QuizPage

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from QuizPage, Religious organisation, Sylhet.

01/02/2022

আল্লাহু আকবার☝🏻😰

14/01/2022

অলসদের জন্য এটাই প্রাপ্য!!!
কর্মহিন বসে খেলে শেষ পরিনতি কি হয় দেখুন!

17/12/2021

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
📖
এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট বললঃ আপনি আমাকে অসিয়ত করুন। তিনি বললেনঃ তুমি রাগ করো না।। লোকটি কয়েকবার তা বললেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক বারেই বললেনঃ রাগ করো না।(আধুনিক প্রকাশনী- ৫৬৭৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৭৩)

সহিহ বুখারী, হাদিস নং ৬১১৬
হাদিসের মান: সহিহ হাদিস

13/12/2021

বাতিলরা যতই শক্তিশালী হোক তাদের মাথা নিচু থাকে!

আর মুমিনরা দুর্বল হলেও তাদেট শির উঁচু করে রাখে*

29/11/2021

আল্লাহর দরবারে চলে গেলেন হাজারো আলেমের উস্তাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সম্মানিত মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী ।
انا لله وانا اليه راجعون
মহান আল্লাহ দ্বীনের এ খাদেমের খেদমতের বিনিময়ে গুনাহখাতা মুছে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন ।

16/11/2021

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ হিসাবে মাসজিদের মিম্বরে আলেমরাই বসার অধিকার রাখেন।

আলেমরা যদি তাদের যায়গা জাহেলদের দিয়ে দেন তাহলে কিয়ামতের জন্য অপেক্ষা করুন🤬🤬🤬!!!

12/11/2021

আহ্ আমার দেশ😔
হাজার ক্ষুধার্থের নিরব আর্তনাদ তা এই ছবি দেখে বুঝা যায়!!!

Photos from QuizPage's post 07/10/2021

#আবরার এর জন্য মন কাঁদে!😰
কি জঘন্য পাশবিকতা করেছিল ওর সাথে মানুষ রুপে হায়েনারা! ধ্বংস হউক এমন হায়েনা নিপাত যাক এমন হিংস্র পশু❗

30/08/2021

🤣😆এইতো ঠিক আছে চাচা চালিয়ে যান!
আমরা যুবকরা দেখে হতবাক হওয়া ছাড়া কিছুই করার নেই 😤

23/08/2021

কিছুই কমু না😊🤯😳

12/08/2021

অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত!
আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত😰💔

18/05/2021

👮‍♂️আহ্ প্রশাসনের সব ভাইয়েরা যদি এমন হতো🥀🖤

17/05/2021

This broke me into pieces. shes taking a picture of her 16 year old brother (Rahimullah) who was shot and killed by israeli forces just a few days ago. may Allah heal her from all wounds and protect her and her family Ameen.💔💔
Follow👉🏻

11/05/2021

🤲🏻ইয়া আল্লাহ আমাদের😭 ফিলিস্তিনি ভাই ও বোনদের রক্ষা করুন!
💔☝🏻May Allah protect our 🇯🇴Palestine brother and sister's

09/05/2021

লাইলাতুল কদর🥀🖤শবে কদর📖
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম; তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি। অতঃপর ক্ষমা করেন, হে মহান ক্ষমাশীল। (জামেউত তিরমিজি: ৩৫-১৩)

02/05/2021

Apple phone's 📱

05/09/2020

😢😢পৃথিবীর ইতিহাসে এসি বিস্ফোরণে এইভাবে মৃতের ইতিহাস আর নেই, এটা কি দূর্ঘটনা নাকি অন্য কিছু!

31/07/2020

"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম"
"ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন "
দেশে প্রবাসে সকলকে জানাই
ঈদ-উল-আযহার শুভেচ্ছা

ঈদ মুবারক🌙

করোনা মহামারী ও বন্যাসহ সকল দুর্যোগ থেকে মহান আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে হেফাজত করুন, আমীন।
تقبل الله منا ومنكم
كل عام وأنتم بخير
عيد مبارك❤

27/07/2020

সুবহান আল্লাহ👼😢

23/07/2020

🤕সত্যিই আজ যদি সে লুকিয়ে লুকিয়ে প্রেমালাপ করে যেতো কিংবা কোচিং আর টিফিনে বিরতিতে রসালো আলাপ করতো এই অসভ্য সমাজ তাকে দেখে চুপ থাকতো!

