চাহণ,
ঈষৎ মন !
ঈষৎ আমার মন গগন ।

স্থির আমি স্থির পাবক ,
স্থির মন !
স্থির আমার মন রোদন।

আহমেদ’স ডায়েরি

Want your public figure to be the top-listed Public Figure in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


163, Nimaikashari, Sanarpar, Siddirganj
Narayanganj

Other Writers in Narayanganj (show all)
LOST STORY LOST STORY
Narayanganj, 1400

@loststory.97

Simanta Prodhan Simanta Prodhan
Shayesta Khan Road
Narayanganj, 1400

I am a very ordinary person. I like to write. If you don't have the patience to read my writing,

Jaan Chummma dibaa Jaan Chummma dibaa
Sanarpar
Narayanganj

গল্প পরতে ভালোবাসলে পেজটি ফলো করুন।🖤

Last Expect Last Expect
ঢাকা, বাংলাদেশ
Narayanganj

Love Is Not Mean For Everyone

Emotion Emotion
Narayanganj

সব কিছুরই দাম বাড়ে শুধু তোমার কাছে আমার দাম ছাড়া!�

هذه هي النفسHadhih-hi-alnafs هذه هي النفسHadhih-hi-alnafs
Narayanganj

هذه هي النفس hadhih hi alnafs Purification of the soul আত্মার পরিশ?

Tarana Afrin Tarana Afrin
Narayanganj

Biplob Hossain munna Biplob Hossain munna
Dhaka Highway
Narayanganj

নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করো

𝑒𝑚𝑜𝑡𝑖𝑜𝑛シ︎ -আবেগ 𝑒𝑚𝑜𝑡𝑖𝑜𝑛シ︎ -আবেগ
Narayanganj

ছোট লেখায় হাজারো অনুভূতি।।

Nasima Akter Nasima Akter
Narayanganj

Life is a beautiful place, here we live to over come, when we lose something that time we earn learn

Md Siam Md Siam
তুমি
Narayanganj, HHDDCF

❤️❤️❤️❤️❤️

S.S  Zoon S.S Zoon
Narayanganj

গল্প পড়তে ভালোবাসি, যারা গল্প পড়তে ভালোবাসেন আমার পেজে লাইক ফলে দিয়ে রাখবেন ❤️❤️❤️❤️❤️