যদি ধর্ষণে অভিযুক্ত হতো তখন ধিক্কার জানিয়ে
চুপ-চাপ থাকতো নিজের দায়িত্ব শেষ মনে করে!

কিন্তু আজ সে চরিত্র রক্ষার্থে রবের সন্তুষ্টির পথ
বেঁচে নিয়েছে নিজ থেকেই। আর নিজেরা পরস্পর পবিত্র বন্ধন বিয়েতে আবদ্ধ হয়েছে।

ঠিক তখনি এই পাপিষ্ঠরা উঠে পড়ে লেগেছে
বাল্যবিয়ে আর গণতন্ত্রের আইনী অজুহাত দেখিয়ে।

কারণ এই সমাজ তোমাকে আমাকে
পাপের প্রতি উদ্বুদ্ধ করে সর্বদা পুণ্য নয়!

আল্লাহ্ ধ্বংস করুন এই কুফরী সমাজ ব্যবস্থা!
কম বয়সে বিয়ে নিয়ে ইসলাম কি বলে?
জবাব: বিবাহের ক্ষেত্রে নির্দিষ্ট কোন বয়সের কথা ইসলাম বলে নি। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

ﻳَﺎﻣَﻌْﺸَﺮَ ﺍﻟﺸَّﺒَﺎﺏِ ﻣَﻦِ ﺍﺳْﺘَﻄَﺎﻉَ ﻣِﻨْﻜُﻢُ ﺍﻟْﺒَﺎﺀَﺓَ ﻓَﻠْﻴَﺘَﺰَﻭَّﺝْ، ﻓَﺈِﻧَّﻪُﺃَﻏَﺾُّ ﻟِﻠْﺒَﺼَﺮِ ﻭَﺃَﺣْﺼَﻦُ ﻟِﻠْﻔَﺮْﺝِ ﻭَﻣَﻦْ ﻟَﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﻌَﻠَﻴْﻪِﺑِﺎﻟﺼَّﻮْﻡِ ﻓَﺈِﻧَّﻪُ ﻟَﻪُ ﻭِﺟَﺎﺀٌ

হে যুবসমাজ! তোমাদেরমধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে, তাদের বিবাহ করা কর্তব্য। কেননা বিবাহ হয় দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে। কেননা রোজা হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম। (বুখারী ৫০৬৫; মুসলিম ১৪০০)

উক্ত হাদিস থেকে বুঝা যায়, কোন ব্যক্তি সামর্থ্যবান হলেই বিয়ে করে নেয়া উচিত। আর যেহেতু ব্যক্তি হিসেবে শক্তি সামর্থ্য ভিন্ন হয়ে থাকে; অনেকে অল্প বয়সেই সামর্থ্যবান হয়ে যায়, অনেকের একটু সময় লাগে, তাই যৌক্তিকতার দাবী হল, এর জন্য বয়স ঠিক না করা। এজন্য ইসলামে বিয়ের বয়স নির্ধারণ করা হয় নি।

তবে হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ের ক্ষেত্রে দেরি করা ঠিক নয়। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

من وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنِ اسْمَهُ وَأَدَبَهُ فَإِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ فَإِنْ بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَأَصَابَ إِثْمًا فَإِنَّمَا إثمه على أَبِيه

তোমাদের মাঝে যার কোন (পুত্র বা কন্যা) সন্তান জন্ম হয় সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়; যখন সে বালেগ অর্থাৎ সাবালক/সাবালিকা হয়, তখন যেন তার বিয়ে দেয়; যদি সে বালেগ হয় এবং তার বিয়ে না দেয় তাহলে, সে কোন পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার উপর বর্তাবে। (বাইহাকি ৮১৪৫)

আর ছেলে মেয়ের বয়সের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয়; বরং বয়সের পার্থক্য কম থাকা উত্তম। এটা বুঝা যায় হযরত ফাতিমা রাযি. এর বিয়ের দিকে তাকালে। তাঁকে বিয়ে করার প্রস্তাব হযরত আবু বকর রাযি. এবং হযরত উমর রাযি.-ও দিয়েছিলেন। যাঁদের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার কথা বলার অপেক্ষা রাখে না। তাঁরা ছিলেন উম্মতের শ্রেষ্ঠতম ব্যক্তি। কিন্তু রাসূল ﷺ তাঁদের কাছে কম বয়সী ফাতিমা রাযি.-কে বিবাহ দেন নি। দিয়েছেন কাছাকাছি বয়স্ক হযরত আলী রাযি.-এর সাথে। (মওসূআতু হায়াতুস সাহাবিয়্যাত ৬২১)

20/07/2020

আপনার দরদ" বা ভালোবাসা" বা শ্রদ্ধা" পরীক্ষা হয়ে যাক😊

19/07/2020

সুবহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর❤🦄🐎

10/07/2020

🇧🇩দেশ সম্পর্কে যা এখনো অনেক কিছু অনেকেই জানিনা ১৯৭১ সালে ভারত কেন বাংলাদেশকে সহযোগিতা করেছিল, দেখুন ভিডিওতে।

ভিডিও ক্রেডিট: সাংবাদিক ইলিয়াস হোসাইন

08/07/2020

মানুষ দৈনন্দিন জীবনে অনেক কাজেই করে থাকে। আর এ সব কাজের প্রতিটিই যে সঠিক হবে এমন নয়, বরং অনেক সময় মনের অজান্তে অনেক অন্যায় ঘটে যায়। অন্যায় থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বিকল্প নেই

যুগে যুগে অনেক নবি রাসুল ও তাদের অনুসারীরা তাদের নিজেদের ভুল বা অন্যায় থেকে মুক্তি লাভে আল্লাহর কাছে যে ভাষায় আবেদন করেছিলেন। তার কিছু তুলে ধরা হলো-

> হজরত আদম ও মা হাওয়ার আবেদন ছিল এমন-

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

উচ্চারণ : রাব্বানা জ্বালামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কু-নান্না মিনাল খাছিরিন।’ (সুরা আরাফ : আয়াত ২৩)
অর্থ : হে আমাদের প্রভু! আমরা আমাদের নফসের ওপর জুলুম করেছি। আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাবো।’

আল্লাহ তাআলা পথে সংগ্রামকারীদের প্রার্থনার কথা তুলে ধরে আল্লাহ বলেন-

‘আর বহু নবি ছিলেন, যাঁদের সঙ্গী-সাথীরা তাঁদের আনুবর্তী হয়ে জেহাদ করেছে। আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর পথে (কাজ করতে গিয়ে) তারা হেরেও যায়নি, কান্তও হয়নি এবং দমেও যায়নি। আর যারা সবর করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৪৬)

> নবি-রাসুল ও আনুগত্যশীলদের ক্ষমা চাওয়ার ধরণ ছিল এমন-

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

উচ্চারণ : রাব্বানাগফির লানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া ছাব্বিত আক্বদামানা ওয়াংছুরনা আলাল ক্বাওমিল কাফিরিন।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৪৭)

অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদের পাপসমূহ ক্ষমা করে দাও এবং আমাদের কাজে যে সব বাড়াবাড়ি হয়ে গেছে (সে পাপ থেকেও)। আর আমাদেরকে দৃঢ় রাখ এবং কাফের অবিশ্বাসীদের ওপর আমাদের বিজয় দান কর।’

সর্বোপরি ক্ষমা চাওয়ার পাশাপাশি তার রহমত কামনায় আল্লাহর শেখানো এ দোয়ার বিকল্পও নেই। তিনি বলেন-رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

উচ্চারণ : ‘রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতা আরহামুর রাহিমিন।’

অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদের প্রতি আপনার ক্ষমা ও রহমত দান করুন। এবং আপনি দয়া প্রদর্শনকারীদের মধ্যে সর্বোত্তম দয়ালু।’ (সুরা মুমিনুন : আয়াত ১১৮)

আল্লাহ তাআলা কুরআনে পাকের অনেক স্থানে ক্ষমা লাভের উপায় তুলে ধরে ক্ষমা চাওয়ার মাধ্যমে উত্তম ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করেছেন।

সুতরাং মানুষের উচিত মহান আল্লাহর কাছে তারই শেখানো ভাষায় কুরআনে বর্ণিত দোয়াগুলোর মাধ্যমে ক্ষমা চাওয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেদেরকে ইবাদত বন্দেগিতে একনিষ্ঠ হওয়ার তাওফিক দান করুন। আমিন

Photos from QuizPage's post 07/07/2020

হলিআর্টিজনে হামলাকারী দুই জঙ্গির ডাঃ জাকির নায়েকের ফেজবুক পেজে লাইক খুঁজে পেয়েছিলেন আমাদের দেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবি আর কিছু মিডিয়া।
মামলা হলো জাকির নায়েক এবং তার পিস টিভির বিরুদ্ধে। ফলাফল সবারই জানা।

টেন মিনিট স্কুলের দুইজন শিক্ষক সরাসরি সমকামিতা এবং বিবাহবহির্ভূত সম্পর্ককে প্রমোট করছে যেখানে, সেই টেন মিনি স্কুলের আয়মান সাদিক এবং তার প্রতিষ্ঠান কেন দ্বায়ী হবেনা?
তথাকথিত বুদ্ধিজীবি নামক বুূদ্ধি প্রতিবন্ধীরা আজ কোথায়?

06/07/2020

সুবহান আল্লাহ🦈🐠🐟🐬💞

Posted by admin:-
MD:Zakir
https://www.facebook.com/ZakirSylhet0

02/07/2020

Subhan Allah☝🏻🐟🐠🦆🦆💞
সুবহান আল্লাহ্

Photos from QuizPage's post 01/07/2020

#সিগারেট_হালাল_নাকি_হারাম🚭
🤔অনেকেই তর্ক করে থাকি আমরা সিগারেট
খাওয়া হালাল নাকি হারাম এই নিয়ে কিন্তু এই লেখাটি এ বিষয়ে তর্কের সমাপ্তি করবে বলে আশা করছি।
কুরআন-হাদীস কি বলে একটু
দেখে নেয়ার পর
আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব।
ইনশাআল্লাহ

★ সিগারেটের
গায়ে লেখা থাকে "ধুমপান
মৃত্যু
ঘটায়"।
আল্লাহ পাক বলেন,
"তোমরা নিজেদেরকে ধ্বংসের
দিকে নিক্ষেপ
করো না।" [বাকারা-১৯৫]

★সিগারেট
নেশাজাতীয়
জিনিস।
নবী করিম (সাঃ) বলেছেন,
"প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার)
আর প্রত্যেক নেশার
জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]

★ কেউ একসাথে ১০ টি সিগারেট
খেলে তার নেশা হতে বাধ্য।
রাসূল (সাঃ) বলেছেন, "যা অধিক
সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম
সেবন করাও
হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু
দাঊদ-৩৬৮১]

★ সিগারেট অপবিত্র জিনিস।
আল্লাহ পাক বলেন, "তোমাদের
জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু
হারাম
করা হয়েছে।" [আরাফ-১৫৭]

★সিগারেটে অপব্যায়
ছাড়া কোন ফায়দা নেই।
আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই
অপব্যায়কারী শয়তানের
ভাই।" [সূরা ইসরা-২৭]

★সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম
কষ্ট পায়।
রাসূল (সাঃ) বলেন
"যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস
রাখে, সে যেন
প্রতিবেশীকে কষ্ট
না দেয়।" [বুখারী]

★সিগারেট পুষ্টিকর
কিংবা ক্ষুধা নিবারণ মূলকও
কিছুই নয়। জাহান্নামীদের খাবারের
প্রসঙ্গে আল্লাহ পাক বলেন,
"এটা তাদের পুষ্টিও
যোগাবে না ক্ষুধাও নিবারণ
করবে না।" [গাশিয়াহ-৭]

এবার
আপনি সিদ্ধান্ত নিন হারাম
সিগারেট
খাবেন নাকি ছেড়ে দেবেন?
আল্লাহ আমাদেরকে যাতে এসব থেকে দুরে রাখেন,,,
আমিন।🤲🏻

30/06/2020

💌আমাকে অনেকেই গালি দেন ইতিহাস সাক্ষী আমি কাউকে গালি দেইনি! কেননা গালি নিচু লোকের হাতিয়ার! আর আমার হাতিয়ার পবিত্র কুরআন ও হাদিস📖📚

29/06/2020

হে আল্লাহ আপনি নিহতদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন🤲🏻
আহতদের সুস্থতার নেয়ামত দান করুন🤲🏻

আহত/নিহত পরিবার পরিজনদেরকে সাবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুন🤲🏻
একের পর এক এ ধরণের দুর্ঘটনার জন্য অব্যবস্থাপনাই দায়ী!! সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক বিচার হলে এসব দুর্ঘটনা কমে যাবে ইনশা-আল্লাহ

26/06/2020

আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা🔥।
📖

25/06/2020

নিঃস্বার্থ ভালোবাসার অপর নাম মা💕

21/06/2020

🏞অন্যের জমি অন্যায় ভাবে দখল করার আগে একবার নয় বারবার বাবুন!!!🏡
জমি-জমার বিরোধ সর্বত্রই রয়েছে। জমি-জমার বিরোধকে কেন্দ্র করে সমাজে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। কোনো কোনো জায়গায় হতাহতের মতো ঘটনাও ঘটে। জমি-জমার বিরোধকে কেন্দ্র করে, মারামারি হানাহানির ঘটনায়, কোর্ট-কাচারিতে মামলা-মোকদ্দমার সংখ্যাও কম নয়। যারা অন্যায় ভাবে জমি-জমা জবর দখল করেছে, অন্যের উপর জুলুম করেছে, ধর্মীয় বিধি বিধানের সীমালংঘন করেছে, আল্লাহ তায়ালা তাদের ওপর কঠিন আযাব-গজব নাজিল করেছেন। কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি তাদের ওপর আসমান থেকে আযাব নাযিল করলাম, তাদের সীমালংঘন করার কারণে।’ (সূরা বাকারা:৫৯)। ‘তারপর যারা জুলুম করেছে তাদের বলা হবে, স্থায়ী আযাব ভোগ কর। তোমরা যা অর্জন করতে তোমাদেরকে বেকল তারই প্রতিদান দেয়া হচ্ছে।’ (সূরা ইউনূছ:৫২)। ‘আর যারা জুলুম করেছে, তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো সুপারিশ করো না। নিশ্চয়ই তাদেরকে ডুবানো হবে’ অর্থাৎ ধ্বংস করা হবে। (সূরা হুদ: ৩৭)।

জমি কিংবা বসত ভিটার সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে বিরোধ, দুর্বল, ইয়াতিম, সংখ্যালুঘু সম্প্রদায় ও বিধবার সম্পত্তি জবর-দখল করা, সরকারী খাস জমি, পুকুর, খাল, নদ-নদী ও জলাশয় দখল করে দোকানপাট ও মার্কেট নির্মান করা, জোর পূর্বক উচ্ছেদ করা, ভয়-ভীতি প্রদর্শন করা, অন্যের সীমানার ওপর বাড়ি ঘর নির্মান করাসহ সমাজে জুলুম নির্যাতন ও দখল বে-দখলের ঘটনা অহরহই ঘটছে। ভ‚মি দস্যুতার ভয়াবহ প্রভাব সমাজ, পরিবার ও পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ভ‚মি দস্যুতার কবলে পড়ে, অনেকে গৃহহীন হয়ে পড়েছেন। জাল-দলিল তৈরী করে কিংবা ভ‚য়া আম-মোক্তার সেজে জমি ক্রয়-বিক্রয় করার মতো ঘটনা অহরহই ঘটছে। যারা এ ধরনের প্রতারণার সাথে সম্পৃক্ত থাকবে কিয়ামতের দিন তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূল (সা) এরশাদ করেছেন, ‘জুলুম’ কিয়ামতের দিন অনেকে অন্ধকার রূপ ধারণ করবে। ( বোখারি:২২৮৫)।
হযরত সাঈদ বিন জায়েদ (রা) থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূল (সা) এরশাদ করেছেন, যে ব্যক্তি কারো এক বিঘত জমিন জোর পূর্বক অন্যায় ভাবে দখল করবে কিয়ামতের দিন সাত স্তবক (সাত স্তর বিশিষ্ট) জমি হতে ঐ জমিটুকু তার গলায় বেড়ি রূপে পড়িয়ে দেয়া হবে। (বোখারী ও মুসলিম:২২৯১)। হযরত সালিম তার পিতা হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণনা করেন যে, হযরত রাসূল (সা) এরশাদ করেছেন, যে ব্যক্তি অন্যায় ভাবে কারো কিছু জমিন নিবে, কিয়ামতের দিন তাকে সাত স্তবক জমিন পর্যন্ত মাটির নিচে ধ্বসিয়ে দেয়া হবে। (মিশকাত:২৮২৩)। হযরত ইয়ালা বিন মুররা (রা) হতে বর্ণিত হয়েছে, হযরত রাসূল (সা) এরশাদ করেছেন, যে ব্যক্তি অন্যায় ভাবে কারো জমিন দখল করে, তাকে আল্লাহ পাক তা সপ্ত স্তর পর্যন্ত খনন করতে বাধ্য করবেন, তারপর তার গলায় তা বেড়ি রূপে পরায়ে রাখা হবে-সকল মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত। (মিশকাত:২৮৩১)।
জোর পূর্বক জমি-জমা দখল করার মতো গোনাহের কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে। এছাড়া জোর পূর্বক জমি-জমা দখলকারীকে সহযোগিতা করা থেকে বিরত থাকতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূল (সা) এরশাদ করেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। সে তার ওপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দও করবে না। (বোখারি:২২৮০)। পরকালে জান্নাতের পথে বাধা হয়, এ জাতীয় কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তায়ালা সকলকে তৌফিক দান করুক। আমীন।

19/06/2020

বিজয়ীদের কন্টাক্ট নাম্বার কালেক্ট করা হয়েছে, ইনশাআল্লাহ আগামী 21-6-2020তারিখে পুরস্কার দেয়া হবে

17/06/2020

🤕রাব্বে কারিমের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আজ ভয়াবহ 🚘দুর্ঘটনার সম্মুখ থেকে আমাকে বাঁচানোর জন্য!
জানিনা কার দোয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়েছেন! আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন আমিন🤲

15/06/2020

এসব কুফরী কথা না বলে রাষ্ট্রীয় নেতাদেরকে আগে তাওবা করা উচিত। নয়তো আল্লাহর শাস্তি থেকে কেউই রেহাই পাবে না।

আল্লাহ তায়ালা! হারামখোর ও জালিমদের কারণে তুমি সবাইকে ধ্বংস করে দিও না।আমাদের প্রতি রহম করো😭🤕

Want your place of worship to be the top-listed Place Of Worship in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আল্লাহু আকবার☝🏻😰
অলসদের জন্য এটাই প্রাপ্য!!!কর্মহিন বসে খেলে শেষ পরিনতি কি হয় দেখুন!
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ📖এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট বললঃ আপনি আমাকে অসিয়ত করুন। তি...
আল্লাহর দরবারে চলে গেলেন হাজারো আলেমের উস্তাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সম্মানিত মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী ।ان...
🤣😆এইতো ঠিক আছে চাচা চালিয়ে যান!আমরা যুবকরা দেখে হতবাক হওয়া ছাড়া কিছুই করার নেই 😤
অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত!আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অবহেলিত😰💔
👮‍♂️আহ্ প্রশাসনের সব ভাইয়েরা যদি এমন হতো🥀🖤
This broke me into pieces. shes taking a picture of her 16 year old brother #SaidOdeh (Rahimullah) who was shot and kill...
🤲🏻ইয়া আল্লাহ আমাদের😭 ফিলিস্তিনি ভাই ও বোনদের রক্ষা করুন!💔☝🏻May Allah protect our 🇯🇴Palestine brother and sister's..#gaz...
লাইলাতুল কদর🥀🖤শবে কদর📖আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম; তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি। অতঃপর ক্ষমা করেন, হে মহান ক্ষমাশীল...
Apple phone's 📱
সুবহান আল্লাহ🦈🐠🐟🐬💞.Posted by admin:-MD:Zakir https://www.facebook.com/ZakirSylhet0

Website

Address


Sylhet
3230

Other Religious Organizations in Sylhet (show all)
Motivational Motivational
Beanibazar
Sylhet, 3170

Islamic Holy TV Islamic Holy TV
Sylhet, 3170

I'm servant of my Allah Student of the Holy Quran

Md Yakub Ali Md Yakub Ali
Sylhet
Sylhet, 3100

Everything

Islamic Awaz Islamic Awaz
Sylhet, 3100

If you claim yourself Muslim, but you do not pray five times a day. There is a very simple Question: Why don't you pray? You should know the answer.

APORA APORA
Sylhet Road, সিলেট সদর
Sylhet

Sadhon kumar Tripaty Sadhon kumar Tripaty
Bimanbondor
Sylhet, SADHON111

ভজন,কির্তন,ধর্মকথা,জীবন জাপনের মুল মন্ত্র।

সনাতনী জাগ্রত যুব সংঘ সনাতনী জাগ্রত যুব সংঘ
Sylhet
Sylhet

My aim is to work against misculture for the sake of truth and religion. Joy Hindhu religion!

হিজবুল্লাহ হিজবুল্লাহ
Sylhet

"What destroys a man more quickly than to work, think and feel without inner necessity."

Ekadashi24 Ekadashi24
Sylhet, 3100

হরেকৃষ্ণ♥ নিজে একাদশী মহাব্রত পালন করুন অন্যদেরকেও উৎসাহিত করুন🥰

AskUmmah.Com AskUmmah.Com
Sylhet Agricultural University
Sylhet, 3100

মুসলিমদের স্বর্ণালি ইতিহাস ও গৌরবের ?

tuhin.liveblog365.com tuhin.liveblog365.com
Sylhet, Moulvibazar, Post Code :3222
Sylhet, 3222

tuhin.liveblog365